ETV Bharat / sports

IPL 2023: শেষ ম্যাচে দিল্লিকে উড়িয়ে প্লে-অফে চেন্নাই

author img

By

Published : May 20, 2023, 6:43 PM IST

Updated : May 20, 2023, 7:45 PM IST

IPL 2023 ETV BHARAT
IPL 2023

দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করল চেন্নাই সুপার কিংস ৷ প্রথম ব্যাট করে 223 রান তুলে, বল হাতেও কামাল সিএসকে বোলারদের ৷ চেন্নাইয়ের হয়ে ফের হিট কনওয়ে-রুতুরাজ জুটি ৷

নয়াদিল্লি, 20 মে: টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল চেন্নাই । আবারও হিট ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড় ৷ চেন্নাই সুপার কিংস মাস্ট উইন ম্যাচে দুই ওপেনারের দৌলতে 3 উইকেট হারিয়ে 223 রান তুলেছিল ৷ কনওয়ে 52 বলে 87 রান করেছেন এবং রুতুরাজ 50 বলে 79 রান ৷ 223 রান তাড়া করতে নেমে 146 রানেই থেমে গেল দিল্লি ক্যাপিটালস ৷

আজ টস জিতে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ এ দিনের অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ অন্যান্য ম্যাচের থেকে অনেক বেশি পাটা ছিল ৷ ফলে চেন্নাই আগে ব্যাট করে বড় রান তোলার পরিকল্পনা নেন ধোনি ৷ সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেছেন ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড় ৷ তাঁরা পাওয়ার প্লে-তে 52 রান তোলেন ৷ এরপর 14.3 ওভারে 141 রানের পার্টনাশিপ করেন প্রছথম উইকেটে ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে 9 বলে 22 রান করেছেন শিবম দুবে ৷ অন্যদিকে, রবীন্দ্র জাদেজা 7 বলে 20 রানে অপরাজিত থাকেন ৷ ধোনি 4 বলে 5 রানে অপরাজিত ছিলেন 20 ওভার শেষে ৷

আরও পড়ুন: সম্মান ও টুর্নামেন্টে অস্তিত্ব রক্ষার লড়াই কেকেআর-এলএসজি’র

আগের ম্যাচে ডেভিড ওয়ার্নার অভিযোগ করেছিলেন, দলের শক্তি হিসেবে দিল্লিতে তাঁরা উইকেট পাননি ৷ মূলত, স্লো উইকেট নিয়েই সওয়াল করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷ কিন্তু, এ দিন দিল্লি ঘরের মাঠে পাটা উইকেটে খেলতে নেমেছে ৷ তবে, পাটা উইকেট পেয়েও দ্রুত রান তুলতে ব্যর্থ ক্যাপিটালসের ব্যাটাররা ৷ পৃথ্বী শ গত ম্যাচে সফল হলেও আজ মাত্র 5 রানে ফিরে যান ৷ ফিল সল্ট 6 বলে 3 রান করে আউট হন ৷ অন্যদিকে, গত ম্যাচের সেরা রাইলি রউসো প্রথম বলেই বোল্ড হন ৷ দীপক চাহার সল্ট এবং রউসোর উইকেট নিয়েছেন ৷ এই মুহূর্তে অধিনায়ক ডেভিড ওয়ার্নার হাফ সেঞ্চুরি করে একা দিল্লি ক্যাপিটালসে টানলেও কোনও লাভ হয়নি ৷

Last Updated :May 20, 2023, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.