ETV Bharat / sports

Asia Cup 2022: শ্রীলঙ্কার বিরুদ্ধে 'বিরাট' ব্যর্থতা ঢাকল রোহিতের ব্যাট

author img

By

Published : Sep 6, 2022, 10:33 PM IST

Updated : Sep 6, 2022, 10:43 PM IST

মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা (India vs Sri Lanka in Asia Cup match)৷ ভারতের হয়ে এদিন সর্বোচ্চ 72 রান করেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৷

Asia Cup 2022
ETV Bharat

দুবাই, 6 সেপ্টেম্বর: অধিনায়ক রোহিত শর্মার 41 বলে দুর্দান্ত 72 রানের সৌজন্যে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার সামনে 174 রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত (India vs Sri Lanka in Asia Cup match) ৷ মঙ্গলবার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা ৷ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 173 রান করে ভারত (Rohit Sharma shines against Sri Lanka in Asia Cup Match) ৷

টিম ইন্ডিয়ার হয়ে এদিন সর্বোচ্চ 72 রান করেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 5টি চার ও 4টি ছয়ে ৷ সূর্যকুমার যাদব করেন 29 বলে 34 রান ৷ একসময় মাত্র 97 রানে ভারতের 3 উইকেট পড়ে যায় ৷ সে সময় ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন রোহিত ৷ কেএল রাহুল এদিন 6 ও বিরাট কোহলি 0 রানে আউট হন (Asia Cup Super four Match) ৷

আরও পড়ুন: জাতীয় দলের পর ক্রিকেটের বাকি ফরম্যাট থেকেও অবসর রায়নার

হার্দিক এবং পন্থ 17 করে রান করেন ৷ অশ্বিন 15 ও অর্শদীপ 1 রান করে অপরাজিত থাকেন ৷ শ্রীলঙ্কার হয়ে দিলশন মধুশঙ্কা 3টি উইকেট নেন ৷ করুণারত্না ও শনাকা 2টি করে উইকেট নেন ৷ সি থিকশানা নেন 1টি উইকেট ৷ সুপার ফোরের প্রথম ম্যাচে রবিবার পাকিস্তানের কাছে হারে ভারত ৷

Last Updated : Sep 6, 2022, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.