ETV Bharat / sports

Ravi-Sunil on India's Performance: ভারতীয় ব্যাটারদের মাথায় ‘আত্মতুষ্টি’ ও ‘পিচ’ খেলেছে, মত সানি-শাস্ত্রীর

author img

By

Published : Mar 3, 2023, 7:59 PM IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্টের হারের সমালোচনায় সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রী (Ravi-Sunil on India's Performance) ৷ রোহিত-বিরাটদের আত্মতুষ্টির কারণেই এই হার বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ ৷

Ravi-Sunil on India's Performance ETV BHARAT
Ravi-Sunil on India's Performance

ইন্দোর, 3 মার্চ: ইন্দোর টেস্ট আড়াই দিনেরও কম সময়ে শেষ হয়ে গিয়েছে ৷ ঘরের মাঠে গো-হারা হেরেছে ভারতীয় দল ৷ স্পিন সহায়ক হোলকার স্টেডিয়ামে অজি স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ রোহিত-বিরাটদের ৷ আর সেই নিয়ে ভারতীয় দলকে বিঁধলেন 83 বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য (Ravi Shastri and Sunil Gavaskar Criticis Indian Team) সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রী ৷ দ্বিতীয়জন কয়েক বছর আগে পর্যন্ত ভারতীয় ড্রেসিংরুমের সদস্য ছিলেন হেড কোচ হিসেবে ৷

এদিন সুনীল গাভাসকর রোহিতদের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর কথায়, ভারতীয় ব্যাটাররা নিজেদের প্রতিভা এবং যোগ্যতার প্রতি আস্থা রাখেননি ৷ তাঁরা শুরু থেকেই পিচ নিয়ে ভেবেছেন ৷ তাই ভারতীয় ব্যাটাররা নন, ইন্দোরের পিচ তাঁদের মাথায় খেলেছে ৷ এমনকি কয়েকজন ব্যাটারের আউট হওয়ার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সানি ৷ তাঁর আক্ষেপ কয়েকজন ব্যাটার বল পিচ হওয়ার আগেই তার রি-অ্যাকশন সম্পর্কে ধারণা করে নিয়েছিলেন ৷ ফলে বলের লাইন-লেন্থ বুঝতে পারেননি ৷ ভারতীয় ব্যাটারদের দ্বিতীয় ইনিংসে খেলা দেখে এমনটাই মনে হয়েছে গাভাসকরের ৷

অন্যদিকে, রবি শাস্ত্রীকেও রোহিতদের মানসিকতা নিয়ে কথা বলতে শোনা গেল ৷ 2 বছর আগে যে দলটার হেডস্যর ছিলেন শাস্ত্রী, তিনিও এদিন হারের পর রোহিতদের সমালোচনা করেন ৷ এই হারের জন্য খেলোয়াড়দের মানসিকতাকেই দায়ী করেছেন শাস্ত্রীর ৷ প্রথম দুই ম্যাচে অজিদের স্পিনিং ট্র্যাকে ফেলে নাজেহাল করে দিয়ে ‘আত্মতুষ্টি’ এবং ‘মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস’-এ ভুগছিল ভারতীয় দল ৷ তাঁর স্পষ্ট জবাব, ‘‘ভারতীয় ব্যাটারদের আত্মতুষ্টি ও অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল এটা ৷’’ কিছুটা ক্ষুব্ধ শাস্ত্রী বলেন, ‘‘কিছুটা আত্মতুষ্টি আর কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাস থাকলে এটা হয় ৷ যেখানে আপনি কোনও কিছুকেই গুরুত্ব দেন না ৷ তুমি জায়গা ছাড়লে এই খেলাটাও তোমাকে নীচে নামিয়ে আনবে ৷’’

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে 9 উইকেটে বড় জয় অস্ট্রেলিয়ার

উল্লেখ্য, ইন্দোর টেস্টে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 9 উইকেটে হেরেছে ৷ প্রথম ইনিংসে ভারত মাত্র 109 রানে অল-আউট হয়ে যায় ৷ যার জবাবে অস্ট্রেলিয়া 197 রান তোলে ৷ সেখানেও নো-বল ও খারাপ ফিল্ডিং অজি ব্যাটারদের সুযোগ করে দেয় ওই রান তোলার জন্য ৷ এরপর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটারদের ছন্নছাড়া দেখায় ৷ যার ফলে মাত্র 163 রানে অল-আউট হয়ে যায় পুরো দল ৷ 76 রান তাড়া করতে নেমে আজ প্রথম সেশনেই খেলা শেষ করে দেয় অজিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.