Narayan Jagadeesan: 50 ওভারের ক্রিকেটে ব্যক্তিগত 277 রানের বিশ্বরেকর্ড জগদীশনের

author img

By

Published : Nov 21, 2022, 5:26 PM IST

Narayan Jagadeesan Breaks World Record for Highest Ever List A Score in 50 Over Match

প্রথম শ্রেণির ক্রিকেটে একাধিক বিশ্বরেকর্ড তামিলনাড়ুর ওপেনার নারায়ণ জগদীশনের (Narayan Jagadeesan Breaks World Record) ৷ বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)-তে ব্যক্তিগত 277 রান করে 50 ওভারের ক্রিকেটে বিশ্বরেকর্ড করেছেন চেন্নাই সুপার কিংসের আনক্যাপড এই ক্রিকেটার ৷

বেঙ্গালুরু, 21 নভেম্বর: 50 ওভারের ক্রিকেটে বিশ্বরেকর্ড তামিলনাড়ুর ওপেনার নারায়ণ জগদীশনের (Narayan Jagadeesan Breaks World Record) ৷ বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)-র গ্রুপ ম্যাচে অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে 277 রান করলেন তিনি তাও মাত্র 141 বলে (Highest Ever List A Score in 50 Over Match) ৷ সেই সঙ্গে তামিলনাড়ু প্রথম শ্রেণির একদিনের ক্রিকেটে মাত্র 2 উইকেট হারিয়ে সর্বোচ্চ 506 রান তুলল ৷ 507 রানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে মাত্র 71 রানে অলআউট হয়ে গিয়েছে অরুণাচলপ্রদেশ ৷ আরেক ওপেনার সাই সুদর্শন 102 বলে 154 রান করেছেন ৷ অরুণাচলপ্রদেশকে এদিন 435 রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপে 1 নম্বরে উঠে এসেছে তামিলনাড়ু ৷

এদিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেন অরুণাচলপ্রদেশের অধিনায়ক কামশা ইয়াংফো ৷ কিন্তু, চিন্নাস্বামীর ছোট মাঠে অরুণাচলপ্রদেশের বোলারদের রীতিমতো তছনছ করে দেন জগদীশন এবং সাই সুদর্শন ৷ দু’জনে মিলে প্রথম উইকেটে 416 রানের পার্টনারশিপ করেন ৷ যা প্রথম শ্রেণির একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ ৷ পাশাপাশি, সবচেয়ে কম বলে দ্রুত 200 রান করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সঙ্গে যৌথস্থানে রয়েছেন নারায়ণ জগদীশন ৷

বিজয় হাজারে ট্রফিতে ব্যক্তিগত সর্বাধিক 15টি ওভার বাউন্ডারি মারা রেকর্ডও গড়েছেন তামিলনাড়ুর ওপেনার ৷ এর আগে ভারতের প্রথম শ্রেণির একদিনের ক্রিকেটে দলগতভাবে সর্বাধিক রান করেছিল মুম্বই ৷ 2021 সালে পুদুচেরিতে জয়পুরের বিরুদ্ধে 457 রান করেছিল মুম্বই দল ৷ নারায়ণ জগদীশনের এই অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন দীনেশ কার্তিক ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘বিশ্ব রেকর্ডের বার্তা ৷ অসাধারণ ইনিংস খেলল জগদীশন ৷ এর থেকে বেশি খুশি ওর জন্য হতে পারতাম না ৷ বড় কিছু অপেক্ষা করে আছে ৷ আর সাই সুদর্শন কি দারুণ একটা টুর্নামেন্ট খেলছে ৷ এই ওপেনিং জুটি অসাধারণ ৷ খুব ভালো ৷’’

  • Also on another side note

    Does it make sense to have the north east teams play the elite teams in the league phase .
    It just topples the run rates of teams and imagine if a match against one of these teams gets rained off!

    Can’t they have a separate group and then qualify ?

    — DK (@DineshKarthik) November 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ব্যাটিংয়ে সূর্যোদয়, বল হাতে ভয়ংকর হুডা ! কিউয়ি'দের হেলায় হারাল ভারত

তবে, প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সারির দলের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের দলগুলিকে এক গ্রুপে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন দীনেশ কার্তিক ৷ তাঁর মতে, নর্থ-ইস্টের দলগুলি লিগ পর্যায়ে কেন এলিট গ্রুপে খেলছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, অপেক্ষাকৃত কম শক্তিশালী রাজ্যগুলিকে নিয়ে আলাদা গ্রুপ করা হোক ৷ তা না হলে, পরবর্তী রাউন্ডে কোনওদিন এই দলগুলির পক্ষে খেলা সম্ভব হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.