ETV Bharat / sports

IPL 2023: শামি-ঋদ্ধি যুগলবন্দি, দুই বঙ্গতনয়ের দাপটে মোতেরায় 'সৌরভ'হীন দিল্লি

author img

By

Published : May 2, 2023, 8:49 PM IST

Updated : May 2, 2023, 9:38 PM IST

Etv Bharat
Etv Bharat

ঘরের মাঠে দুরন্ত শামি । বঙ্গের পেস ব্যাটারের দাপটে মোতেরায় বিধ্বস্ত দিল্লি ক্যাপিটালস । 130 রানে থামল ওয়ার্নারদের ইনিংস ।

মোতেরা, 2 মে: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুরন্ত মহম্মদ শামি । সতীর্থকে যোগ্য সম্মান দিয়ে দস্তানার দাপট দেখালেন ঋদ্ধিমান সাহা । দুই বঙ্গতনয়ের যুগলবন্দিতে নড়ে গেল দিল্লির ব্যাটিং লাইন-আপ । ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে ফিরিয়ে আভাসটা দিয়েছিলেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার । বাকি সময়টা ঋদ্ধি-শামির বোঝাপড়া দেখল মোতেরার দর্শকরা । নির্ধারিত 20 ওভারে শেষ পর্যন্ত 130 রানে থামল দিল্লি ক্যাপিটালসের ইনিংস ।

ফিল সল্টের পথ ধরেই পরপর ডাগ-আউটে ফিরলেন ডেভিড ওয়ার্নার, রিলি রসৌরা । ওয়ার্নারের সংগ্রহ 2 বলে 2, রসৌ ফেরেন 6 বলে 8 করে । মাত্র 23 রানে 5 ব্যাটারকে হারায় দিল্লি । রসৌর পর ঋদ্ধি-শামি যুগলবন্দিতে ক্রিজ ছাড়েন প্রিয়ম গর্গ, মণীশ পান্ডে । আমান হাকিম খানের 44 বলে 51 রানের ইনিংস না-এলে এদিন দু'অঙ্কের রানেই থেমে যেত দিল্লি ক্যাপিটালসের ইনিংস ।

ষষ্ঠ উইকেটে 54 বলে 50 রানের পার্টনারশিপ গড়েন অক্ষর পটেল ও আমান হাকিম খান । ব্যক্তিগত 27 রানের মাথায় অক্ষর ক্রিজ ছাড়লে নামেন রিপাল প্যাটেল । আমান হাকিমের সঙ্গে জুটি বেঁধে তিনি গড়েন 27 বলে 53 রানের ইনিংস । 11 বলে 22 রান করেন রিপাল, আমানের ব্যাটে আসে 44 বলে 51 রান । মুম্বইকর এদিন ঘুরে না-দাঁড়ালে আরও সম্মানহানী হত সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের দলের ।

আরও পড়ুন: ডেভিডের ছক্কায় সাজঘরে উচ্ছ্বসিত সচিন, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

চলতি আইপিএলে তথৈবচ দশা দিল্লির । 8টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচেই হেরেছে 'ওয়ার্নার অ্যান্ড কোং' । কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদকে পরপর দু'ম্যাচে হারানোর পর ফের হারের ট্র্যাকে ফিরেছে রাজধানীর দল । 2003 বিশ্বকাপ ফাইনালের দুই অধিনায়কের দাওয়াইও বাঁচাতে পারছে না দিল্লিকে ।

আরও পড়ুন: ম্যাচের পর উত্তপ্ত বাক্য বিনিময়, 'বিরাট' শাস্তি কোহলি-গম্ভীরের; বাদ গেলেন না নবীনও

Last Updated :May 2, 2023, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.