ETV Bharat / sports

এমরিকের হাত থেকে পড়ে গেলে ট্রফি, FA কাপ 2020 আর্সেনালের

author img

By

Published : Aug 2, 2020, 6:50 PM IST

ফাইনালের শুরুটা হয়েছিল অন্যভাবে ৷ খেলার মাত্র 5 মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান পুলিসিক ৷ কিন্ত অন্য মেজাজে ছিলেন আর্সেনাল অধিনায়ক পেরি এমরিক ৷

FA কাপ 2020 আর্সেনালের
FA কাপ 2020 আর্সেনালের

লন্ডন, 2 অগাস্ট : পেরি এমরিকের জোড়া গোল ৷ চেলসিকে 2-1 গোলে হারিয়ে FA বা ফুটবল অ্যাসোসিয়েশন কাপ জয় করল আর্সেনাল ৷ এই নিয়ে 14 বার FA খেতাব জয় দা গানার্সদের ৷

একদিকের ডাগ আউটে ছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তো অন্য ডাগ আউটে আর এক পোড় খাওয়া কোচ মাইকেল আরতেতা ৷ তাই দা ব্লুজ এবং গানার্সদের লড়াইটা অন্য মাত্রা পেয়েছিল ৷ দুই কোচের মগজাস্ত্রে অভিজ্ঞতার কাছে হার মানতে হল নবাগতকে ৷

arsenal
গানার্সদের ট্রফি নিয়ে সেলিব্রেশন

তবে ফাইনালের শুরুটা হয়েছিল অন্যভাবে ৷ খেলার মাত্র 5 মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান পুলিসিক ৷ কিন্ত অন্য মেজাজে ছিলেন আর্সেনাল অধিনায়ক পেরি এমরিক ৷

arsenal
ট্রফি নিয়ে উচ্ছ্বাস কোচ ও ফুটবলাদের

ম্যাচের 28 মিনিটে গোল বক্সে তাঁকে ফাউল করে চেলসি অধিনায়ক ৷ পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি গানার্স অধিনয়ক ৷ সমতায় ফিরে আরও আক্রমণে উঠতে থাকে আর্সেনাল ৷ 67 মিনিটে ফের দুরন্ত পেরি এমরিক ৷ ডান পায়ের চকিত ডজ চেলসি ডিফেন্ডাররা ধরতে পারেননি ৷ এরপর বাঁ পায়ের হালকা চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে ঠেলেন এমরিক ৷ দ্বিতীয়ার্ধে চেলসির দুর্দশা আরও বাড়ায় মাতেও কোভাচিচের লাল কার্ড ৷ 73 মিনিটে লাল কার্ড দেখেন তিনি ৷

আরও পড়ুন:- লাল-হলুদ ঝড়ের নাম ইস্টবেঙ্গল, শতবর্ষে টুইটে শুভেচ্ছা মমতার

মঞ্চে ট্রফি নিতে গিয়ে বিপত্তি ৷ হাত ফসকে এমরিকের হাত থেকে পড়ে গেল ট্রফি ৷ অবশ্য ট্রফির কোনও ক্ষতি হয়নি ৷ তবে এটা নিয়ে বেশ মজা করলেন আর্সেনাল ফুটবলাররা ৷ এমনকি কোচ মাইকেল আরতেতাকেও দেখা গেল মজা করতে ৷ মজার ছলেই বললেন, ‘‘সম্ভবত ওর আরও বেশি খেতাব জেতা দরকার । তাহলেই হাতে খেতাব ধরাটা অভ্যাস হয়ে যাবে ৷’’

আরতেতা আরও বলেন, ‘‘এমনটা হতেই পারে । ট্রফি হাতে ওর আরও বেশি অভিজ্ঞতা দরকার, এই আর কী ! আমরা ওকে অভ্যস্ত করে দিতে পারি ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.