ETV Bharat / sports

Asia Cup 2022: ব্যাটারদের সমালোচনায় রোহিত, শাস্ত্রীর নিশানায় নির্বাচকরা

author img

By

Published : Sep 7, 2022, 6:58 AM IST

Updated : Sep 7, 2022, 7:38 AM IST

পাকিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে তাঁর ইনিংস দেখে মনে হয়েছিল 'কিং ইজ ব্যাক' । কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ দেখিয়ে দিল কোহলির পুরনো ছন্দ ফিরতে আরও সময় দরকার (Virat Kohli Asia Cup Performance)

ETV Bharat
ETV Bharat

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: দলের সিনিয়র বোলার উনিশতম ওভারে এসে বেহিসেবি পারফরম্যান্স করছেন । শুধুমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে নয় পাকিস্তানের বিরুদ্ধেও একই ঘটনা ঘটানোর পরে ভুবনেশ্বর কুমারকে টিম ম্যানেজমেন্ট প্রশ্নের মুখে ফেলেছেন কি না জানা যায়নি । তবে এশিয়া কাপে কার্যত বিদায় নিশ্চিত হওয়ার পরে ভারতীয় বোর্ডের পুরো দলের কাছেই জবাবদিহি চাওয়া উচিত । একইভাবে কাঠগড়ায় দাঁড় করানো উচিত চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীকেও (Veterans blame Rohit Sharma for defeat in Asia Cup) ।

প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটে 173 রান 20 ওভারের খেলায় যথেষ্ট চ্যালেঞ্জিং টোটাল । অধিনায়ক রোহিত শর্মার 41 বলে 72 রান ছাড়া ভারতীয় ইনিংসে বড় রান সূর্যকুমার যাদবের 29 বলে 34 । ঋষভ পন্থের 13 বলে 17 রান ভারতীয় স্কোরবোর্ডে সর্বোচ্চ রানকারীদের তালিকায় তৃতীয় । বিরাট কোহলি ফের ব্যর্থ ।

ওপেনার কে এল রাহুলের (6) দ্রুত ফিরে যাওয়ার পরে কোহলির সামনে সময় নিয়ে ব্যক্তিগত এবং দলের ইনিংস গড়ার সুযোগ সময় দুই ছিল । কিন্তু তিনি মাত্র 4 বল খেলে কোনও রান না করেই তিনি ফিরে যান । হংকং এবং পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ইনিংস দেখে মনে হয়েছিল কিং ইজ ব্যাক । কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ স্পষ্টই বলে দিল পুরনো ছন্দে ফিরতে আরও সময় লাগবে প্রাক্তন অধিনায়কের ।

আরও পড়ুন: Asia Cup 2022: শ্রীলঙ্কার বিরুদ্ধে 'বিরাট' ব্যর্থতা ঢাকল রোহিতের ব্যাট

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরার পরে হার্দিক পাণ্ডিয়া এখনও বোধহয় ঘোরের মধ্যে । 13 বলে 17 রান করা ছাড়া বল হাতেও বাউণ্ডুলে । 173 রানের পুঁজি নিয়ে বল করতে নেমে ভারতীয় দলের 3 সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডিয়া এবং রবিচন্দ্রন আশ্বিনের 4 ওভারে রানের খরচ 30, 40 এবং 32 । অশ্বিনের বোলিং পরিসংখ্যানে শিকার সংখ্যা এক । বাকি দু'জনের তাও নেই । বরং গুরুত্বপূর্ণ সময়ে এসে ভুবনেশ্বর কুমার এবং হার্দিক পাণ্ডিয়া বেহিসেবি ।

পাকিস্তানের বিরুদ্ধে 13 তম ওভারে 19 রান দিয়েছিলেন ভুবি । শ্রীলঙ্কার বিরুদ্ধে দিলেন 14 রান দিলেন । এই হারের পরেও ভারতের আশা জিইয়ে থাকবে যদি আজ পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান জিততে পারে । বাংলাদেশ আফগানিস্তানের পরে ভারতের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানরা ।

দেশ ভয়ানক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে । এই অবস্থায় বাইশগজের সাফল্য দেশবাসীর মনের ক্ষতে প্রলেপ দিতে পারে । শ্রীলঙ্কান ব্যাটারদের শরীরীভাষায় সেই দায়বদ্ধতা ফুটে উঠছিল । ভারতীয় বোলারদের সমীহ করার বদলে অনায়াসে তারা সামলে দিলেন। পাথুম নিশানকার 37 বলে 52 এবং কুশল মেন্ডিসের 37 বলে 57 রানের ইনিংসে শ্রীলঙ্কার জয়ের রাস্তা তৈরি হয়ে গিয়েছিল । মাঝে দ্রুত দুটো উইকেট পড়লেও তা সামলে দলকে জয়ে পৌঁছে দেন ম্যাচের সেরা অধিনায়ক দাসুন শানাকা (33) এবং ভানুকা রাজাপক্ষ (25) ।

রোহিত শর্মা জানিয়েছেন, তাঁরা যেভাবে শুরু করেছিলেন, তাতে আরও 10 থেকে 15 রান বেশি হওয়া উচিত ছিল । মিডল অর্ডারে যাঁরা ব্যাট করেছেন, তাঁদের শট কীভাবে খেলতে হয় শেখা দরকার । শট নির্বাচনের ব্যাপারে আরও সতর্ক হওয়া দরকার । বোলারদের পারফরম্যান্সও ভারত অধিনায়কের নিশানায় । শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করছিল, সেই পরিপেক্ষিতে শেষ ওভারে খেলা নিয়ে যাওয়া কৃতিত্বের । দুবাইয়ে বড় আকারের মাঠে স্পিনাররা সুবিধা পাবে বলে মনে করেছিল ইন্ডিয়ান থিঙ্কট্যাঙ্ক । কিন্তু বাস্তবে তা হয়নি । যদিও প্রতিপক্ষের 4টে উইকেটের মধ্যে 3টে পেয়েছেন ভারতীয় স্পিনাররা । বিশ্বকাপের পর থেকে খুব বেশি ম্যাচ না হারলেও এই পরাজয় যে শিক্ষা দিল, তা জানিয়ে দিয়েছেন রোহিত । এদিকে ভারতীয় নির্বাচকদের একহাত নিয়েছেন রবি শাস্ত্রী । বুমরা না থাকা সত্ত্বেও কেন শামিকে ডাকা হল না সেই প্রশ্ন তুলেছেন ।

আরও পড়ুন: জাতীয় দলের পর ক্রিকেটের বাকি ফরম্যাট থেকেও অবসর রায়নার

Last Updated : Sep 7, 2022, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.