ETV Bharat / sports

রাহুল-সুদর্শনের হাফসেঞ্চুরি, ভারতকে স্বল্প রানে বেঁধে সিরিজে সমতা ফেরাতে মরিয়া প্রোটিয়ারা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 8:48 PM IST

Etv Bharat
Etv Bharat

India vs South Africa: কঠিন পিচে জোড়া হাফসেঞ্চুরি কে এল রাহুল এবং সাই সুদর্শনের ৷ দক্ষিণ আফ্রিকার সামনে 212 রানের টার্গেট রাখল ভারতীয় দল ৷

জিকে বারহা, 19 ডিসেম্বর: ওয়ান্ডারার্সে প্রথম ম্যাচে জয়ের পর জিকেবারহায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের লক্ষ্যে কেএল রাহুলের দল ৷ যদিও দিনের শুরুটা এদিন মনের মতো হয়নি ৷ টসে হেরে এদিন প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত ৷ তবে প্রোটিয়া আক্রমণের সামনে সাই সুদর্শন এবং কেএল রাহুল ছাড়া আর কেউই সেভাবে টিকতে পারেননি ৷ ফলত মাত্র 211 রানেই অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া ৷

এই পিচে লড়াকু স্কোর তৈরি করতে দরকার ছিল পার্টনারশিপ ৷ এইডেন মার্করামের রণকৌশল রাহুল-সুদর্শন ছাড়া আর কেউই সেভাবে ধরতে পারেননি ৷ প্রথম ওভারেই ফিরে যান রুতুরাজ গায়কোয়াড় ৷ মাঠে মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করেন তিলক বর্মা ৷ তবে সেই চেষ্টা মঙ্গলবার সাফল্য পায়নি ৷ ভরসা বলতে সেই কেএল রাহুল ৷ কঠিন পিচে সাইকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন তিনি ৷ 68 রানের এই পার্টনারশিপের হাত ধরে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মেন ইন ব্লু ৷ কিন্তু 62 রানে সুদর্শন ফিরতেই ফের শুরু হয় ব্যাটিং ধ্বস ৷

সুদর্শন অবশ্য় তাঁর ইনিংস সাজিয়েছিলেন 7টি চার ও 1টি ছয় দিয়ে ৷ তবে দরকার ছিল পরিণত সমাপ্তি ৷ কিন্তু তার আগেই তাঁকে ফিরিয়ে দেন লিজাদ উইলিয়ামস ৷ 7টি চার দিয়ে সাজানো 56 রানের অধিনায়কোচিত ইনিংস খেলে যান রাহুলও ৷ তিনিও ইনিংস দীর্ঘ করতে পারেননি ৷ যার জেরে চাপের মুখে ভেঙে পড়ে ভারতের অনভিজ্ঞ লাইনআপ ৷

বল হাতে কৃতিত্ব দেখালেন নান্দ্রে বার্জার ৷ 10 ওভারে মাত্র 30 রান খরচ করে তুলে নিলেন 3 উইকেট ৷ বুরান হেন্ড্রিক্স এবং কেশব মহারাজও দু'টি করে উইকেট পেয়েছেন ৷ জয়ের জন্য় দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 212 রান ৷ তবে তা তুলে নেওয়া এই কঠিন পিচে সহজ হবে না ৷

আরও পড়ুন:

  1. অধিনায়ককে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টার্ক
  2. আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কামিন্সের, বুদ্ধিমত্তায় বিদেশি কোটা পূরণ সানরাইজার্সের
  3. আইপিএল নিলাম সরাসরি: 24.75 কোটিতে নাইটদের ঘরে সবচেয়ে দামি স্টার্ক, 10 কোটিতে জনসনকে কিনল গুজরাত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.