ETV Bharat / sports

Jhulan Goswami: 20 বছরের সফরসঙ্গীদের ধন্যবাদ জ্ঞাপন ঝুলনের, দিলেন অন্যরূপে ফেরার ইঙ্গিত

author img

By

Published : Sep 25, 2022, 7:41 PM IST

Jhulan Goswami Express Her Gratitude for All Supports
Jhulan Goswami Express Her Gratitude for All Supports

সতীর্থ, সমর্থক, সমালোচক, কোচ, বন্ধ, সংবাদ মাধ্যম সবাইকে ধন্যবাদ জানিয়ে পেশাদার ক্রিকেট থেকে অবসরের অফিসিয়াল ঘোষণা ঝুলন গোস্বামীর (Jhulan Goswami Express Her Gratitude) ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন প্রায় 24 ঘণ্টা হতে চলেছে ৷ এবার সোশাল মিডিয়ায় অফিসিয়ালি নিজের অবসর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলেন ‘চাকদা এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী (Jhulan Goswami Express Her Gratitude) ৷ যেখানে ঝুলন উল্লেখ করছেন, এমন একটা সফর তিনি শেষ করলেন, যা তাঁর জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ৷ আর সেই সফরকে 'সবচেয়ে সুখের সফর' বলে উল্লেখ করেছেন ঝুলন গোস্বামী ৷ তবে, পেশাদার ক্রিকেটার হিসাবে অবসর নিলেও, তিনি বেশিদিন মাঠের বাইরে থাকবেন না, সে কথাও জানিয়েছেন ‘চাকদা এক্সপ্রেস’ ৷

এদিন প্রকাশিত বিজ্ঞপ্তটিতে তাঁর ক্রিকেট পরিবার এবং তাঁর অনুরাগীদের উল্লেখ করেছেন ঝুলন ৷ যেখানে তিনি শুরুটা করেছেন এইভাবে, ‘‘আমার ক্রিকেট পরিবার এবং তাঁর থেকেও বেশি যাঁরা, তো অবশেষে সেই দিনটা এসে গেল ! প্রতিটা সফরের যেমন একটা শেষ আছে ৷ ঠিক তেমনই আমার দীর্ঘ 20 বছরের ক্রিকেট সফর শেষ হল আজ ৷ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম ৷’’

এ দিন ঝুলন তাঁর ধন্যবাদ জ্ঞাপন চিঠিতে আর্নেস্ট হ্যামিংওয়ের মন্তব্য তুলে ধরে বলেন, ‘‘আর্নেস্ট হ্যামিংওয়ে বলেছিলেন, ‘পরবর্তী সফর শুরু করার আগে, একটা সফর শেষ হওয়া খুব জরুরি ৷ কিন্তু, এটা সেই সফর, শেষে গিয়ে যার গুরুত্ব সবচেয়ে বেশি থাকে’ ৷ আমার জন্য এই সফর সবচেয়ে সন্তোষজনক ৷ এটা খুবই উত্তেজক ছিল ৷ বলতে গেলে একপ্রকার রোমাঞ্চ ছিল এই সফরে ৷ আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি ৷ আমি ভারতের জার্সি গায়ে প্রায় দু’দশক আমার দেশের হয়ে খেলে গিয়েছি এবং আমার সেরাটা দেওয়া চেষ্টা করেছি ৷ যখনই আমি প্রতি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত শুনতাম, সেখানে সবসময় একটা গর্বের অনুভূতি কাজ করত ৷’’

ঝুলনের ধন্যবাদ জ্ঞাপনে, উঠে এসেছে সতীর্থ খেলোয়াড়, প্রতিপক্ষ, খেলার মাঝে তৈরি হওয়া বন্ধু, সাংবাদিক, ম্যাচের আয়োজক এবং বোর্ড প্রশাসকদের প্রসঙ্গ ৷ আর এরা সকলে তাঁর জীবনে বছরের পর বছর ধরে উপহারের মতো এসেছেন বলে জানান ঝুলন ৷ চাকদা এক্সপ্রেস চিঠিতে লিখেছেন, ‘‘ক্রিকেটার হিসাবে আমি সবসময় সৎ থাকার চেষ্টা করেছি ৷ আশা করি ভারতীয় মহিলা ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের অগ্রগতিতে আমি অবদান রাখতে পেরেছি ৷ আশা করি পরবর্তী প্রজন্মের মেয়েদের আমি এই সুন্দর খেলার সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করতে পেরেছি ৷’’

আরও পড়ুন: ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের

ঝুলন তাঁর ধন্যবাদ জ্ঞাপনে জানিয়েছেন, ‘‘1997 সালে ইডেন গার্ডেন্সে মহিলা বিশ্বকাপের ফাইনাল দেখার পর থেকে আমার স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার ৷ আর আমার উপর আস্থা রেখে সেই স্বপ্নপূরণে সহযোগিতা করার জন্য বিসিসিআই, সিএবি, উইমেনস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ৷’’ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, কোচ, প্রশিক্ষক, ফিজিও এবং গ্রাউন্ড স্টাফদেরও ঝুলন ধন্যবাদ জানিয়েছেন তাঁর এই দীর্ঘ সফরের সঙ্গী হওয়ার জন্য ৷ আর তিনি যে সকল অধিনায়কদের অধীনে খেলেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ঝুলন গোস্বামী ৷

সবশেষে নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ঝুলন ৷ ধন্যবাদ এই কারণে, যে তাঁর খারাপ-ভালো সব সময়ে পাশে থাকার জন্য ৷ পাশাপাশি বন্ধু, তাঁর সবচেয়ে বড় সমালোচক থেকে শুরু করে সমর্থক, সকলকে ধন্যবাদ জানিয়েছেন চাকদা এক্সপ্রেস ৷ উঠে এসেছে তাঁর ছোটবেলার কোচের প্রসঙ্গও ৷ যিনি তাঁর এই দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের স্বপ্নকে বড় করেছেন এবং একটি সঠিক দিশা দেখিয়েছেন ৷

আরও পড়ুন: ঝুলনের শেষ ম্যাচে আবেগপ্রবণ সতীর্থরা, চোখে জল হরমনপ্রীতের

শেষে ঝুলন ধন্যবাদ জ্ঞাপন চিঠিতে উল্লেখ করেছেন, তিনি গত 20 বছর আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে দলের সকলের সঙ্গে প্রতিটা মুহূর্তে উপভোগ করেছেন ৷ তা মাঠের ভিতরে হোক বা বাইরে ৷ আর ‘চাকদা এক্সপ্রেসে’র সঙ্গে ক্রিকেটের রোমান্সটা যে এখানেই শেষ নয়, সেই বার্তাও দিলেন ঝুলন গোস্বামী ৷ তিনি লিখেছেন, ‘‘আমি সবসময় ক্রিকেটকে ভালোবেসে যাব এবং একজন পেশাদার ক্রিকেটার হিসাবে অবসর নিলেও, খুব বেশিদিন আমি তোমার (ক্রিকেট) থেকে দূরে থাকতে পারব না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.