ETV Bharat / sports

Quinton de Kock Test retirement : সেঞ্চুরিয়নে পরাজয়ের পর আচমকা অবসর ঘোষণা কুইন্টন ডি ককের

author img

By

Published : Dec 31, 2021, 7:09 AM IST

Updated : Dec 31, 2021, 7:27 AM IST

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক (Quinton de Kock Test retirement) ৷

quinton de kock announces retirement
টেস্ট ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন সাউথ আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক

সেঞ্চুরিয়ন, 31 ডিসেম্বর : সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে পরাজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই এল খবরটা ৷ ভারতের বিরুদ্ধে 113 রানে হার হজম করে টেস্ট ফরম্যাটকে বিদায় জানালেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক ৷ দক্ষিণ আফ্রিকা দলের তরফে দেওয়া একটি বিবৃতিতে ডি ককের টেস্ট অবসর ঘোষণার বিষয়ে জানানো হয় (Quinton de Kock Test retirement) ৷ পরিবারকে সময় দিতে চেয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর এই হঠাৎ সিদ্ধান্তে হতবাক ক্রিকেট দুনিয়া ৷

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দেওয়া ওই বিবৃতিতে এই বাঁহাতি ব্যাটসমান জানিয়েছেন, "এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য মোটেই সহজ ছিল না ৷ আমি অনেকটা সময় নিয়ে ভেবেছি, ভবিষ্যৎ কী হতে চলেছে এবং কোন কোন বিষয়গুলিকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত ৷ বিশেষত যখন আমি এবং সাসা আমাদের প্রথম সন্তানকে পৃথিবীতে আনতে চলেছি ৷ আমার পরিবারই আমার কাছে সবকিছু ৷ তাই এই নতুন অধ্যায়ের সূচনায় আমি আমার পরিবারকে সম্পূর্ণ সময় দিতে চাই ৷"

আরও পড়ুন : সেঞ্চুরিয়নে টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারত

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে বেশ স্বচ্ছন্দ দেখিয়েছিল তাঁকে ৷ প্রথম ইনিংসে শামিদের আগুনে বোলিংয়ের সামনে 34 রানের ইনিংস খেলেন ৷ দ্বিতীয় ইনিংসে করেন 28 বলে 21 রান ৷ বড়সড় পরাজয়ে বিপর্যস্ত বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে তাঁর না থাকা অবশ্যই বড় ধাক্কা ৷ কেরিয়ারে 54 টি টেস্ট খেলেছেন ডি কক ৷ এই ফরম্যাটে 6টি শতরান এবং 22 টি অর্ধশতরান-সহ মোট 3300 রান সংগ্রহে রয়েছে তাঁর ৷

Last Updated : Dec 31, 2021, 7:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.