ETV Bharat / sports

কোরোনা ভাইরাস : বেতনের 12.5 শতাংশ ছেড়ে দিলেন আর্সেনালের ফুটবলাররা

author img

By

Published : Apr 21, 2020, 12:47 PM IST

আমরা প্রথম সারির ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফের সঙ্গে একটি সমঝোতায় এসেছি ৷ সবাই তাদের স্যালারির 12.5 শতাংশ ছাড়তে রাজি হয়েছেন ৷ COVID -19 এর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে দলের ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফ সবাই আর্সেনাল পরিবারকে সহযোগীতা করছেন ৷

image
আর্সেনাল

আর্সেনাল(UK), 21 এপ্রিল : পথ দেখিয়েছিল জুভেন্তাস ৷ এবার সেই পথেই হাঁটল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফরা ৷ কোরোনা মোকাবিলায় নিজেদের স্যালারির 12.5 শতাংশ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন তাঁরা ৷

একটি প্রতিবেদনে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়, ‘‘আমরা প্রথম সারির ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফের সঙ্গে একটি সমঝোতায় এসেছি ৷ সবাই তাদের স্যালারির 12.5 শতাংশ ছাড়তে রাজি হয়েছেন ৷ COVID -19 এর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে দলের ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফ সবাই আর্সেনাল পরিবারকে সহযোগীতা করছেন ৷’’

কোরোনা ভাইরাস বিশ্বজুড়ে ক্রীড়া ক্ষেত্রে ব্যপক প্রভাব ফেলেছে ৷ বহু খেলা হয় বাতিল নতুবা স্থগিত করে দিতে হয়েছে ৷ পিছিয়ে গেছে অলিম্পিক ৷ প্রিমিয়র লিগ জানিয়েছে পরিস্থিতি ঠিক না হলে খেলা শুরু করা সম্ভব না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.