ETV Bharat / sports

Igor Stimac : সাফ জয়কে বাড়তি গুরুত্ব নয়, এশিয়ান কাপেই চোখ স্টিম্যাচের

author img

By

Published : Oct 19, 2021, 9:43 PM IST

প্রথম দু'ম্য়াচে পয়েন্ট নষ্ট করা প্রসঙ্গে সুনীলদের কোচ বলেন, "সত্যিই কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম তবে আমাদের চেষ্টায় ত্রুটি ছিল না ৷ পরিসংখ্য়ান দেখলেই বোঝা যাবে আমরা গোলে অনেক শট নিয়েছিলাম ৷ গোল করারও অনেক সুযোগ তৈরি করেছিলাম ৷"

Igor Stimac
সাফ জয়কে বাড়তি গুরুত্ব নয়, এশিয়ান কাপেই চোখ স্টিম্যাচের

নয়াদিল্লি, 19 অক্টোবর : প্রথম দু'ম্যাচে পয়েন্ট খুইয়ে রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন মনবীর-লিস্টনরা ৷ কিন্তু মাথা ঠান্ডা রেখে পরবর্তী তিন ম্য়াচে জয় অষ্টমবারের জন্য সাফ চ্য়াম্পিয়ন করেছে ভারতকে ৷ একইসঙ্গে যেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছে সুনীলদের কোচ ইগর স্টিম্য়াচের ৷ কারণ, সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জয় ব্য়তীত অন্য কোনও ফলাফল হলে চাকরি যেত ক্রোয়েশিয়ান কোচের ৷

কিন্তু সাফ জয়কে 'বিশেষ' আখ্য়া দিতে নারাজ সুনীলদের কোচ ৷ এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে ভাল ফলাফলই লক্ষ্য তাঁর ৷ জানালেন ইগর স্টিম্য়াচ ৷ তবে প্রথম দু'ম্যাচে পয়েন্ট নষ্ট করে যে চাপে পড়ে গিয়েছিলেন তারা, ভার্চুয়াল কনফারেন্সে তা একবাক্য়ে স্বীকার করে নিয়েছেন তিনি ৷ স্টিম্যাচ বলেন, "সাফ কাপ জয়কে আমি বিশেষ সাফল্য বলে ধরছি না ৷ সাফে ভারত চ্যাম্পিয়ন হবে সেটা স্বাভাবিক বিষয় ৷ তবে যে আধিপত্য ছেলেরা দেখিয়েছে তা ইতিবাচক ৷"

প্রথম দু'ম্য়াচে পয়েন্ট নষ্ট করা প্রসঙ্গে সুনীলদের কোচ বলেন, "সত্যিই কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম তবে আমাদের চেষ্টায় ত্রুটি ছিল না ৷ পরিসংখ্য়ান দেখলেই বোঝা যাবে আমরা গোলে অনেক শট নিয়েছিলাম ৷ গোল করারও অনেক সুযোগ তৈরি করেছিলাম ৷"

আরও পড়ুন : সাঁইত্রিশের সুনীলই সেরা ! মানছেন প্রাক্তনীরা

তবে সব ভুলে স্টিম্যাচের চোখ এখন 2023 এশিয়ান কাপ কোয়ালিফিকেশন ৷ আগামী বছর ফেব্রুয়ারিতে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে 'মেন ইন ব্লু' ৷ ওই সময় আইএসএলের ভরা মরসুম থাকায় জাতীয় দলে ফুটবলার পাওয়া নিয়ে সমস্যা হতে পারে ৷ স্টিম্য়াচ বলছেন, এব্য়াপারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বোঝাতে হবে ফেডারেশনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.