ETV Bharat / sports

Sourav on Rishabh Replacement: শীঘ্র ঘোষণা হবে দিল্লি ক্যাপিটালসে নতুন অধিনায়কের নাম, জানালেন সৌরভ

author img

By

Published : Jan 11, 2023, 1:28 PM IST

দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্তের জায়গায় নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস (Rishabh Pant Replacement as Captain Declare Soon) ৷ শীঘ্রই সেই নাম ঘোষণা করা হবে বলে জানালেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷

Sourav Ganguly ETV BHARAT
Sourav Ganguly ETV BHARAT

ইডেন গার্ডেন্স পরিদর্শনে সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা, 11 জানুয়ারি: এবারের আইপিএল-এ খেলতে পারবেন না ঋষভ পন্ত ৷ স্পষ্টই জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক (Rishabh Pant Replacement as Captain Declare Soon) বাছাতে হবে দিল্লি ফ্র্যাঞ্জাইজি এবং টিম ম্যানেজমেন্টকে ৷ তবে, ঋষভের জায়গায় কাকে দেওয়া হবে সেই দায়িত্ব ? ইডেন পরিদর্শনে এসে এনিয়ে সৌরভ জানালেন, নতুন অধিনায়কের নাম দ্রুত জানিয়ে দেওয়া ৷

কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে দিল্লি ক্যাপিটালস দল নিয়ে নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ আসন্ন আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি নিয়ে দুই কিংবদন্তী অধিনায়ক নিয়মিত আলোচনা চালাচ্ছেন ৷ পাশাপাশি, ঋষভের পরিবারের সঙ্গেও সৌরভ কথা বলেছেন বলে জানান ৷ এদিন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ঋষভ খেলতে পারবেন না ৷ ক্রিকেটারদের চোট লাগেই ৷ আমি নিজেও চোট পেয়েছি ৷ কিন্তু, সে সবের সঙ্গে ঋষভের ঘটনার তুলনা চলে না ৷ নতুন অধিনায়ক নিয়ে আলোচনা চলছে ৷ খুব শীঘ্রই নতুন অধিনায়কের নাম জানিয়ে দেওয়া হবে ৷’’

আগামিকাল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বিতীয় একদিনের ম্যাচ ৷ তার আগে ইডেনের প্রস্তুতি ঘুরে দেখলেন মহারাজ ৷ বাইশ গজ কেমন তৈরি হয়েছে, সেনিয়েও এদিন খোঁজখবর নেন সৌরভ ৷ কথা বলেছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও ৷ গতকালই ইডেনের পিচ কিউরেটর জানিয়েছিলেন, ইডেনে স্পোর্টিং পিচ তৈরি করা হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের জন্য ৷

আরও পড়ুন: দ্বিতীয় একদিনের ম্যাচে ইডেনে স্পোর্টিং উইকেট, জানালেন কিউরেটর

উল্লেখ্য, প্রায় 6 বছর পর ইডেনে একদিনের আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ৷ শেষ ওয়ান’ডে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ আয়োজিত হলেও, করোনা সংক্রমণের কারণে, তা বাতিল করে দিতে হয় শেষমেশ ৷ মাঝে টেস্ট ও টি-20 আন্তর্জাতিক আয়োজিত হলেও, একদিনের ম্যাচ হয়নি ইডেনে ৷ আজ দুপুরেই ভারত ও শ্রীলঙ্কা দল শহরে ঢুকছে ৷ আর তার আগে প্রথম একদিনের ম্যাচে গুয়াহাটিতে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ৷ রান পেয়েছেন অধিনায়ক রোহিত ৷ ফলে ইডেন গার্ডেন্সের ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.