ETV Bharat / sports

IPL 2023: স্বল্প পুঁজি নিয়েও জয়, শীর্ষে থাকা গুজরাতকে হারাল 'লাস্ট বয়' দিল্লি

author img

By

Published : May 3, 2023, 12:08 AM IST

IPL 2023
গুজরাতকে হারাল দিল্লি

প্রথমে ব্যাট করে মাত্র 130 রান তুলে ম্যাচ জিতল দিল্লি । ডেরায় গিয়ে গতবারের চ্যাম্পিয়নদের 5 রানে হারাল ওয়ার্নার অ্যান্ড কোম্পানি । সৌজন্যে খলিল-ইশান্ত-কুলদীপদের পরিকল্পিত বোলিং ।

আমেদাবাদ, 2 মে: জলে গেল মহম্মদ শামির স্বপ্নের স্পেল সঙ্গে হার্দিক পান্ডিয়ার অধিনায়কোচিত অর্ধশতরানও । স্বল্প রানের পুঁজি নিয়েও শীর্ষে থাকা গুজরাত টাইটান্সকে হারিয়ে প্লে-অফের দৌড়ে ভেসে রইল 'লাস্ট বয়' দিল্লি ক্যাপিটালস । সোমবার 126 রান ডিফেন্ড করে লখনউয়ের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল ব্যাঙ্গালোর । সেই ম্যাচেরই অ্যাকশন রিপ্লে ঘটিয়ে মঙ্গলবার মাত্র 130 রান তুলে জিতল দিল্লি । ডেরায় গিয়ে গতবারের চ্যাম্পিয়নদের 5 রানে হারাল ওয়ার্নার অ্যান্ড কোম্পানি । সৌজন্যে খলিল আহমেদ, ইশান্ত শর্মা, কুলদীপ যাদবদের পরিকল্পিত বোলিং ।

যদিও মোতেরায় এদিন টস জিতে ওয়ার্নারের প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে প্রতিপদে ভুল প্রমাণ করেন গুজরাত বোলাররা । দুরন্ত মহম্মদ শামি । টপ অর্ডারের চূড়ান্ত ব্যর্থতায় 23 রানে 5 উইকেট হারানো দিল্লি যে একশো তুলতে পারে, ভাবেননি অতি বড় সমর্থকও । ব্যাট হাতে ওয়ার্নারের দলের এদিন মুশকিল আসান এক নাইট প্রাক্তনী । আমন হাকিম খানের 44 বলে 51 রান (3টি চার, 3টি ছয়) দলকে এদিন 130 রানে পৌঁছতে সাহায্য করে । শেষদিকে 13 বলে 23 রানের মূল্যবান ক্যামিও আসে রিপল প্যাটেলের ব্যাটে । অক্ষর করেন 27 রান । গুজরাতের হয়ে বল হাতে দুরন্ত শামি । মাত্র 11 রান দিয়ে বঙ্গ পেসার তুলে নেন 4 উইকেট ।

আরও পড়ুন: শামি-ঋদ্ধি যুগলবন্দি, দুই বঙ্গতনয়ের দাপটে মোতেরায় 'সৌরভ'হীন দিল্লি

পালটা দেন দিল্লি বোলাররাও । 32 রানে 4 উইকেট হারিয়ে বসে গুজরাত । কিন্তু পঞ্চম উইকেটে অভিনব মনোহরকে নিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার 62 রানের জুটি আশার আলো দেখায় । তবে শেষরক্ষা হয়নি । পান্ডিয়া 53 বলে 59 রানে অপরাজিত থাকলেও জয় আসেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের । দিল্লি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং 20 ওভারে 125 রানে বেঁধে রাখে গুজরাতকে । 4 ওভারে মাত্র 15 রান খরচ করে এক উইকেট নেন কুলদীপ । 2টি করে উইকেট খলিল, ইশান্তের ঝুলিতে । ম্যাচ জিতেও লিগ টেবিলে শেষেই রইল দিল্লি (6 পয়েন্ট) । অন্যদিকে হেরেও 12 পয়েন্ট নিয়ে শীর্ষ গুজরাত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.