ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারতের পর প্রোটিয়াদের কাছেও ধরাশায়ী অজিরা, 134 রানে জয় দক্ষিণ আফ্রিকার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 9:45 PM IST

Updated : Oct 12, 2023, 10:11 PM IST

312 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 177 রানেই গুটিয়ে গেল অজি ব্যাটিং লাইন-আপ ৷ প্যাট কামিন্স ব্রিগেডকে 134 রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় তুলে নিল প্রোটিয়ারা ৷

ICC World Cup 2023
প্রোটিয়াদের কাছেও ধরাশায়ী অজিরা

লখনউ, 12 অক্টোবর: একানায় অসহায় আত্মসমর্পণ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৷ ব্যাটে-বলে দুরন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে টানা দ্বিতীয় হার অস্ট্রেলিয়ার ৷ কুইন্টন ডি'ককের শতরানের মর্যাদা রাখলেন দলের বোলাররা ৷ বলা ভালো পীতবর্ণাদের স্টার স্টাডেড ব্যাটিং লাইন-আপকে তছনছ করে দিলেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, কেশব মহারাজরা ৷ 312 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অজি ব্যাটিং লাইন-আপ ৷ প্যাট কামিন্স ব্রিগেডকে 134 রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় তুলে নিল প্রোটিয়ারা ৷

40.5 ওভারে ক্যাঙারুব্রিগেড গুটিয়ে গেল 177 রানে ৷ সর্বাধিক 46 রান করলেন মার্নাস লাবুশান ৷ সবমিলিয়ে তাবড় বিশেষজ্ঞদের চোখে বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের প্রথম দু'ম্যাচের পারফরম্যান্স দেখে আঁতকে ওঠার জোগাড় ক্রিকেটপ্রেমীদের ৷ তাতে যদিও দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সকে খাটো করার দেখার কোনও প্রশ্নই ওঠে না ৷ ব্যাট-বল কিংবা ফিল্ডিং, সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়ে গেল তেম্বা বাভুমা অ্যান্ড কোম্পানি ৷

আরও পড়ুন: বিশ্বকাপে দ্বিতীয় শতরান ডি'ককের! জয়ে ফিরতে 312 রান দরকার অজিদের

8 ওভারে 33 রান খরচ করে 3 উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার কাগিসো রাবাদা ৷ এছাড়া দু'টি করে উইকেট গেল মার্কো জানসেন, কেশব মহারাজ এবং তাবরাইজ শামসির ঝুলিতে ৷ অর্থাৎ, পেস-স্পিনের সাঁড়াশি আক্রমণে ত্রাহি ত্রাহি রব উঠল অস্ট্রেলিয়ার ৷ সপ্তম উইকেটে লাবুশেনের সঙ্গে জুটিতে প্রতিরোধের একটা শেষ চেষ্টা করেছিলেন মিচেল স্টার্ক ৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের লড়াই এঁটে ওঠেনি ৷

টস জিতে এদিন রান তাড়া করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ শ্রীলঙ্কার পর অজি বোলারদেরও শাসন করে বিশ্বকাপে দ্বিতীয় শতরানটি করে যান প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি'কক (109) ৷ তাঁর ব্যাটেই জয়ের ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা ৷ এছাড়া 56 রানের ইনিংস খেলেন গত ম্যাচের আরেক শতরানকারী এইডেন মার্করাম ৷

Last Updated : Oct 12, 2023, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.