Two and Half Months Long IPL: পাশে আইসিসি ! টানা আড়াই মাসের মেগা আইপিএল আয়োজনে বিসিসিআই

author img

By

Published : Jul 16, 2022, 7:20 PM IST

Two and Half Months Long IPL

অন্য কোনও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা না-থাকায় 2024 সালে টানা আড়াই মাস ধরে চলবে সপ্তদশ আইপিএল ৷ মার্চের শেষ সপ্তাহে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে জুন পর্যন্ত ৷ মোট 84টি ম্য়াচ আয়োজন করার কথা ভাবছে সৌরভদের বোর্ড (A total of 84 matches will be played in IPL) ৷

দুবাই, 16 জুলাই: টানা আড়াই মাস ধরে আইপিএল আয়োজনের স্বপ্ন সত্যি হতে চলেছে 2024 সালে ৷ আইসিসি ওই সময় আর কোনও প্রতিযোগিতার আয়োজন করবে না ৷ ক্রিকেটের নিয়ামক সংস্থা যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ওই সময়ে অন্য কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা নেই ৷ আর তা থেকেই স্পষ্ট দীর্ঘ আড়াই মাস ধরে আইপিএল আয়োজন করতে আর কোনও সমস্যায় পড়তে হবে না বিসিসিআইকে (BCCI can now organize IPL for a period of two and half months) ৷ মাস খানেক আগে বিসিসিআইয়ের সচিব জয় শাহ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আড়াই মাস ধরে আইপিএলের আয়োজনের বিষয়টির কথা জানান ৷

তিনি বলেন, "টানা আড়াই মাস ধরে যাতে এই প্রতিযোগিতার আয়োজন করা যায় তা নিশ্চিত করতে আইসিসি-র সঙ্গে বৈঠক করেছি আমরা ৷" একটি সূত্র থেকে জানা গিয়েছে 2024 সাল থেকে আইপিএল শুরু হবে মার্চ মাসের শেষ সপ্তাহে ৷ চলবে সেই জুন মাস পর্যন্ত ৷ এখন সাধারণত মে মাসে শেষ হয় প্রতিযোগিতা ৷

আরও পড়ুন:‘দৃষ্টিভঙ্গি'! ব্যাডপ্যাচ কাটাতে সোশ্যাল মিডিয়ায় অর্থবহ পোস্ট বিরাটের

এদিকে পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ না দেওয়া নিয়ে নতুন করে সরব হতে পারে পিসিবি ৷ ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা-সহ নানা কারণে আইপিএলে খেলার সুযোগ পান না সে দেশের ক্রিকেটাররা ৷ এ নিয়ে আগেও সরব হয়েছে পিসিবি ৷ কিন্তু রামিজ রাজাদের পাশে আইসিসির অন্য কোনও সদস্য দাঁড়াবেন এমনটা হওয়ার সম্ভবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে ৷

জয় শাহ নিজে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বলে খবর ৷ আইসিসির সদস্য দেশগুলির সঙ্গে কথাও বলেছেন অমিত-পুত্র ৷ আর্থিক কারণে আইপিএল নিয়ে আগ্রহ এমনিতেই তুঙ্গে থাকে ৷ বিদেশী ক্রিকেটাররা এই প্রতিযোগিতা অনেক বেশি রোজগার করেন ৷ পাশাপাশি আইসিসির সদস্য দেশগুলিও মোটা টাকা রোজগার করেন ৷ আর তাই আইপিএলের সময় সাধারণত কোনও ক্রিকেট বোর্ডই অন্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্য়াপারে আগ্রহ দেখায় না ৷ ঠিক সেই কারণে পিসিবিও আগ্রহী আইপিএল নিয়ে ৷ কিন্তু পরিস্থিতি একেবারেই তাদের পক্ষে নয় ৷

আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেনের ফাইনালে সিন্ধু, হেলায় হারালেন জাপানের প্রতিপক্ষকে

এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, "রামিজ রাজার একটা সমস্যা আছে ৷ তাঁকে সে দেশের সংবাদমাধ্যমকে কিছু কথা বলতে হয় ৷ কিন্তু আইসিসির বৈঠকে তাঁকে দেখতে পাওয়া যায় সম্পূর্ণ অন্য মেজাজে ৷ নিজেদের দাবি ওঁরা কখনই সেভাবে সরব হন না ৷ তাছাড়া রামিজ নিজে গোটা বিষয়টাই ভালো করে বোঝেন ৷ তিনি জানেন কী হতে চলেছে ৷"

আগে প্রতি বছর আইপিএলে 8টি দলের মধ্যে 60টি ম্য়াচ হত ৷ পরে গুজরাত এবং লখনউ এই প্রতিযোগিতার অংশ হওয়ায় 74টি করে খেলা হয় ৷ সময় বাড়ার পর 2024 সাল থেকে 84টি করে ম্য়াচ হবে আইপিএলে ৷ অন্যদিকে আইপিএলের জন্য আলাদা করে সময় রাখা হলেও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রতিযোগিতার গুলিকে কোনও বিশেষ সুবিধা দিচ্ছে না আইসিসি ৷ তবে তাদের দেশের প্রতিযোগিতা আয়োজনে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য চেষ্টা চালাচ্ছে এই দুটি দেশ ৷ ইংল্যান্ড এই কারণে জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্ট পর্যন্ত সময় খালি রাখতে পারে বলে খবর ৷ আর অস্ট্রেলিয়া আগামী 4 বছর জানুয়ারি মাসে জনপ্রিয় বিগ ব্য়াশ লিগের আয়োজন করতে পারে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.