ETV Bharat / sports

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করে নজির গড়লেন হেড

author img

By

Published : Jun 7, 2023, 2:37 PM IST

Updated : Jun 7, 2023, 11:10 PM IST

দ্য ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়ার চার পেসার নিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া ৷ একমাত্র স্পিনিং অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ গ্রিন টপে ভারতীয় পেসাররা প্রথমে বোলিংয়ের সুবিধা তুললেও পরে ট্রেভিস হেড ও স্টিভ স্মিথের দুরন্ত ব্যাটিংয়ে বড় রান তোলে অস্ট্রেলিয়া ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023

লন্ডন, 7 জুন: স্বপ্নের সেঞ্চুরি ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করে নজির গড়েন ট্রেভিস হেড ৷ বুধবার দ্য ওভালে ভারতের পেসারদের গতি সামলে দুরন্ত সেঞ্চুরি করেন অজি ব্যাটার ৷ সেই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করে ইতিহাসে নাম তোলে হেড ৷ মাত্র 106 বলে সেঞ্চুরিতে পৌঁছন বাঁ-হাতি অজি ব্যাটার ৷ হেডকে যোগ্য সঙ্গ দেন স্মিথ ৷ দু'জনের লড়াকু ইনিংসে ভর করে 80 ওভারে তিনশো রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া ৷ অবিভক্ত চতুর্থ উইকেটে 225 রান যোগ করে অজিদের সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন হেড ও স্মিথ ৷

প্রথম সেশনে মহম্মদ সিরাজ এবং শার্দূলের বলে প্যাভিলিয়নে ফিরেছিলেন দুই ওপেনার উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নার ৷ আর মধ্যাহ্নভোজ থেকে ফিরতেই ক্রিজে খানিক থিতু হয়ে যাওয়া মার্নাস ল্যাবুশেনকে ফেরালেন মহম্মদ শামি ৷ 62 বলে 26 রানে ফিরলেন মার্নাস ৷ লাঞ্চের পর দ্বিতীয় ওভারে তৃতীয় উইকেটের পতন হয় অজিদের ৷ তিন উইকেটে হারিয়ে একশো পূর্ণ করার দোরগোড়ায় ক্যাঙ্গারুব্রিগেড ৷

4 পেসার ও 1 স্পিনারে খেলছে ভারত ৷ রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া দল সাজাল ভারত ৷ পেসারদের মধ্যে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুরের সঙ্গে রয়েছেন উমেশ যাদব ৷ একমাত্র স্পিনার হিসেবে একাদশে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার একাদশে হ্যাজলউডের পরিবর্ত ডান-হাতি মিডিয়াম স্যুইং বোলার স্কট বোল্যান্ড সুযোগ পেয়েছেন ৷

ওভালের পিচে যে বাউন্স থাকবে তা আগেই জানিয়েছিলেন কিউরেটর লিজ ৷ পিচে ঘাসও রেখেছেন তিনি ৷ তার উপর লন্ডনের আকাশ মেঘে ঢাকা ৷ এই পরিস্থিতিতে টস জিতে যে কোনও অধিনায়ক বোলিং নেবেন, সেটাই স্বাভাবিক ৷ রোহিত শর্মাও তাই করলেন ৷ প্রথমবার আইসিসি-র কোনও টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন তিনি ৷ সিমিং আবহাওয়ার চারজন পেস বোলার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ তবে, বাদ পড়লেন দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা ৷

আরও পড়ুন: ওভালের পিচ সবুজ গালিচা, স্পিনারদের বাউন্স কাজে লাগাতে বললেন সচিন

সবুজ গালিচার মতো দেখতে ওভালের পিচে অশ্বিনের অফস্পিনে ভরসা দেখাতে পারেনি দল ৷ তবে, পরিস্থিতির উপর নির্ভর করে দল গঠন করতে হয়েছে ৷ তাই অশ্বিনের মতো ম্যাচ উইনারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বলে টসে আক্ষেপ প্রকাশ করলেন রোহিত ৷ তবে, চার পেস বোলারের তালিকায় উমেশ যাদবে অন্তর্ভুক্তি বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ৷ বাকি ভারতীয় দলের টপ-অর্ডার ও মিডল-অর্ডারে কোনও বদল নেই ৷ রোহিত, শুভমন, কোহলি, পূজারা, রাহানে এবং শ্রীকর ভরত রয়েছেন ব্যাটিং মোর্চা সামলানোর জন্য ৷

আরও পড়ুন: শামিদের ওভালের বাড়তি 'বাউন্স' এড়িয়ে যাওয়ার পরামর্শ আক্রমের

অন্যদিকে, ইটিভি ভারত অস্ট্রেলিয়ার যে সম্ভাব্য একাদশ বেছেছিল, তা পুরোপুরি মিলে গিয়েছে ৷ ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নস ল্যাবুসেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড এবং অ্যালেক্স ক্যারিকে নিয়ে ব্যাটিং লাইনআপ সাজিয়েছে অজিরা ৷ বোলিংয়ে অজিরাও চার পেসার ও সিমার খেলিয়েছে ৷ ক্যামরন গ্রিন সিম বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন ৷ স্কট বোল্যান্ড খেলছেন হ্যাজলউডের পরিবর্ত হিসেবে ৷

Last Updated : Jun 7, 2023, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.