Jhulan Goswami: প্রিয় লর্ডসে শেষবার ছুটবে ‘চাকদা এক্সপ্রেস’

author img

By

Published : Sep 23, 2022, 8:09 PM IST

jhulan-goswami-farewell-match-at-lords

লর্ডসের মাঠে আগামিকাল অর্থাৎ, 24 সেপ্টেম্বর ভারতীয় মহিলা ক্রিকেটের একটি যুগের অবসান হতে চলেছে (Jhulan Goswami Farewell Match at Lords) ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন ঝুলন গোস্বামী ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: শনিবার 24 সেপ্টেম্বর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন ঝুলন গোস্বামী ৷ লর্ডসের মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে শেষ ম্যাচে তাই নিজেকে শেষবারের মতো ক্রিকেট মাঠে উজাড় করে দিতে চাইবেন 'চাকদা এক্সপ্রেস' (Jhulan Goswami Farewell Match at Lords) ৷ ভারত সিরিজে 2-0 এগিয়ে থাকলেও, ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তির শেষ ম্যাচ জেতার জন্যই নামবেন হরমনপ্রীত, স্মৃতি এবং দীপ্তিরা ৷ তাঁদের একটাই চেষ্টা থাকবে, প্রিয় ‘ঝুলন দি’র এই দীর্ঘ ক্রিকেট কেরিয়ার যেন জয়ের সুখ-স্মৃতি নিয়ে শেষ হয় ৷

ভারতীয় মহিলা ক্রিকেটে ঝুলন গোস্বামী একটি অধ্যায়ের নাম ৷ যার অবসর নিয়ে বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন ৷ জানিয়েছিলেন, তাঁর মেয়ে ক্রিকেটার হলে, ঝুলনের মতো হওয়ার পরামর্শ দিতেন ৷ বিসিসিআই সভাপতি খোদ তাঁকে ‘কিংবদন্তি’র আসনে বসিয়েছেন ৷ আর কেন বসাবেন না, মহিলা ক্রিকেটে আন্তর্জাতিক এবং ঘরোয়া সবক্ষেত্রে সর্বাধিক উইকেট শিকারির নাম ঝুলন গোস্বামী ৷ এমনকি তাঁর এবং ঝুলনের মধ্যে হওয়া অনেক পুরনো কথাও স্মৃতিচারণ করেন বিসিসিআই সভাপতি ৷

প্রাক্তন মহিলা ক্রিকেটার মিঠু মুখোপাধ্যায় ঝুলনকে নিয়ে বলেন, “ঝুলন একটা আলদা মানসিকতায় গড়া চরিত্র। পরিস্থিতি যত কঠিন হয় ততই ওর চোয়াল শক্ত হয়। আমরা মেয়েদের ক্রিকেটকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলাম। সেই স্বপ্নকে রাজপথে নিয়ে গিয়েছে ঝুলন। কী সব অসাধারণ পারফরম্যান্স ওর। এত বড় ক্রিকেটার হয়েও মাটির কাছাকাছি। জুনিয়রদের সাহায্য করতে সদা প্রস্তুত। অবসর নিতেই হয়। কিন্তু ওর সাফল্য নতুনদের উদ্বুদ্ধ করবে ৷’’

একই সুর আরেক প্রাক্তন প্রিয়াঙ্কা রায়ের গলায় ৷ তিনি বলেন, “একই ড্রেসিংরুমে থাকার অভিজ্ঞতায় বলতে পারি, এমন টিমমেট পাওয়া ভাগ্যের ৷ ওর লড়াকু মানসিকতা, চোখে চোখ রেখে লড়াই আমাদের চাগিয়ে দিত ৷ শেষবিন্দু পর্যন্ত লড়াই করে ঝুলন ৷ ওর অবসর বাংলার মেয়েদের ক্রিকেট তো বটেই, ভারতীয় মেয়েদের ক্রিকেটে বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ৷’’

আরও পড়ুন: 'সানা ক্রিকেটার হলে ঝুলনের মতো হওয়ার পরামর্শ দিতাম', চাকদা এক্সপ্রেসের প্রশংসায় মহারাজ

আর্ন্তজাতিক ক্রিকেটে 352টি উইকেটের মালিক বাংলার কিংবদন্তি মহিলা ক্রিকেটার সব অর্থেই শুধু খেলোয়াড় নন, লড়াইয়ের প্রতীক ৷ এক সময় বিশ্বের এক নম্বর হিসেবে উঠে আসা ঝুলন, গত বিশ্বকাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড ঝুলন গোস্বামীকে বিদায়ী সংবর্ধনা দিতে চায় ৷ সেই কারণেই 38 বছরের ঝুলনের 24 সেপ্টেম্বর লর্ডসে বিদায়ী ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়েছে ৷ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 'পদ্ম' সম্মানে ভূষিত তিনি ৷

2002 সালের 14 জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেষ্ট খেলতে নেমেছিলেন ঝুলন গোস্বামী ৷ তার পর কেরিয়ারে 12টি টেস্টে 44 উইকেট তাঁর ঝুলিতে ৷ ডানহাতি পেসার 201টি একদিনের ম্যাচে 252টি উইকেট পেয়েছেন ৷ 68টি টি20 ম্যাচে 56 উইকেট ৷ সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 352টি শিকারের পর থামছে 'চাকদা এক্সপ্রেস' (Chakda Express) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.