Rohit Sharma: প্রথম ম্যাচেই মাইলস্টোনের সামনে 'হিটম্যান'

author img

By

Published : Sep 19, 2021, 3:37 PM IST

Rohit Sharma

রবিবার দুবাইয়ে শুরু হচ্চে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ মরু শহরে প্রথম ম্যাচেই রো-হিট দেখার প্রত্যাশায় ফ্যানেরা ৷ প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-20 ক্রিকেটে মাইলস্টোনের সামনে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন ৷

দুবাই, 19 সেপ্টেম্বর: রোহিত-ধোনি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ আর প্রথম ম্যাচেই মাইলস্টোনের সামনে হিটম্যান ৷ মাত্র তিনটি ছক্কা হাঁকাতে পারলেই ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে 400 ছক্কার মাইলস্টোনে পৌঁছবেন রোহিত শর্মা ৷ এর জন্য দরকার আর মাত্র তিনটি ছক্কা ৷ এখনও পর্যন্ত রোহিতের ঝুলিতে রয়েছে 397টি ছয় ৷

আইপিএলে আগেই একাধিক রেকর্ড গড়েছেন হিটম্যান ৷ ক্যাপ্টেন হিসেবে পাঁচবার ট্রফি জিতে ইতিমধ্যেই বিরল নজির গড়েছেন রোহিত শর্মা ৷ গতবারও তাঁর নেতৃত্ব চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ এবার শুরুটা ভালে না-হলেও প্রথম লেগ শেষে চার নম্বরে রয়েছে রোহিত অ্যান্ড কোং ৷ ফের ইতিহাস গড়ার লক্ষ্যে রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিতের মুম্বই ইন্ডিায়ন্সের সামনে ধোনির চেন্নাই সুপার কিংস ৷ অর্থাৎ প্রথম ম্যাচেই মুখোমুখি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই ৷

টেস্ট সেভাবে দাগ কাটতে না-পারলেও সীমিত ওভারের ক্রিকেটে রোহিত হলেন বিশ্বের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান ৷ ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী হলেন রোহিত ৷ এই ফরম্যাটে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে চার-চারটি ডাবল সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতেই ৷ এবার টি-20 ক্রিকেটে আরও এক মাইলস্টোনের সামনে হিটম্যান ৷

আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের ছয় ছক্কার 14 বছর পূর্তি

ভারতের মাত্র চার ব্যাটসম্যান টি-20 ফরম্যাটে 300 বেশি ছক্কা হাঁকিয়েছেন ৷ যার একজন হলেন রোহিত ৷ তবে প্রথম চারশো ছক্কা গণ্ডি টপকানো হাতছানি হিটম্যানের সামনে ৷ রোহিতের পরে রয়েছেন সুরেশ রায়না, বিরাট কোহলি এবং ধোনি ৷ 324টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন রায়না ৷ কোহলির দখলে রয়েছে 315টি ছয় ৷ আর 303টি ছক্কা মেরে চার নম্বরে রয়েছেন ধোনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.