ETV Bharat / sports

IPL 2023: ডেভিডের ছক্কায় সাজঘরে উচ্ছ্বসিত সচিন, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : May 1, 2023, 6:11 PM IST

শেষ তিন বলে টিম ডেভিডের ছক্কায় উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর ৷ আর সচিনের সেই উচ্ছ্বাস সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ যা নিয়ে সচিন অনুরাগীরা একাধিক কমেন্টও করেছেন ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

মুম্বই, 1 মে: রবিবার রাতে জেসন হোল্ডারের শেষ ওভারে পরপর তিনটি ছয় মেরে মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিতিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড ৷ তাঁর এই পারফরম্যান্সে মুগ্ধ সচিন তেন্ডুলকর ৷ বিশেষত, জেসন হোল্ডারের দ্বিতীয় বলে মারা 84 মিটারের ছক্কায় সচিনের প্রতিক্রিয়া এখন সোশাল মিডিয়ায় চর্চার বিষয় ৷ ক্যারিবিয়ান পেসারের ফুলটস বল মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে পাঠান ডেভিড ৷ যে শটের পর দু’হাত শূন্যে ছুড়ে সেলিব্রেট করেন সচিন ৷ যা নিয়ে জোর চর্চা সোশাল মিডিয়ায় ৷

রাজস্থানের বিরুদ্ধে গতকালের ম্যাচে শেষ ওভারে 17 রান দরকার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের ৷ ক্রিজে ছিলেন তিলক বর্মা (29 রানে অপরাজিত) এবং টিম ডেভিড (45 রানে অপরাজিত) ৷ জেসন হোল্ডারের অন্তিম ওভারের প্রথম বলে স্ট্রেট ওভার বাউন্ডারি মারেন সিঙ্গাপুরজাত অজি ক্রিকেটার ৷ দ্বিতীয় বলেও ইয়র্কার মিস করেন হোল্ডার ৷ পরিণতিও হয় একই ৷ ফুলটস বলকে সোজা মিড উইকেট বাউন্ডারির উপর দিয়ে গ্যালারিতে ফেলেন ডেভিড ৷ এরপর ড্রেসিংরুমে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সচিন তেন্ডুলকর ৷

চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠেন মাস্টার ৷ দু’হাত শূন্যে তুলে সেলিব্রেট করতে দেখা যায় তাঁকে ৷ তৃতীয় বলেও ইয়র্কার মিস করেন হোল্ডার ৷ আর সেই বলেও ডিপ স্কোয়ার-লেগ দিয়ে ছয় মারেন টিম ডেভিড ৷ মুম্বইকে ম্যাচ জিতিয়ে মাঠেই উৎসব করেন টিম ডেভিড এবং তিলক বর্মা ৷ ম্যাচ শেষে সচিন মাঠে নেমেও টিম ডেভিডকে জড়িয়ে ধরেন ৷ তাঁর পিঠ চাপড়ে দিতে দেখা যায় সচিনকে ৷ রাজস্থান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল পাওয়ার প্লে-তে বিধ্বংসী ব্যাটিংয়ে 65 রান তোলেন বিনা উইকেটে ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটেও যশস্বী লম্বা রেসের ঘোড়া; মত সাঙ্গাকারার

ম্যাচে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 212 রান তোলে রাজস্থান রয়্যালস ৷ যশস্বী জয়সওয়াল 62 বলে 124 রান করেন ৷ জবাবে 3 বল বাকি থাকতে 214 রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ সূর্যকুমার যাদব 29 বলে 55 রান করেন ৷ স্কাই আউট হতে টিম ডেভিড নামেন ৷ তিনি 14 বলে 45 রানে অপরাজিত থেকে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.