ETV Bharat / sports

WPL 2023 Auction: 3 কোটি 40 লক্ষে মন্ধনাকে কিনল আরসিবি, মুম্বইয়ে হরমনপ্রীত

author img

By

Published : Feb 13, 2023, 3:58 PM IST

Updated : Feb 13, 2023, 4:28 PM IST

বিরাট কোহলির দলে যোগ দিলেন স্মৃতি মন্ধনা ৷ অন্যদিকে রোহিতের দবে হরমনপ্রীত ৷ ডব্লিউপিএল নিলামে সর্বাধিক 3 কোটি 40 লক্ষ টাকা দিয়ে জাতীয় দলের ওপেনার মন্ধনাকে দলে নিল আরসিবি (RCB Buys Smriti Mandhana) ৷ 1.7 কোটিতে মুম্বইয়ে গেলেন জাতীয় দলের অধিনায়িকা ৷

WPL 2023 Auction
মন্ধনাকে কিনল আরসিবি, মুম্বইয়ে হরমনপ্রীত

মুম্বই, 13 ফেব্রুয়ারি: মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হল উইমেন্স প্রিমিয়র লিগের পয়লা সংস্করণের নিলামপর্ব ৷ 409 ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সোমবারের নিলামে ৷ বেস প্রাইসের নিরিখে নিলামপর্বকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে ৷ নিলামের প্রথম একঘণ্টায় দাপট দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আপাতত নিলামে সর্বাধিক 3 কোটি 40 লক্ষ টাকা দিয়ে জাতীয় দলের ওপেনার স্মৃতি মন্ধনাকে দলে নিল দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিটি (RCB Buys Smriti Mandhana) ৷

অজি অলরাউন্ডার এলিস পেরিকেও দলে নিয়েছে তারা ৷ তবে মন্ধনার অর্ধেক মূল্যে আরসিবি দলে নিয়েছে তাঁকে ৷ জাতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কর বিক্রি হলেন মুম্বই ইন্ডিয়ান্সে ৷ 1.7 কোটি মূল্যে মুম্বইয়ে গেলেন তিনি (MI Buys Harmanpreet Kaur for 1.7 crore) ৷ গতকাল টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল ৷ ঠিক তার পরদিন প্রথম ডব্লিউপিএল-এর নিলাম ঘিরে ক্রিকেট অনুরাগীদের উৎসাহের অন্ত নেই ৷ আর গতকাল যাঁর ব্যাটে বিশ্বকাপে 'পাক বধ' করেছে 'উইমেন ইন ব্লু' ৷ সেই জেমিমা রডরিগেজকে দলে নিয়ে এদিন নিলামে খাতা খোলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি (Jemimah Rodrigues sold to DC) ৷

আরও পড়ুন: দুরন্ত জেমিমার সঙ্গী বাংলার রিচা, 'পাক বধে' বিশ্বজয়ের অভিযান শুরু হরমনপ্রীতদের

2 কোটি 20 লক্ষ টাকায় জাতীয় দলের ব্যাটারকে দলে নেয় তারা ৷ 'স্লো বাট স্টেডি' দিল্লি ক্যাপিটালস এরপরে দলে নেয় অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বজয়ী অধিনায়ক শেফালি বর্মাকেও ৷ বিদেশিদের মধ্যে সর্বাধিক দাম পেলেন ইংরেজ অলরাউন্ডার ন্যাট স্কিভার ব্রান্ট ৷ 3 কোটি 20 লক্ষ টাকায় তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ একই অংকে অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারকে দলে নিয়েছে গুজরাত জায়ান্টস ৷ ইংরেজ পেসার সোফি এক্লেস্টন যোগ দিয়েছেন লখনউ ওয়ারিয়র্সে ৷ ভারতীয় বোলিং অলরাউন্ডার দীপ্তি শর্মাকেও 2.6 কোটিতে দলে নিয়েছে তারা ৷

Last Updated :Feb 13, 2023, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.