ETV Bharat / sports

IPL 2023: ধোনির হাটুর চোট নিয়ে একাধিক প্রশ্ন, আইপিএল-এর প্রথম ম্যাচে তারুণ্য বনাম অভিজ্ঞতার দ্বৈরথ

author img

By

Published : Mar 31, 2023, 11:28 AM IST

আইপিএল শুরু হচ্ছে আজ থেকে ৷ প্রমম ম্যাচের আগে বড়সড় প্রশ্ন আমেদাবাদের আকাশে ৷ প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে টস করতে কে নামবেন ? কারণ, ধোনির বাঁ-হাঁটুতে বাঁধা নি-ব্রেস রাতের ঘুম উড়িয়েছে চেন্নাই তথা ধোনি ভক্তদের ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

আমেদাবাদ, 31 মার্চ: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল সিজন 16 এর প্রথম ম্যাচ আজ ৷ সিজন ওপেনারে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটন্স এবং চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু সূত্রের খবর অনুযায়ী, আজকের ম্যাচে নাও খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি ৷ কারণ, তাঁর বাঁ-পায়ের হাঁটুর চোট ৷ এমনকী ম্যাচের আগের দিন ট্রেনিং সেশনে সেভাবে ভারী অনুশীলন করতেও দেখা যায়নি চেন্নাইয়ের ‘থালা’ (বড় ভাই)-কে ৷ তবে, সিএসকে-এর সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, তিনি এমন কোনও খবর পাননি ৷ তাঁর মতে, তিনি যতদূর জানেন সিএসকে অধিনায়ক প্রথম ম্যাচে খেলবেন ৷

উল্লেখ্য, গতবছর পয়েন্টস টেবিলে 9 নম্বরে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস ৷ আইপিএল -এর ইতিহাসে প্রথমবার এই ধরনের কোনও ঘটনা ঘটেছিল ৷ তাই এবছর কোনও সুযোগ প্রতিপক্ষকে দিতে চাইছে না চেন্নাই ৷ বিশেষত, যখন প্রথম ম্যাচের প্রতিপক্ষ গুজরাত টাইটন্স ৷ গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আজকের ম্যাচ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে সিএসকে-র জন্য ৷ চেন্নাইয়ের হয়ে গতবার আইপিএল অভিষেক করা মুকেশ চৌধুরি চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ৷ বাঁ-হাতি এই পেসার গতবছর বেশ প্রভাবিত করেছিলেন তাঁর বোলিংয়ে ৷ তবে, চেন্নাই শিবির এবছর শুরু থেকেই বিদেশি ক্রিকেটারদের পাচ্ছে ৷ যাঁদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ৷ যাকে 16.25 কোটি টাকায় কিনেছে সিএসকে ৷ রয়েছেন ডেভন কনওয়েও ৷ নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি ওপেনার দারুণ ফর্মে ৷ পাশাপাশি, ঋতুরাজ গায়কোয়াড় সম্প্রতি শেষ হওয়া ঘরোয়া টুর্নামেন্টে রান করেছেন ৷ তবে, একমাত্র অম্বাতি রায়ডুর ব্যাটিং নিয়ে শংসয় থাকবে ৷ কারণ, তিনি রানের মধ্যে আছেন কিনা, তা বোঝা যাবে ম্যাচে নামলে ৷ মিডল অর্ডারে মঈন আলি এবং শিবম দুবে রয়েছেন ৷ আর টিম সিইও-র কথা মতো ধোনি খেললে তিনি 7 বা 8 নম্বরে নামবেন ৷ বলহাতে চেন্নাইয়ের বড় ভরসা হতে চলেছেন দীপক চহার, শ্রীলঙ্কার মহেশ তিকশনা, রবীন্দ্র জাদেজা, মইন আলি এবং অবশ্যই বেন স্টোকস ৷

তবে, উলটো দিকের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স ৷ যাদের বোলিংয়ে অন্যতম হাতিয়ার ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ সেই তালিকায় রয়েছেন খোদ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ৷ আলজারি জোসেফ বিদেশি ক্রিকেটারদের মধ্যে একজন হতে পারেন ৷ যশ দয়াল, শিবম মাভি বোলিংয়ের ভার সামলাবেন ৷ রয়েছেন রাশিদ খান ৷ ব্যাটিংয়েও যথেষ্ট শক্তিশালী গতবারের চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন: আজ থেকে শুরু আইপিএল 16, সঙ্গে জাঁকজমকে ভরা থাকবে উদ্বোধনী সন্ধ্যা

গুজরাতের ওপেনিংয়ের দায়িত্ব থাকবেন শুভমন গিল ৷ এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ৷ তবে, গিলের আরেক সঙ্গী কে হবেন ? এটাই বড় প্রশ্ন ৷ অধিনায়ক হার্দিক এবং কোচ নেহেরার কাছে বিকল্প প্রচুর আছে ৷ ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড এবং কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারদের নিয়ে ভাবনা চিন্তা চলছে ৷ এই তিনজনের মধ্যে যে কেউ হতে পারে ৷ বিশেষত, গতবার টুর্নামেন্টের দ্বিতীয় লেগে ঋদ্ধি ওপেনার হিসেবে সফল হয়েছিলেন ৷ মিডল অর্ডারে চেন্নাইয়ের বড় ভরসা ভেডিভ মিলার ৷ অধিনায়ক নিজে গতবার 4 নম্বরে খেলেছিলেন ৷ লোয়ার অর্ডারে রাহুত তেওয়াতিয়া এবং রাশিদের আগ্রাসী ব্যাটিং গুজরাতের বড় পাওনা ৷ সব মিলিয়ে আজকের ম্যাচে গুজরাতের শক্তি বনাম চেন্নাইয়ের অভিজ্ঞতার দ্বৈরথ জমে উঠবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.