ETV Bharat / sports

World Cup Qualifiers : সেলেকাওদের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করেও বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

author img

By

Published : Nov 17, 2021, 5:50 PM IST

World Cup Qualifiers
নেইমারদের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করেও বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

মেসি আর্জেন্টিনার একাদশে ফিরলেও সান জুয়ানে এদিন মেসি-নেইমার দ্বৈরথ হয়নি ৷ কারণ নেইমারকে ছাড়া এদিন মাঠে নেমেছিল ব্রাজিল ৷ তবে সেলেকাওদের বিরুদ্ধে মেসি এদিন তাঁর সতীর্থদের বিশেষ তাতাতে পারেননি ৷ দুই অর্ধ মিলিয়ে তেমন ঝাঁঝ ছিল না ব্রাজিলেরও ৷

বুয়েনস আইরস, 17 নভেম্বর : প্রথম দল হিসেবে সেলেকাওরা কাতার-যাত্রা নিশ্চিত করেছিল গত সপ্তাহেই ৷ দ্বিতীয়স্থানে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট পাওয়া ছিল সময়ের অপেক্ষা ৷ চার মাস আগে ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জেতা ডি-মারিয়ারা এদিন ঘরের মাঠে বিশ্বকাপ যাত্রা আরও নিশ্চিত করার লক্ষ্যে নেমেছিলেন ৷ কিন্তু চার মাস আগে রিও ডি জেনেইরোর পুনরাবৃত্তি এদিন ঘটল না সান জুয়ানে ৷

ঘরের মাঠে এদিন ব্রাজিলের বিরুদ্ধে এদিন নির্বিষ গোলশূন্য ড্র করল আলবিসেলেস্তেরা ৷ তবে ম্য়াচের ফলাফল সত্ত্বেও মেসিদের কাতার যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেল এদিনই ৷ উরুগুয়ে এবং চিলি দু'দলই হেরে যাওয়ায় ব্রাজিলের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়েও বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে ফেলল তারা ৷

মেসি আর্জেন্টিনার একাদশে ফিরলেও সান জুয়ানে এদিন মেসি-নেইমার দ্বৈরথ হয়নি ৷ কারণ নেইমারকে ছাড়া এদিন মাঠে নেমেছিল ব্রাজিল ৷ তবে সেলেকাওদের বিরুদ্ধে মেসি এদিন তাঁর সতীর্থদের বিশেষ তাতাতে পারেননি ৷ দুই অর্ধ মিলিয়ে তেমন ঝাঁঝ ছিল না ব্রাজিলেরও ৷

আরও পড়ুন : কলকাতায় আর্ন্তজাতিক দাবার আসর থেকে নয়া প্রতিভার আশায় আনন্দ

বিক্ষিপ্ত কয়েকটি ক্ষেত্র ছাড়া সেভাবে পরীক্ষিতও হননি দু'দলের গোলরক্ষক ৷ শেষের কয়েক মিনিট আর্জেন্টিনার মধ্য়ে কিছুটা তাগিদ লক্ষ্যে করা গেলেও স্কোরবোর্ড গোলশূন্যই থেকে যায় ৷ তবে বলিভিয়ার বিরুদ্ধে উরুগুয়ের 0-3 হার এবং ইকুয়েডরের বিরুদ্ধে চিলির 0-2 হার বিশ্বকাপ যাওয়া নিশ্চিত করে আর্জেন্টিনার ৷ 13 ম্যাচে তাদের ঝুলিতে আপাতত 29 পয়েন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.