ETV Bharat / sports

নিশ্চিত হল না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, হায়দরাবাদের বিরুদ্ধে ড্র এটিকে মোহনবাগানের

author img

By

Published : Feb 22, 2021, 10:45 PM IST

এটিকে মোহনবাগান
এটিকে মোহনবাগান

11 জনের বিরুদ্ধে দশজনের লড়াই সবসময় কঠিন । হায়দরাবাদ এফসি একজনের অভাব মেটাতে প্রতিআক্রমন নির্ভর ফুটবল খেলতে থাকে । দুই উইং ধরে হোলিচরন নার্জ়ারি, লিস্টন কোলাসোর দৌড় এবং স্যানটানার নিয়ন্ত্রণ হায়দরাবাদ চালকের আসনে বসিয়ে দিয়েছিল ।

পানাজি, 22 ফেব্রুয়ারি : প্রীতম কোটালের শেষ মিনিটের গোল ৷ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করল এটিকে মোহনবাগান ৷ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলার ফলাফল 2-2 ৷ নিজামের শহরের দলের গোলদাতা অ্যারিডানা সানটানা, রোনাল্ড আলবার্গ । এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন মনদীপ সিং, প্রীতম কোটাল।

এই প্রথম সবুজ মেরুনের স্কোরবোর্ডে কোনও বিদেশির নাম নেই । ম্যাচের সেরা অ্যারিডানা স্যানটানা । এই ড্র এর ফলে 40পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেন রয় কৃষ্ণরা । তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন নিশ্চিত হল না । পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকলেও 89 মিনিট দশজনে খেলে দু'বার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করে হতাশ হবে হায়দরাবাদ ।

ম্যাচের পাঁচ মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলমুখী দৌড় থামাতে পেছন থেকে ফাউল করেন সানা । রেফারি অজয় কুমার মিতেই লাল কার্ড দেখিয়ে তাকে বের করে দেন । প্রথম পাঁচ মিনিটেই দশ জনে হয়ে যাওয়ার ধাক্কা সামলে খেলায় ফেরে হায়দরাবাদ এফসি । আট মিনিটে আরিডান স্যানটানার গোল (1-0) নিজামের শহরের দলকে এগিয়ে দেয় । প্রীতম কোটালের ভুল ব্যাকপাস থেকে গোলের বল পেয়ছিলেন আরিডানে । যা থেকে গোল করতে তিনি ভুল করেননি । প্রথম দশ মিনিটের মধ্যে প্রতিপক্ষ শিবিরে দুটো নাটকীয় পরিবর্তনে এটিকে মোহনবাগান ছন্দ হারিয়ে ফেলে । তাদের কাজ আরও কঠিন হয়ে গিয়েছিল সন্দেশ ঝিঙ্গান, তিরি, প্রীতম কোটালদের বিবর্ণ ফুটবলে ।

11 জনের বিরুদ্ধে দশজনের লড়াই সবসময় কঠিন । হায়দরাবাদ এফসি একজনের অভাব মেটাতে প্রতিআক্রমন নির্ভর ফুটবল খেলতে থাকে । দুই উইং ধরে হোলিচরন নার্জ়ারি, লিস্টন কোলাসোর দৌড় এবং স্যানটানার নিয়ন্ত্রণ হায়দরাবাদ চালকের আসনে বসিয়ে দিয়েছিল । এই সময় রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা ভয়ঙ্কর হতে পারলেন না ৷ প্রতিপক্ষের জোনাল মার্কিংয়ে আটকে গেলেন ৷

আরও পড়ুন : অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সর্বাধিক টেস্ট জয়ের সামনে বিরাট

57মিনিটে ডেভিড উইলিয়ামসের ডিফেন্স চেরা পাস ধরে দুরন্ত গোল করে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান মনদীপ সিং(1-1)। এই সময় মনে হয়েছিল ম্যাচের রাশ হয়তো এটিকে মোহনবাগান নিয়ে নেবে । তার ভাবনার বাস্তবায়ন দেখা যায়নি। বরং 75 মিনিটে ফের পিছিয়ে পড়ে তাঁরা । এবার হায়দরাবাদ এফসিকে এগিয়ে দেন(2-1) পরিবর্ত হিসেবে মাঠে নামা রোনাল্ড আলবার্গ। মাঠে নেমে প্রথম বল পেয়েই গোল করেন ডাচ ফুটবলারটি ।

ডার্বির পরে পয়েন্ট নষ্ট করার ময়দানি প্রবাদ সত্যি প্রমাণিত হল। এক পয়েন্ট নিয়ে ফেরার সান্ত্বনা রয়েছে । তবে রক্ষণের পারফরম্যান্স চিন্তা বাড়াবে হাবাসের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.