ETV Bharat / sports

পুরোপুরি ফিট নন ঋষভ, অপেক্ষা আরও কয়েকমাসের; নিজেই জানালেন স্টাম্পার-ব্যাটার

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 10:11 PM IST

Rishabh Pant Still on Recovery: এখনও ম্যাচ ফিট নন ঋষভ পন্ত ৷ আইপিএল অকশনে যোগ দিতে দুবাই থেকে জানালেন ভারতীয় দলের উইকেট-কিপার ব্যাটার ৷ তাঁর পুরোপুরি ফিট হতে আরও কয়েকমাস লাগবে ৷

ETV BHARAT
ETV BHARAT

দুবাই, 19 ডিসেম্বর: কোনও রকম সাহায্য ছাড়া আর পাঁচজন সুস্থ মানুষের মতো চলাফেরা করতে পারছেন ঋষভ পন্ত ৷ তবে, কি তিনি দ্রুত মাঠে ফেরার জন্য প্রস্তুত ? ভারতীয় উইকেট-কিপার ব্যাটার দিল্লি ক্যাপিটালসের একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, আরও কয়েকমাসের অপেক্ষা ৷ তারপর পুরোপুরি ম্যাচ ফিট হয়ে মাঠে নামবেন তিনি ৷ মঙ্গলে দুবাইয়ে আইপিএলের মিনি-অকশনের টেবিলে ছিলেন ঋষভ ৷ সেখানে যোগ দেওয়ার আগে দিল্লি ক্যাপিটালসকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানালেন স্টাম্পার-ব্যাটার নিজেই ৷

ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া সাইটে পোস্ট করা ভিডিয়োতে ঋষভকে দ্রুত ম্যাচ ফিট হওয়া নিয়ে আশাবাদী দেখা গিয়েছে ৷ তিনি বলেন, ‘‘কয়েকমাস আগের থেকে এখন অনেক ভালো আছি ৷ তবে, একশো শতাংশ ফিটনেস ফিরে পেতে এখনও কাজ করে চলেছি ৷ আশা করছি আর কয়েকমাসের মধ্যে আমি পুরোপুরি ফিট হয়ে যাব ৷’’ মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের মালিকপক্ষ এবং টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে এক টেবিলে দর হাঁকলেন তিনি ৷

গতবছর 30 ডিসেম্বর উত্তরাখণ্ডে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ঋষভ ৷ গাড়ি নিজেই চালাচ্ছিলেন তিনি ৷ রুরকিতে জাতীয় সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, কোনওক্রমে গাড়ির জানালা ভেঙে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন ঋষভ ৷ দুর্ঘটনার পর তাঁর গাড়িতে আগুন ধরে যায় ৷ সেই থেকে হাসপাতাল, একাধিক অস্ত্রোপচার এবং এনসিএ-তে রিহ্যাব প্রক্রিয়া এসবের মধ্যে দিয়ে যাচ্ছেন ঋষভ পন্ত ৷ প্রায় একবছর হতে চলেছে সেই ঘটনার ৷

তবে, ঋষভের গাড়ি দুর্ঘটনার ভয়াবহতা দেখার পর অধিকাংশের মত ছিল, তাঁর মাঠে ফিরতে কমপক্ষে 2 বছর সময় লাগবে ৷ কিন্তু, একবছরের মধ্যে নিজেকে ম্যাচ ফিটের খুব কাছকাছি জায়গায় নিয়ে এসে সকলকে চমকে দিয়েছেন তিনি ৷ তবে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ম্যাচ ফিট হন কি না, সেদিকে নজর থাকবে ৷ তবে, আইপিএলে তিনি যে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন আগামী এপ্রিল মাসে, তা নিশ্চিত ৷

আরও পড়ুন:

  1. আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কামিন্সের, বুদ্ধিমত্তায় বিদেশি কোটা পূরণ সানরাইজার্সের
  2. অধিনায়ককে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টার্ক
  3. আইপিএল নিলাম সরাসরি: কামিন্সকে টপকে আইপিএলে সবচেয়ে দামি স্টার্ক, 24.75 কোটিতে অজি পেসারকে ঘরে তুলল নাইটরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.