ETV Bharat / sports

Santosh Trophy: ময়দানের দুই বড় দলের নির্ভরতা ছেড়ে সন্তোষ ট্রফির শিবির শুরু বাংলার

author img

By

Published : Oct 21, 2021, 2:03 PM IST

Bengals Santosh Trophy Camp Starts at Rabindra Sarobar Stadium
ময়দানের দুই বড় দলের নির্ভরতা ছেড়ে সন্তোষ ট্রফির শিবির শুরু বাংলার

গতকাল থেকে সন্তোষ ট্রফির প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে বাংলা দল ৷ রবীন্দ্র সরোবরের সেই প্রস্তুতি শিবিরে এবার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কোনও ফুটবলার নেই ৷ যা বাংলার ফুটবল ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৷ কারণ, এবারের সন্তোষ ট্রফির দল বাছাই হয়েছে কলকাতা লিগের পারফর্মেন্সের বিচারে ৷ যেখানে ময়দানের দুই বড় দল অংশ নেয়নি ৷

কলকাতা, 21 অক্টোবর : কলকাতা লিগের ফাইনাল এখনও বাকি ৷ এমনকি আইএফএ শিল্ডের প্রস্তুতিও চলছে ৷ এর মধ্যেই আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের শিবির শুরু হয়ে গেল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ৷ এবারের কলকাতা লিগে অংশ নেওয়া ক্লাবগুলির ফুটবলারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে সন্তোষ ট্রফির জন‍্য দল বাছাই করা হয়েছে ৷ আর সেই দল বাছাইয়ের কাজে আইএফএ নিয়োগ করেছিল বাংলার প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায় এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে ৷ তিন প্রাক্তনীর বাছাই করা দল নিয়ে শুরু হয়েছে সন্তোষ ট্রফির প্রস্তুতি শিবির ৷

ময়দানের দুই প্রধান এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান এবারের কলকাতা লিগে অংশ নেয়নি ৷ তারা আইএসএলে ব্যস্ত ৷ তাই তাদের কোনও ফুটবলারকে শিবিরে ডাকাও হয়নি ৷ তাই দুই বড় ক্লাবের নির্ভরতা ছেড়ে বাংলা দল গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তিন দিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলনের পর, শিবির চলে যাবে হাওড়া স্টেডিয়ামে ৷ তারপর সম্ভাব‍্য দল বাছাই করে আবাসিক শিবির হবে সোনারপুরে ৷ সেখান থেকেই মূল দল তৈরি করে কল‍্যাণীতে চলে যাবে বাংলা দল ৷ এমনটাই আইএফএ সূত্রে খবর ৷

এবারের সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে অর্থাৎ, কোয়ালিফায়ার রাউন্ডে বাংলা কল‍্যাণীতে তিনটি ম‍্যাচ খেলবে । 21, 23 ও 25 নভেম্বর তিনটি ম‍্যাচ খেলবে বাংলা ৷ কোয়ালিফাই করতে পারলে সন্তোষ ট্রফির মূল পর্বের ম‍্যাচ খেলতে কেরালায় যাবে বাংলা দল ৷ লক্ষ্মীপুজোর দিন বাংলা দলের প্রস্তুতি শুরু হওয়ায় বেশ কিছু ফুটবলার শিবিরে যোগ দিতে পারেনি ৷ আশা করা যায়, আজ বৃহস্পতিবার বাংলা শিবিরে যোগ দেবেন ফুটবলাররা ৷

আর পড়ুন : Champions league 2021 : রোনাল্ডোর হাতে আটলান্টা বধ ম্যান ইউ'য়ের

এ বছর বাংলা দলের কোচ করা হয়েছে জর্জ টেলিগ্রাফের কোচ রঞ্জন ভট্টাচার্যকে ৷ বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল ব‍ন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবার এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ হয়েছেন ৷ মৃদুল ব‍ন্দ্যোপাধ্যায় দায়িত্ব ছাড়ার পর বাংলা সন্তোষ ট্রফি জিততে পারেনি ৷ অন্যদিকে, রঞ্জন ভট্টাচার্য দীর্ঘদিন জর্জ টেলিগ্রাফে কোচিং করালেও, নিজের কোচিং কেরিয়ারে এখনও পর্যন্ত কোনও স্বীকৃত টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হতে পারেননি তিনি ৷ তবে, আইএফএ এই তরুণ কোচকেই বাংলা দলের জন‍্য বেছে নিয়েছে ৷ স্বাভাবিক ভাবেই এবারের সন্তোষ ট্রফি কোচ রঞ্জন ভট্টাচার্যের কাছেও কঠিন পরীক্ষা ৷

আর পড়ুন : Sunil Chhetri: সাঁইত্রিশের সুনীলই সেরা ! মানছেন প্রাক্তনীরা

এবারের বাংলা দলের নির্বাচন ভাল হয়েছে বলে আশাবাদী আইএফএ ৷ প্রাক্তন ফুটবলারদের স্পটার নিয়োগ করে, তাঁদের দিয়ে কলকাতা লিগ থেকে ফুটবলার নির্বাচন করানো হয়েছে ৷ নির্বাচক তথা প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় ভাল ফলের ব্যাপারে আশাবাদী ৷ একই মত প্রশান্ত বন্দ্যোপাধ্যা এবং অলোক মুখোপাধ্যায়ের ৷ কৃষ্ণেন্দু রায় জানিয়েছেন, ‘‘এবার আমরা লিগের অনেক ম‍্যাচ দেখে 40 জন ফুটবলারদের তালিকা আইএফএকে দিয়েছিলাম ৷ কোচের সঙ্গেও কথা বলেছি ৷ কোনও সন্দেহ নেই, এবার বেশ কিছু ভাল মানের ফুটবলার পেয়েছি ৷ ইউনাইটেড স্পোর্টস, রেলওয়ে এফসির কয়েকজন ফুটবলার আছেন বেশ ভাল ৷ এবার কোচের দায়িত্ব ৷ অনুশীলন করে সেরাদের বেছে নেবেন ৷ কোচ স্বাধীনভাবে দল বেছে নেবেন ৷ তাঁর পছন্দই শেষ কথা ৷ আশাকরি দল ভালই হবে ৷’’ কোনও সন্দেহ নেই এবারের কলকাতা লিগে বেশ কয়েকজন ফুটবলার নজর কাড়া পারফর্মেন্স করেছেন ৷ দুই প্রধান অংশ না নিলেও তথাকথিত ছোট দলের পারফর্মেন্স যথেষ্ট নজরকাড়া ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ ছোট দলগুলির কাছে কলকাতা লিগ কার্যত নিজেদের প্রমাণের মঞ্চ হয়ে উঠেছিল ৷

আর পড়ুন : Igor Stimac : সাফ জয়কে বাড়তি গুরুত্ব নয়, এশিয়ান কাপেই চোখ স্টিম্যাচের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.