ETV Bharat / sports

Rishabh Pant: বিনোদনমূলক ম্যাচে স্টেপ-আউট করে শট, ঋষভের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা

author img

By

Published : Aug 16, 2023, 9:58 PM IST

Rishabh Pant ETV BHARAT
Rishabh Pant

Rishabh Pant Shows Progress with Bat: বিনোদনমূলক ম্যাচে স্টেপআউট করে শট খেললেন ঋষভ পন্ত ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত ঋষভের অনুরাগীরা ৷

বেঙ্গালুরু, 16 অগস্ট: ক্রিকেট পিচে কবে ফিরবেন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ? এই প্রশ্নের জবাবে, কিছুটা ইতিবাচক বার্তা দিলেন ঋষভ পন্ত ৷ স্বাধীনতা দিবসের দিন বিনোদনমূলক অনুষ্ঠানে ব্যাটিং করলেন তিনি ৷ সেখানে স্টেপ-আউট করে ব্যাট করতে দেখা গেল ঋষভকে ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছে ঋষভের এক অনুরাগী ৷ সেই ভিডিয়ো এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ঋষভের আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন সংস্থার হয়ে প্রদর্শনী ম্যাচে কয়েকটি বল খেলেন ৷

এই ক্রিকেট ম্যাচে ঋষভকে স্টেপ-আউট করে বাউন্ডারির বাইরে বল পাঠাতে দেখা গিয়েছে ৷ তাহলে কী ধীরে ধীরে ম্যাচ ফিট হচ্ছেন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ? সেই প্রশ্নের জবাব সঠিকভাবে এনসিএ-র মেডিক্যাল ও ফিটনেস টিমের সদস্যরা দিতে পারবেন ৷ তবে, ঋষভের ওই স্টেপ-আউট করে মারা শটে উল্লাসে ফেটে পড়ে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা ৷ তবে, এই প্রদর্শনী ম্যাচে স্টেপ-আউট করে শট মারতে পারাটা ঋষভকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন অনুরাগীরা ৷ তাদের মতে, গাড়ি দুর্ঘটনায় ঋষভের হাঁটু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ তাই তাঁর আত্মবিশ্বাস ফিরে আসাটা খুব জরুরি ৷

আরও পড়ুন: তাজমহলের সামনে বিশ্বকাপের ট্রফি, সেলফির জন্য উৎসাহী পর্যটকদের ভিড়

এই মুহূর্তে ঋষভ বেঙ্গালুরুতে এনসিএ-তে রয়েছেন ৷ গত আইপিএল-এর সময় থেকেই ঋষভ সেখানে রিহ্যাবে রয়েছেন ৷ হয়তো আরও বেশ কয়েকমাস তাঁকে সেখানে থাকতে হবে ৷ অন্তত পুরোপুরি ম্যাচফিট না হওয়া পর্যন্ত ৷ উল্লেখ্য, হাঁটুর পাশাপাশি ঋষভের পায়ের আঙুলের হাড় ভেঙে গিয়েছিল ৷ তাই পায়ের জোর ও দীর্ঘক্ষণ স্টেডিয়ামে কিপিং ও ব্যাটিং করার স্ট্রেন্থ বাড়াতে হবে ঋষভকে ৷ তাই স্বাধীনতা দিবসে ভারতীয় উইকেট-কিপার ব্যাটারের এই ছোট্ট ব্যাটিং স্টান ক্রিকেট প্রেমীদের মনে আশার আলো জাগিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.