ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত আর্সেনাল কোচ আরতেতা

author img

By

Published : Mar 13, 2020, 6:06 AM IST

প্রধান দলের সাপোর্ট স্টাফ ও ফুটবলাররা, যাঁরা সম্প্রতি আরতেতার সঙ্গে ঘনিষ্ট ছিলেন তাদের নিজেকে দলের থেকে সরিয়ে রাখতে বলা হয়েছে ।

image
আর্সেনাল কোচ আরতেতা

লন্ডন, 13 মার্চ : জুভেন্তাসের রুগানির পর আর্সেনালের হেড কোচ মিকেল আরতেতা ৷ ফের ফুটবল মাঠে কোরোনা আক্রান্তের সন্ধান । দলের প্রধান কোচ আরতেতার কোরোনা আক্রান্ত হওয়ার খবর গানার্সদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ।

ক্লাবের তরফে জানানো হয়েছে, তাদের লন্ডনের ট্রেনিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রধান দলের সাপোর্ট স্টাফ ও ফুটবলাররা, যাঁরা সম্প্রতি আরতেতার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তাদের দল থেকে আপাতত সরে থাকতে বলা হয়েছে ।

"এটা আমাদের কোচিং স্টাফ, প্রথম সারির ফুটবলার, ও প্রশিক্ষণ কেন্দ্রের অন্যদের কাছে গুরুত্বপূর্ণ । তাই হেলি এন্ড অ্যাকাডেমি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

গানার্সদের তরফে আরও বলা হয়েছে, "আমরা আশাবাদী যাঁরা মিকেলের সান্নিধ্যে আসেননি তাঁরা আগামী কিছুদিনের মধ্যেই কাজে ফিরবেন । এই সময়ে আমাদের কলোনি ও হেলি এন্ড ট্রেনিং সেন্টারকে ভালোভাবে পরিষ্কার করা হবে । আমাদের বাকি ক্লাবে স্বাভাবিক কাজ হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.