ETV Bharat / sports

টনি জর্জির মধ্যে ডি’ককের বিকল্প সন্ধান ! নবাগতের সেঞ্চুরিতে একপেশে জয় প্রোটিয়াদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 10:48 AM IST

Image Courtesy: Proteas Men X
Image Courtesy: Proteas Men X

South Africa Come Back Powerfull Against India: কুইন্টন ডি’ককের বিকল্প কি তবে পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা ? ভারতের বিরদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে’তে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করে সেই সম্ভাবনা আরও জোরালো করলেন বাঁ-হাতি ওপেনার টনি ডে জর্জি ৷

সেন্ট জর্জস পার্ক, 20 ডিসেম্বর: আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই নিজের জাত চেনালেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ওপেনার টনি ডে জর্জি ৷ তাঁর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির হাত ধরে ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা ৷ সেই সঙ্গে ব্যাট হাতে ওপেনিংয়ে কুইন্টন ডি’ককের বিকল্পের সন্ধানও কি শেষ হয়ে গেল প্রোটিয়াদের ? মঙ্গলবার সেন্ট জর্জস পার্কে সেই প্রশ্নই তুলে দিল ৷ ডি'ককের মতোই আগ্রাসী, আবার পরিস্থিতি বুঝে আগ্রাসনে লাগাম দেওয়ার অনায়াস দক্ষতা- ভারতের বিরুদ্ধে 8 উইকেটে জয়ে এমনই পরিণতিবোধ দেখা গেল তরুণ ওপেনারের মধ্যে ৷

মঙ্গলবার দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ভারতের বিরুদ্ধে 122 বলে 119 রানের অপরাজিত ইনিংস খেলেন টনি ৷ যে পিচে ভারতীয় ব্যাটারদের শট নিতে সমস্যা হচ্ছিল সেখানেই অনায়াসে সিঙ্গলস ও ডাবলসের সঙ্গে স্কোরবোর্ডকে সচল রাখলেন ৷ সঙ্গে বড় শট তো ছিলই ৷ মোট 9টি বাউন্ডারি এবং 6টি ওভার-বাউন্ডারি মেরেছেন টনি জর্জি ৷ কুইন্টন ডি’কক যেমন শুরুতেই প্রতিপক্ষ বোলারের উপর চেপে বসতেন, টনির ক্ষেত্রেও সেই একই আগ্রাসন দেখা গেল ৷ সেই সঙ্গে ভালো বলকে সম্মান দিতেও দেখা গেল তাঁকে ৷ পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর ডি’কক অবসর নিয়েছেন ৷ আর তার ঠিক পরের সিরিজেই তরুণ এই বাঁ-হাতির ডি’ককের সেই অভাব বুঝতেই দিলেন না ৷

টনি জর্জির সেঞ্চুরি ছাড়া হাফ সেঞ্চুরি করলেন আরেক ওপেনার রিজা-হেনড্রিকস ৷ তিনি 81 বলে 52 রান করেছেন ৷ তবে ক্রিজে থাকাকালীন একবারও নিজের চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে ৷ মাটি আঁকড়ে পড়ে থাকার মানসিকতা দেখালেও, কখনই সেই খোলস থেকে বেরিয়ে আসতে পারেননি রিজা ৷ 42.3 ওভারে 2 উইকেট হারিয়ে 215 রান তুলে জিতেছে দক্ষিণ আফ্রিকা ৷ ভারতের হয়ে একটি উইকেট পেয়েছেন আর্শদীপ সিং ৷ আর ওয়ান-ডে অভিষেক ম্যাচে ব্যাট হাতে তেমন প্রভাবিত করতে না পারলেও বল হাতে রাসি ভ্যান ডার ডুসেনের উইকেট তুলে নিলেন রিঙ্কু সিং ৷

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান-ডে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ৷ এবার আগামিকাল অর্থাৎ, 21 ডিসেম্বর পার্লে তৃতীয় তথা ফাইনাল ওয়ান-ডে খেলতে নামবে দুই দল ৷ সিরিজ ফয়সলার এই ম্যাচে বড় পরীক্ষা হতে চলেছে অধিনায়ক কেএল রাহুলের জন্য ৷ কেএল এবং কুলদীপ বাদে সিনিয়র দলের কোনও ক্রিকেটার এই মুহূর্তে ওয়ান-ডে সিরিজ খেলছে না ৷ ফলে তৃতীয় ওয়ান-ডে’তে আর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য ৷

আরও পড়ুন:

  1. রাহুল-সুদর্শনের হাফসেঞ্চুরি, ভারতকে স্বল্প রানে বেঁধে সিরিজে সমতা ফেরাতে মরিয়া প্রোটিয়ারা
  2. আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কামিন্সের, বুদ্ধিমত্তায় বিদেশি কোটা পূরণ সানরাইজার্সের
  3. পুরোপুরি ফিট নন ঋষভ, অপেক্ষা আরও কয়েকমাসের; নিজেই জানালেন স্টাম্পার-ব্যাটার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.