ETV Bharat / sports

Team India Jersey Launch: ভারতের বিশ্বকাপের জার্সি উন্মোচন, টিম অ্যান্থম ‘তিন কা ড্রিম’

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 3:22 PM IST

Updated : Sep 20, 2023, 3:41 PM IST

Image Source: Adidas Twitter/X
Image Source: Adidas Twitter/X

Team India Jersey Launch: তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল ৷ আর সেটাই বিশ্বকাপের জার্সি উন্মোচন ও টিম অ্যান্থামে তুলে ধরল স্পনসরকারী সংস্থা অ্যাডিডাস ৷

মুম্বই, 20 সেপ্টেম্বর: ভারতীয় দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন করল স্পনসর সংস্থা অ্যাডিডাস ৷ আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী এই সংস্থার শুধু দলের জার্সি উন্মোচন করল না ৷ সেই সঙ্গে একটি টিম অ্যান্থম রিলিজ করেছে ৷ যার ক্যাচ লাইন ‘তিন কা ড্রিম’ ৷ অর্থাৎ, তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন ৷ রোহিত, বিরাট, হার্দিক, শুভমন, কুলদীপ এবং শার্দূলকে নিয়ে ভারতীয় দলের জার্সি উন্মোচন করিয়েছে অ্যাডিডাস ৷ যেখানে 1983, 2011’র বিশ্বকাপ জয়ের গল্পও তুলে ধরা হয়েছে ৷

‘বিগিনিং অফ তিন কা ড্রিম’ অর্থাৎ, তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু ৷ যে স্বপ্ন ভারতীয় দল এবং তার সমর্থকদের ঘুম উড়িয়েছে ৷ বিশ্বকাপের জার্সি ও টিম অ্যান্থামের সারাংশ এটাই ৷ এ দিন ভারতীয় দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন ও দলের অ্যান্থম রিলিজ করেছে স্পনসর সংস্থা ৷ যার ক্যাচলাইনে 1983 ও 2011’র বিশ্বকাপ জয় জায়গা পেয়েছে ৷ এই ক্যাচলাইন গুলি হল- 1983’র বিশ্বকাপ জয়, ‘স্ফুলিঙ্গের প্রজ্বলন’, 2011’র বিশ্বকাপ ‘হৃত গৌরব ফিরিয়ে আনা’ এবং 2023 বিশ্বকাপ হতে চলেছে, ‘তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নের সূচনা’ ৷

জার্সির কাঁধে থাকা তিনটি স্ট্রিপকে তেরঙার করা হয়েছে ৷ কাঁধের সামনের স্ট্রিপ গেরুয়া, মাঝে সাদা এবং একেবারে পিছনে সবুজ ৷ এমনকি জার্সিতে অনুরাগীদের সমর্থকদের প্রতীক হিসেবে পুরনো ‘অডিয়ো ট্র্যাকে’ চিহ্ন রাখা হয়েছে ৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল 8 অক্টোবর তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ৷ বিশ্বকাপের মেগা দ্বৈরথ ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে 14 অক্টোবর শনিবার ৷

আরও পড়ুন: প্রীতমের সুরে কোমর দোলালেন রণবীর, মুক্তি বিশ্বকাপের অ্যান্থম ‘দিল জশন বোলে’

5 অক্টোবর ডিফেডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে রানার-আপ নিউজিল্যান্ড ৷ উল্লেখ্য, আজকেই আইসিসি’র তরফে বিশ্বকাপের অ্যান্থম রিলিজ করা হয়েছে ৷ সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সুরে বলিউডের একাধিক শিল্পী গানটি গেয়েছেন ৷ গানটিতে স্ক্রিন-প্লে করেছেন বলিউড তারকা রণবীর সিং ৷

Last Updated :Sep 20, 2023, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.