ETV Bharat / sports

ডুরান্ড জিততে চান আত্মবিশ্বাসী আলেয়ান্দ্রো

author img

By

Published : Aug 20, 2019, 9:44 PM IST

Updated : Aug 20, 2019, 10:03 PM IST

ইস্টবেঙ্গল

বুধবার ডুরান্ড কাপের শেষ চারে গোকুলম কেরালার মুখোমুখি ইস্টবেঙ্গল ৷ দুরন্ত ফর্মে থাকা লাল-হলুদ শিবির আত্মবিশ্বাসী ফাইনালে জায়গা পাকা করতে ৷

কলকাতা, 20 অগাস্ট : ডুরান্ডের শেষ চারে গোকুলম কেরালার বিরুদ্ধে দল নামানোর আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ৷ এবার তার নজর ট্রফির দিকে ৷

বুধবার ডুরান্ডের প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম এফসি । চলতি ডুরান্ড কাপে যে কটি দল পূর্ণ শক্তি নিয়ে খেলতে নেমেছে তাদের মধ্যে গোকুলম অন্যতম । প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা জানা রয়েছে লাল হলুদ হেডস্যারের । তা নিয়ে বাড়তি না ভেবে নিজের দলের শক্তি ও দুর্বলতার ওপর নজর দিতে চান তিনি ।

গ্রুপ পর্বের তিনটে ম্যাচে জয় পেয়ে শেষ চারে জায়াগা পাকা করেছে বিদ্যাসাগর, কোলাডো, বোরহারা । ছেলেদের পারফরম্যান্সে যে তিনি খুশি তা আগেই বলেছিলেন লাল-হলুদ কোচ ৷ ভালো খেলার পাশাপাশি ফুটবলারদের হার না মানা মনোভাব বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে লাল-হলুদ শিবিরে ৷

ডুরান্ড কাপের সেমিফাইনালে নামার আগে আলেয়ান্দ্রো কিছুটা দার্শনিক মন্ত্যব্য করেন ৷ তিনি বলেন ," বুধবারের ম্যাচটা শুধুই আমাদের কাছে একটা ম্যাচ । যার জয় পরাজয়ে পৃথিবী শেষ হয়ে যাবে না । তবে আমরা প্রতিযোগিতার বাকি দুটো ম্যাচ জিততে চাই । তাই ট্রফির ভাবনা নয় জয়ের ভাবনাই আমার দলের কাছে সবার আগে।"

এক বছর ইস্টবেঙ্গলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন । হার্ড টাস্ক মাস্টার হিসেবে নাম কুড়িয়েছেন । আজ অনুশীলন শেষে অন্য মেজাজে ধরা দিলেন আলেজা়ন্দ্রো । হালকা মেজাজে আলেয়ান্দ্রো আড্ডা মারলেন সমর্থকদের সঙ্গে । শহর কলকাতার ফুটবল প্রীতি, সদস্য-সমর্থকদের ক্লাব ঘিরে উন্মাদনা, মুখোরোচক খাবারের সমাহার চেখে দেখার কথা বললেন ।

Intro:দৃষ্টিভঙ্গি সামান্য বদলে এবার ট্রফিতে চোখ রাখতে চাইছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। বুধবার ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম এফসি। চলতি ডুরান্ড কাপে যে কয়টি দল পূর্ণ শক্তি র দল নিয়ে কলকাতায় খেলতে এসেছে তাদের মধ্যে কেরলের ক্লাব দলটি অন্যতম। প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা জানা রয়েছে লাল হলুদ হেডস্যারের। তা নিয়ে বাড়তি না ভেবে নিজের দলের শক্তি দূর্বলতার ওপর নজর দিতে চান। গ্রুপ পর্বের তিনটে ম্যাচে জয় পেয়ে শেষচারে বিদ্যাসাগর, কোলাডো, বোরহারা। ছেলেদের পারফরম্যান্স খুশি করেছে তা আগেই বলেছিলেন। ভালো খেলার পাশাপাশি ফুটবলারদের নাছোড় মনোভাবে আশার আলো দেখছেন। তাই ডুরান্ড কাপের সেমিফাইনালে নামার আগে আলেয়ান্দ্রো দর্শন,"বুধবারের ম্যাচ টা শুধুই আমাদের কাছে একটা ম্যাচ। যার জয় পরাজয়ে পৃথিবী শেষ হয়ে যাবে না।তবে আমরা প্রতিযোগিতা র বাকি দুটো ম্যাচ জিততে চাই।তাই ট্রফির ভাবনা নয় জয়ের ভাবনাই আমার দলের কাছে সবার আগে।" একবছর ইস্টবেঙ্গলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। হার্ড টাস্ক মাস্টার হিসেবে নাম কুড়িয়েছেন। মঙ্গলবার প্র্যাকটিসের শেষে অন্য মেজাজে ধরা দিলেন। হার্ডটাস্ক মাস্টারের খোলস ছেড়ে ভাষা সমস্যার বাধা সরিয়ে হালকা মেজাজে আলেয়ান্দ্রো আড্ডা মারলেন। যেখানে শহর কলকাতার ফুটবল প্রীতি, সদস্য সমর্থক দের প্রিয় ক্লাব ঘিরে উন্মাদনা, মুখোরোচক খাদ্যের সমাহার চেখে দেখার কথা বললেন। বাংলার রসোগোল্লা ভালো লেগেছে।"বড্ড মিষ্টি।চিনির পরিমাণ বেশি। অনেক পরিমাণে খেয়ে ফেললে মেদ বেড়ে যাবে," রসিকতার সুর লাল হলুদ কোচের গলায়। এই শহরের ডাল রুটি মশলাদার তরকারি র স্বাদ গ্রহন করলেও ইস্টবেঙ্গলের প্রিয় মাছ ইলিশ খাওয়া হয়নি। কলকাতা লিগ ও ডুরান্ড কাপকে মরসুমের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখার কথা বলেছিলেন। যা মরসুমের আগামী বড় টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে কাজে লাগবে বলে জোরালোভাবে বিশ্বাস করেন। তাই ডুরান্ড কাপের সেমিফাইনালে র আগে কোচের হালকা ও ফুরফুরে মেজাজে র মত আত্মবিশ্বাসী পুরো লাল হলুদ ব্রিগেড। যা বদলে ফেলা দৃষ্টিভঙ্গি র সঙ্গে সাজুয্য রেখেই গোকুলাম ম্যাচের আগে ইস্টবেঙ্গলের রিংটোন।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
Last Updated :Aug 20, 2019, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.