ETV Bharat / sports

Champions league 2021 : রোনাল্ডোর হাতে আটলান্টা বধ ম্যান ইউ'য়ের

author img

By

Published : Oct 21, 2021, 1:27 PM IST

মেসি গোল করে দলকে জেতানোর পরদিনই চ্যাম্পিয়ন্স লিগে জ্বলে উঠলেন আরও এক মহাতারকা ৷ রোনাল্ডোর গোলে আটলান্টাকে হারিয়ে গ্রুপ এফ'এর শীর্ষে উঠে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

Champions league 2021
রোনাল্ডোর হাতে আটলান্টা বধ ম্যান ইউ'য়ের

ম্যাঞ্চেস্টার, 21 অক্টোবর : বার্সেলোনার সঙ্গে 21 বছরের সম্পর্ক চুকিয়ে গত মাসে পিএসজি-তে যোগ দেন লিওনেল মেসি ৷ ফরাসি ক্লাবের হয়ে মাঠে নেমে নিজেকে যেন খুঁজে পাচ্ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা ৷ চোট-আঘাত ও ম্যাচ ফিটনেসের অভাবে প্রথম কয়েকটা ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি ৷ যদিও আস্তে আস্তে ছন্দে ফিরছেন 'এলএম30' ৷ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে লিপজিগকে 3-2 গোলে হারিয়েছে পিএসজি ৷ পেনাল্টি-সহ জোড়া গোল করেছেন মেসি ৷ মেসি গোল করে দলকে জেতানোর পরদিনই জ্বলে উঠলেন আরও এক মহাতারকা ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টাকে হারিয়ে গ্রুপ এফ'এর শীর্ষে উঠে এল ম্যান ইউ ৷

আরও পড়ুন : 'মেন্টর ধোনি'র উপস্থিতিতে ড্রেসিংরুমের পরিবেশ শান্ত, বলছেন লোকেশ রাহুল

ইপিএলের শেষ ম্যাচে লেস্টার সিটির বিরুদ্ধে 4-2 গোলে হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে । নব্বই মিনিট মাঠে থাকলেও বিশেষ কিছুই করতে পারেননি রোনাল্ডো ৷যদিও চারদিন পরেই যদিও বদলে গেল গোটা ছবিটা ৷

আরও পড়ুন : Ballon D'Or Award : ব্যলন ডি'অর পুরস্কারে ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ

ম্যাচের প্রথমার্ধেই গোল করে আটলান্টাকে এগিয়ে দিয়েছিলেন মারিও পালাসিচ এবং মেরি ডেমিরাল ৷ দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ 53 মিনিটে গোল করেন মার্কাস রাশফোর্ড ৷ 75 মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান হ্যারি ম্যাগুয়ার ৷ তবে 81 মিনিটের মাথায় জয়সূচক গোল করে ওলে গানার সোল্কজায়েরের টিমকে জয়ে ফেরান 'সিআরসেভেন' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.