ETV Bharat / sports

IPL 2023: শেষলগ্নে ছন্দপতন, দেশপাণ্ডে-পাথিরানার যুগলবন্দিতে ব্যাঙ্গালোর 'বধ' চেন্নাইয়ের

author img

By

Published : Apr 17, 2023, 11:16 PM IST

Updated : Apr 17, 2023, 11:55 PM IST

চেন্নাই সুপার কিংস 8 রানে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ।

IPL
দেশপাণ্ডে-পাথিরানার যুগলবন্দিতে ব্যাঙ্গালোর 'বধ' চেন্নাইয়ের

চেন্নাই, 17 এপ্রিল: ডেভন কনওয়ে, শিবম দুবের ব্যাটে 226 রানের পাহাড় গড়েছিল 'ধোনি অ্যান্ড কোং' । তাড়া করতে নেমে সেই রানটাই প্রায় তুলে দিয়েছিল ব্যাঙ্গালোর । যদিও শেষলগ্নে এসে হারতে হল বিরাট কোহলি, ডু প্লেসিদের । 8 রানে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস ।

বিরাট রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন কোহলি । রান মেশিনের এদিনের অবদান 6 রান । কোহলিকে ডাগ-আউটে ফেরান ইমপ্যাক্ট প্লেয়ার আকাশ সিং । খাতা খুলতে পারেননি মাহিপাল লোমরোরও । রাজস্থানী ব্যাটারকে ফেরান তুষার দেশপাণ্ডে । সেখান থেকে খেলাটা ধরেন ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল । প্রোটিয়া-অজি জুটির দাপটে তৃতীয় উইকেটে 126 রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে আরসিবি ।

আরও পড়ুন: 'বিরাট' প্রত্যর্পণ, করমর্দন বিতর্কের মাঝেই ইনস্টায় সৌরভকে আনফলো কোহলির

12 ওভারেই 141 রান তুলে ফেলে ব্যাঙ্গালোর । সেখানেই আরসিবি'কে ধাক্কাটা দেন মাহিস থিকসানা । পরের ওভারেই মইন আলির বলে ক্রিজ ছাড়েন ফাফ ডু প্লেসি । যদিও লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন শাহবাজ আহমেদ ও দীনেশ কার্তিক । কিন্তু তুষার দেশপাণ্ডের বলে কার্তিক ডাগ-আউটে ফিরতেই আরসিবির জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় । দলের প্রবীণ সদস্যের 14 বলে 28 রানের ইনিংসে জয়ের গন্ধ পেতে শুরু করেছিল আরসিবি ।

পরের ওভারেই ফেরেন শাহবাজ আহমেদ । বঙ্গতনয়ের অবদান 10 বলে 12 । শাহবাজকে তুলে নেন মাথিসা পাথিরানা । শ্রীলঙ্কার তরুণ বোলারের অ্যাকশন মনে করায় লসিথ মালিঙ্গাকে । স্লিঙ্গার মতোই স্লগ ওভারে ম্যাচ ঘুরিয়ে দিলেন তিনি । যদিও সেখান থেকে একা হাতে খেলাটা শেষ বল পর্যন্ত নিয়ে গেলেন সুয়স প্রভুদেশাই । ইমপ্যাক্ট প্লেয়ারের হাতেই জয়ের রান প্রায় তুলে দিয়েছিল আরসিবি । যদিও শেষ ওভারে তুষারের বুদ্ধিদীপ্ত বোলিংসে কিংস সেই চেন্নাই ।

আরও পড়ুন: মাঠে নিজেকে মেলে ধরুক অর্জুন, সেটাই চেয়েছিলেন বাবা সচিন

Last Updated : Apr 17, 2023, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.