ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে দ্বিতীয় শতরান ডি'ককের! জয়ে ফিরতে 312 রান দরকার অজিদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 5:53 PM IST

Updated : Oct 12, 2023, 6:03 PM IST

বিশ্বকাপে টানা দ্বিতীয় শতরান উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার স্টার ওপেনার কুইন্টন ডি'কক ৷ কিন্তু এডেইন মার্করাম ছাড়া আর কেউই মিডিল অর্ডারে নজর কাড়তে পারলেন না ৷ যার জেরে 311 রানেই থামল দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷

ICC World Cup 2023
বিশ্বকাপে দ্বিতীয় শতরান ডিককের

লখনউ, 12 অক্টোবর: বিশ্বকাপে টানা দ্বিতীয় শতরান উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি'কক ৷ গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছিল প্রোটিয়া বাহিনি ৷ সেই তালিকায় নাম লিখিয়েছিলেন কুইন্টন ডি'কক ৷ আর বৃহস্পতিবারের ম্যাচেও তাঁর ব্যাট থেকে এল চোখ ধাঁধানো শতরান ৷ জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং অধিনায়ক প্যাট কামিন্সের ত্রিফলা আক্রমণের জবাব যেন তৈরিই ছিল ককের ব্যাটে ৷ 106 বলে এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি উপহার দিলেন 109 রানের ইনিংস ৷ চলতি বিশ্বকাপে প্রোটিয়া স্টাম্পার-ব্যাটারের দ্বিতীয় শতরানটি সাজানো ছিল 8টি চার এবং 5টি ছয় দিয়ে ৷

টস জিতে বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ ডি'কক ছাড়া প্রোটিয়া ব্যাটারদের মধ্য়ে নজর কাড়লেন একমাত্র এইডেন মার্করাম ৷ গত ম্যাচে শতরানের পর এই ম্যাচেও তিনি উপহার দেন 56 রানের ইনিংস ৷ অস্ট্রেলিয়ার হয়ে এদিন দুই ওপেনারকে প্যাভিলিয়ানের রাস্তা দেখান গ্লেন ম্যাক্সওয়েল ৷ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পাও ৷ তবে মাত্র একজন দক্ষ স্পিনার নিয়ে মাঠে নামাটা হয়তো একটু ভুল সিদ্ধান্তই হল অজি বাহিনির জন্য় ৷ তার উত্তর অবশ্য মিলবে আজ রাতেই ৷

আরও পড়ুন: বিশ্বকাপে টানা অষ্টমবার পাক ‘বধ’ করতে তৈরি ‘মেন ইন ব্লু’

টেম্বা বাভুমা, হেনরিক ক্লাসন, ভ্যান ডার ডুসানরাও এদিন ভালোই শুরু করেছিলেন ৷ যদিও দলকে বড় রানে পৌঁছে দরকার ছিল শেষ পর্যন্ত টিকে থাকার ৷ কিন্তু তিন ব্যাটারের কেউই তা করতে পারেননি ৷ শেষ পর্বে গুরুত্বপূর্ণ 26 রান করে দলকে 300 রানের গণ্ডি পেরোতে সাহায্য করেন মার্কো জানসেন ৷ স্লগ ওভারে কিলার রূপ ধারন করতে পারলেন না মিলারও ৷ যার জেরে 7 উইকেট হারিয়ে 311 রানেই থামল দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ বলা বাহুল্য কিছুটা কামব্যাক করল অজি বাহিনি ৷

Last Updated : Oct 12, 2023, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.