ETV Bharat / sports

Virat Kohli: কখনও ভাবিনি আমি এত রান ও সেঞ্চুরি করব: বিরাট

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 9:57 PM IST

Virat Kohli on His Career Achievements: আধুনিক ক্রিকেটের সংজ্ঞা কী ? এই প্রশ্নের জবাব এককথায় বলা যেতেই পারে, বিরাট কোহলি ৷ মর্ডান ডে গ্রেট, তাঁর এই খেলা নিয়ে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বললেন 'কিং কোহলি' ৷
Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

মুম্বই, 31 অক্টোবর: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের এক অসাধারণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিরাট কোহলি ৷ ওয়ান-ডে কেরিয়ারে আর মাত্র একটি সেঞ্চুরি করতে পারলেই, বিরাট তাঁর আদর্শ সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলবেন ৷ 2 নভেম্বর ওয়াংখেড়েতে সেই সুযোগ রয়েছে ‘চেজ মাস্টারে’র সামনে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের পরের ম্যাচ খেলতে নামছে ভারত ৷ লঙ্কার বিরুদ্ধে বিরাটের 10টি সেঞ্চুরি রয়েছে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে বিশেষ সাক্ষাৎকার দিলেন ওয়ান ডে ক্রিকেট 48টি সেঞ্চুরির মালিক কোহলি ৷

বিরাট বলেন, ‘‘সত্যি কথা বলতে আমি এত সাফল্য অর্জন করতে পারব, তা কখনও ভাবতে পারিনি ৷ এই মুহূর্তে আমার কেরিয়ার যে জায়গায় আছে এবং ঈশ্বর পুরো কেরিয়ারে আমাকে যা যা দিয়েছেন, তার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি ৷ আমি সবসময় এই সব কিছু করার স্বপ্ন দেখতাম ৷ কিন্তু, সেই স্বপ্নগুলি এত বিশাল আকারে আমার জীবনে সত্যি হবে, তা কখনও ভাবতে পারিনি ৷ কেউ এইসব কিছু পরিকল্পনা করে এগোতে পারে না যে, এভাবে আমার জার্নি এগোবে, আর এভাবে সবকিছুর পরিসমাপ্তি হবে ৷ তাই আমিও কোনওদিন ভাবিনি, এতগুলো বছরে এত সেঞ্চুরি করব বা এত রান করব ৷’’

তবে, বিরাট কোহলি কেরিয়ারে যে সাফল্য অর্জন করেছেন, তা সব ক্রিকেটারের স্বপ্ন ৷ একদিনে বা অতি সহজে এই স্বপ্ন বাস্তবে পরিণত হয়নি ৷ এর জন্য প্রয়োজন ছিল খেলার প্রতি একনিষ্ঠতা, সংযম ৷ যা নিয়ে বিরাটের বক্তব্য, ‘‘সবসময় আমার একমাত্র লক্ষ্য ছিল দলের জন্য ভালো পারফর্ম করতে হবে ৷ আর কঠিন পরিস্থিতি থেকে দলের জন্য রান করে ম্যাচ জেতানো ৷ তার জন্য আমাকে অনেক কিছু বদল করতে হয়েছে ৷ নিজেকে অনেক ডিসিপ্লিন করতে হয়েছে, জীবনযাত্রায় বদল আনতে হয়েছে ৷ আগে আমি সবসময় দিকভ্রষ্ট হতাম, পেশাদারিত্বের অভাব ছিল ৷ কিন্তু, সেই বদলের মধ্যে দিয়ে আমি এখন একভাবে ভাবনাচিন্তা করতে পারি ৷ যে কীভাবে আমি আমার খেলাটা খেলবে ৷ আর তার পর থেকেই আমি সেই পদ্ধতি অনুযায়ী খেলেছি এবং ফল পেয়েছি ৷’’

আরও পড়ুন: আড়াই হাজারের টিকিট বিকোচ্ছে 11 হাজারে ! ইডেনের বাইরে থেকে গ্রেফতার 1

আর বিরাটের জীবনযাত্রায় বদলের সঙ্গে সঙ্গে যে জিনিসটা আরও শক্তপোক্ত হয়েছে, তা হল খেলার পরিস্থিতি বোঝার ক্ষমতা ৷ বিরাট বলেন, ‘‘খেলার পরিস্থিতি বোঝার ক্ষমতা ৷ সত্যি বলছি, পুরো কেরিয়ার থেকে আমি এই জিনিসটা খুব বেশি করে শিখেছি ৷ আমি সবসময় চেয়েছি মাঠে নিজের একশো শতাংশ দেওয়ার ৷ আর আমি ভাগ্যবান যে, ঈশ্বর আমার এই চেষ্টায় সবসময় পাশে থেকেছেন ৷ আমি কখনই ভাবিনি সবকিছু এভাবে শেষ হবে ৷’’

আরও পড়ুন: ব্যর্থ শাকিব-মাহমুদুল্লাহের লড়াই, আফ্রিদিদের বিরুদ্ধে দু'শো পেরিয়ে শেষ বাংলাদেশ

চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বিরাট এখনও পর্যন্ত তিনটে হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি-সহ মোট 354 রান করেছেন ৷ 6 ম্যাচে তাঁর গড় 88.50 ৷ আর সর্বোচ্চ 103 রান করেছেন ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তাই বিরাটের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.