ETV Bharat / sports

Jhulan Returns to Kolkata: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে শহরে ফিরলেন ঝুলন

author img

By

Published : Sep 26, 2022, 12:20 PM IST

Updated : Sep 26, 2022, 1:07 PM IST

jhulan-goswami-returns-to-kolkata-on-monday-morning
jhulan-goswami-returns-to-kolkata-on-monday-morning

কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে সোমবার সকালে শহরে ফিরলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami Returns to Kolkata) ৷ সেই সঙ্গে জানালেন, আগামী কয়েকদিন পরিবারের সঙ্গে কাটাবেন, পুজো উপভোগ করবেন তিনি ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে এ বার ঘরে ফিরলেন বাংলার ঝুলন (Jhulan Goswami Returns to Kolkata) ৷ সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি ৷ জানালেন, সব স্পোর্টস পার্সনদের একটা সময় অবসর নিতে হয় ৷ আর কেরিয়ারের শেষটা ইতিবাচকভাবে শুরু করতে পেরে আনন্দিত বলে জানান ঝুলন ৷ তবে, 20 বছরের ক্রিকেট কেরিয়ারে তাঁর একটাই আক্ষেপ, বিশ্বকাপ হাতে নিতে পারলেন না তিনি ৷ তবে, এ দিন বিমানবন্দরের বাইরে সাক্ষাৎকারের মাঝে মেজাজ হারান ‘চাকদা এক্সপ্রেস’ ৷ তাঁর বক্তব্যের মাঝেই সাংবাদিকরা বারবার তাঁকে থামিয়ে দেওয়ায়, একটা সময় বিরক্ত প্রকাশ করে রীতিমত মেজাজ হারান তিনি ৷

এ দিন কলকাতায় ফিরে ঝুলনকে তাঁর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, আপাতত তিনি কিছু ভাবতে চান না ৷ আগামী কয়েকদিন সম্পূর্ণভাবে আরাম করবেন ঝুলন গোস্বামী ৷ কলকাতায় থেকে পুজো উপভোগ করবেন ৷ তবে, বাংলার ক্রিকেটে নতুন প্রতিভাদের তুলে আনতে তিনি আগামী দিনে কাজ করবেন বলে জানিয়েছেন ৷ আর ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের সঙ্গে আপাতত থাকবেন বলে জানিয়েছেন ঝুলন গোস্বামী ৷

শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে শহরে ফিরলেন ঝুলন

তবে, সবকিছুর মধ্যে এ দিন একটাই নেতিবাচক ঘটনা ঘটেছে ৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরে মেজাজ হারান ঝুলন ৷ একটা সময় বক্তব্য না রেখেই বেরিয়ে যাওয়ার কথা বলেন তিনি ৷ প্রসঙ্গত, ঝুলন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করছিলেন না ৷ যদিও বা তিনি কথা বলা শুরু করেন, বারবার তাঁকে থামিয়ে দেওয়া হয় ৷ আর তাতেই বিরক্ত হয়ে মেজাজ হারান ঝুলন ৷ একটা সময় বলেই ফেলেন, ‘‘হয়ে গেছে, এ বার তাহলে আমি আসি ৷ হোয়াট দিস ননসেন্স ৷’’ যদিও, পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঝুলন ৷

আরও পড়ুন: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

এ দিন ঝুলন গোস্বামীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, স্বয়ং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং অন্যান্য কর্তারা ৷ ফুলের মালা ও স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানানো হয় ৷ এ দিন ঝুলনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে অনেক খুদে উপস্থিত ছিলেন ৷ তারা বাংলার অনূর্ধ্ব-16 মহিলা দলের হয়ে খেলছে ৷ তাঁদের সঙ্গেও কথা বলেন ঝুলন ৷

আরও পড়ুন: 20 বছরের সফরসঙ্গীদের ধন্যবাদ জ্ঞাপন ঝুলনের, দিলেন অন্যরূপে ফেরার ইঙ্গিত

এদিন ঝুলনের সঙ্গেই কলকাতায় ফিরেছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma) ৷ শার্লট ডিনকে রান আউট করা নিয়ে হওয়া বিতর্ক প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয় ৷ যা নিয়ে দীপ্তির সাফ জবাব, তিনি নিয়মের মধ্যে থেকেই যা করার করেছেন ৷ আর শার্লট ডিনকে এর আগেও তিনি সতর্ক করেছিলেন ৷ তা আম্পায়ারকেও জানিয়ে ছিলেন ৷ কিন্তু, শার্লট বারবার তাঁর ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন ৷ ফলে ওই ওভারের চতুর্থ বলে ডিনকে রান আউট করেন দীপ্তি ৷

Last Updated :Sep 26, 2022, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.