ETV Bharat / sports

Deepti Sharma Mankading: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

author img

By

Published : Sep 25, 2022, 11:24 AM IST

Updated : Sep 25, 2022, 12:09 PM IST

Deepti Sharma Mankading Controversy in India Women vs England Women 3rd ODI
Deepti Sharma Mankading Controversy in India Women vs England Women 3rd ODI

ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচে তাঁকে জয় উপহার দিয়েছেন হরমনপ্রীত-দীপ্তি শর্মারা (India Women vs England Women 3rd ODI) ৷ কিন্তু, ইংল্যান্ড মহিলা দলের শেষ উইকেটের পতন নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ লোয়ার অর্ডার ব্যাটার শার্লট ডিনকে বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউট করায় দীপ্তি শর্মার (Deepti Sharma Mankading) সমালোচনা শুরু হয়েছে ৷ তবে, বৈধ রান আউটেও কেন সমস্যা ইংল্যান্ডের, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: কথায় বলে ভালোবাসা ও যুদ্ধে সবকিছুই বৈধ ৷ আর খাতায় কলমে কোনও বিষয়কে নথিভুক্ত করা হলে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা বেশ কঠিন ৷ আর সেই বৈধতার সুযোগ নিয়েই ইংল্যান্ড মহিলা দলের লোয়ার অর্ডার ব্যাটার শার্লট ডিনকে (Charlotte Dean) বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউট (Deepti Sharma Mankading) করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অফস্পিনার দীপ্তি শর্মা ৷ যে পদ্ধতিতে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে আউট করা এখন আইসিসি’র নিয়ম অনুযায়ী বৈধ ৷ কিন্তু, বৈধতা সত্ত্বেও শনিবার রাতে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে (India Women vs England Women 3rd ODI) দীপ্তি শর্মার করা বিনু মানকড়িয় পদ্ধিতে আউট নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ বিশেষত, সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞরা ৷

এখানেই প্রশ্ন উঠছে, কেন এত আপত্তি ? যেখানে এমসিসি’র টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী, আইসিসি গত 20 সেপ্টেম্বর থেকে বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউটকে বৈধ ঘোষণা করেছে ৷ সেখানে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট এবং সেদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ক্রিকেটের স্পিরিট প্রসঙ্গ কেন আনছেন ? আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন একাধিকবার বিনু মানকড়িয় পদ্ধতিতে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে আউট করেছেন ৷ সেই সময় এই রান আউট আইসিসি’র রুল বুকে বৈধ বা অবৈধ বলে উল্লেখ করা ছিল না ৷ সেই সময় ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তোলা হত ৷

কিন্তু, শনিবার রাতে লর্ডসের মাঠে হওয়া বিনু মানকড়িয় রান আউটের (Mankading) পরেও ফের ক্রিকেটীয় স্পিরিটের কথা তুলতে শুরু করেছে একাংশ ৷ কিন্তু, সম্পূর্ণ বিষয়টি আইসিসি অনুমোদিত এবং গত 20 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়ে গিয়েছে ৷ সেখানে একজন খেলোয়াড় হিসাবে নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটি অংশ ৷ বিশেষ করে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব তাঁদের দলের খেলোয়াড়দের নতুন নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল করা ৷

আরও পড়ুন: বিদায়ী ম্যাচেও উজ্জ্বল ঝুলন, ইংরেজদের চুনকাম করল 'উইমেন ইন ব্লু'

এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পক্ষে-বিপক্ষে মতামতের ঝড় উঠেছে ৷ মূলত, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা এর বিরোধিতা করেছেন ৷ তাঁদের যুক্তি, দীপ্তি শর্মা ইচ্ছাকৃতভাবে বল করার আগে দাঁড়িয়ে গিয়েছিলেন, যা নিয়ে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটার শার্লট ডিন ওয়াকিবহাল ছিলেন না ৷ কিন্তু, আইসিসি’র নিয়ম বলছে, বোলার যতক্ষণ না তাঁর হাত থেকে বল রিলিজ করছেন, ততক্ষণ নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটার ক্রিজ ছেড়ে বেরতে পারবেন না ৷ কিন্তু, ম্যাচের ভিডিয়োতে দেখা যাচ্ছে, শার্লট ডিন দীপ্তির বোলিং অ্যাকশন শেষের আগেই ক্রিজ ছেড়ে দিয়েছিলেন ৷

আরও পড়ুন: ঝুলনের শেষ ম্যাচে আবেগপ্রবণ সতীর্থরা, চোখে জল হরমনপ্রীতের

এনিয়ে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে প্রশ্ন করা হলে, তিনি দীপ্তি শর্মার পাশে দাঁড়িয়েছেন ৷ হরমনপ্রীতের স্পষ্ট জবাব, ‘‘আউট নিয়ে প্রশ্ন না তুলে বরং এটা বলা দরকার, শার্লট ডিন প্রথম ব্যাটার, যিনি এই পদ্ধতি বৈধ হওয়ার পর আউট হলেন ৷ আর এটা নতুন কিছু করিনি আমরা ৷ আইসিসি’র নিয়ম মেনেই আউট করা হয়েছে ৷ এখানে একজন ক্রিকেটারের উচিত আরও সচেতন হওয়া ৷ আমি অবশ্যই আমার খেলোয়াড়ের সঙ্গে থাকব ৷’’

এ দিন বীরেন্দ্র সেওয়াগ বিষয়টি নিয়ে ইংল্যান্ড দল এবং সেখানকার বিশেষজ্ঞদের একহাত নিয়েছেন ৷ আইসিসি’র রুল বুকে যুক্ত হওয়া বিনু মানকড়িয় পদ্ধতির রান আউটের ধারা এবং তাঁর বিশ্লেষণ তুলে ধরনে বীরু ৷ সেই সঙ্গে তাঁর সরাসরি আক্রমণ, ‘‘খেলাটিকে আবিস্কার করেছে ৷ কিন্তু, তৈরি করা নিয়ম ভুলে গিয়েছে ৷’’

আরও পড়ুন: স্বর্গোদ্যানে ঝুলনের নামে স্ট্যান্ড, 'চাকদা এক্সপ্রেস'কে বিশেষ সংবর্ধনা দেবে সিএবি

তবে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইংল্যান্ড দল এবং তাঁদের সমর্থকদের এত আপত্তি কারণ কী ? শুধুই কি ক্রিকেটীয় স্পিরিট, নাকি এর পিছনে রয়েছে ব্রিটিশ দম্ভে আঘাত লাগার বেদনা ৷ কোনও ব্রিটিশ ক্রিকেটার আইসিসি’র নতুন নিয়মের সুযোগ নিয়ে ভারতীয় কোনও ব্যাটারকে আউট করলে, তাঁরা কি ক্রিকেটীয় স্পিরিটের দোহাই দিতেন ? না কি হাজির করতেন অন্য কোনও যুক্তি ।

Last Updated :Sep 25, 2022, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.