ETV Bharat / sports

Women's T20 WC: দুরন্ত জেমিমার সঙ্গী বাংলার রিচা, 'পাক বধে' বিশ্বজয়ের অভিযান শুরু হরমনপ্রীতদের

author img

By

Published : Feb 12, 2023, 9:45 PM IST

Updated : Feb 12, 2023, 10:31 PM IST

6 বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় দেড়শো রানের লক্ষ্যমাত্রা হাসিল করল 'উইমেন ইন ব্লু' ৷ জেমিমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিলেন রিচা ঘোষ ৷ ভারত জিতল 7 উইকেটে (India beat Pakistan by 7 wickets in ICC Women's WC opener) ৷

Etv Bharat
পাক বধে বিশ্বজয়ের অভিযান শুরু হরমনপ্রীতদের

কেপটাউন, 12 ফেব্রুয়ারি: পাকিস্তানকে হারিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতের মেয়েরা ৷ 6 বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় দেড়শো রানের লক্ষ্যমাত্রা হাসিল করল 'উইমেন ইন ব্লু' ৷ জেমিমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিলেন বাংলার রিচা ঘোষ ৷ ভারত জিতল 7 উইকেটে (India beat Pakistan by 7 wickets in ICC Women's WC opener) ৷ অপরাজিত 53 রান করে ম্যাচের সেরা জেমিমা (Jemimah Rodrigues scored match winning 53 runs) ৷

নিউল্যান্ডস, কেপটাউনে এদিন টসভাগ্য যদিও সঙ্গ দেয়নি ভারতীয় দলকে ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ দিনকয়েক আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছে অনূর্ধ্ব-19 ভারতের মেয়েরা ৷ সেই জয়কেই অনুপ্রেরণা করে বিশ্বযুদ্ধে অবতীর্ণ হলেন সিনিয়ররা ৷ অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী দলের দুই সদস্য শেফালি বর্মা এবং বাংলার রিচা ঘোষকে রেখেই এদিন প্রথম ম্যাচের একাদশ তৈরি করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ প্রথমে ব্যাট করতে নেমে একসময় 68 রানে চার উইকেট খুইয়ে বসে পাকিস্তান ৷

সেখান থেকে পঞ্চম উইকেটে দলকে টেনে তোলেন অধিনায়িকা বিসমাহ মারুফ এবং আয়েষা নাসিম ৷ পঞ্চম উইকেটে এই দু'য়ের 81 রানের অবিভক্ত জুটিই পাকিস্তানকে 20 ওভারে পৌঁছে দেয় 149 রানে ৷ 68 রানের দুরন্ত ইনিংস খেলেন বিসমাহ ৷ 43 রানের ঝোড়ো ইনিংস আসে আয়েষার ব্যাটে ৷ দু'টি উইকেট নেন রাধা যাদব ৷

আরও পড়ুন: অধিনায়কের অর্ধশতরানে হরমনপ্রীতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা পাকিস্তানের

জবাবে ব্যাট করতে নেমে একবারের জন্যও ভারতকে বিপদে মনে হয়নি ৷ দুই ওপেনার যস্তিকা ভাটিয়া এবং শেফালি বর্মা করেন যথাক্রমে 17 রান এবং 33 রান ৷ অধিনায়িকা হরমনপ্রীতের ব্য়াটও চওড়া হয়নি (16) ৷ কিন্তু চতুর্থ উইকেটে জেমিমা রডরিগেজের সঙ্গে বাংলার রিচা ঘোষের অবিভক্ত 58 রানের জুটিতেই জয়ের লক্ষ্যপূরণ করে ভারত ৷ 38 বলে অপরাজিত 53 রানের ইনিংসে জেমিমা মারেন 8টি চার ৷ 5টি চার হাঁকিয়ে 20 বলে 31 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন স্টাম্পার-ব্যাটার রিচা ৷

Last Updated : Feb 12, 2023, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.