IPL 2021 KKR vs MI : জয়ের অঙ্ক কষছে নাইটরা, মুম্বইয়ের প্রথম একাদশে কি ফিরছেন রোহিত ?

author img

By

Published : Sep 23, 2021, 10:58 AM IST

ipl-2021

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা তাদের প্রথম ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারেননি । নাইটদের বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরদার । ফিরতে পারেন হার্দিক পাণ্ডিয়া

কলকাতা, 23 সেপ্টেম্বর : বিরাট বধ করে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স ৷ আরসিবিকে হারিয়ে চনমনে নাইট শিবির ৷ অন্যদিকে মরু শহরে প্রথম ম্যাচেই হারের ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আজ চলতি আইপিএলের 29তম ম্যাচে রোহিত ব্রিগেডের মুখোমুখি হতে চলেছে মরগ্যান বাহিনী । নাইটদের বিরুদ্ধে ক্যাপ্টেন রোহিত শর্মার ফেরার সম্ভাবনা জোরদার ৷

তবে প্লে অফের দরজা খুলতে কলকাতা নাইট রাইডার্সের সামনে বড় বাধা মুম্বই ইন্ডিয়ান্স । এটা বলাই যায় ৷ দুই দলের পরিসংখ্যানে চোখ বোলালে শাহরুখ খানের দলের কল্কে পাওয়া উচিত নয় । আগের 28টি দ্বৈরথে 22-6 ব্যবধানে পিছিয়ে মেন ইন পার্পেল । তবে চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে সব দলের কাছেই "শেষ হইয়াও হইল না শেষ দশা ।" প্লে অফের দরজা খোলার দৌড়ে নাইটদের বাকি সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে জিততে হবে । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত জয়ে নাইটরা বুঝিয়েছে পরিস্থিতি কঠিন হলেও অসম্ভব নয় ।

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা তাদের প্রথম ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারেননি । নাইটদের বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরদার । ফিরতে পারেন হার্দিক পাণ্ডিয়া । যদিও অস্থায়ী অধিনায়ক ট্রেন্ট বোল্ট বলেছেন, দু'জনের চোটের অবস্থা দেখে ম্যাচের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নাইটদের পারফরম্যান্স চুলচেরা বিশ্লেষণ করতে বসে মুম্বইয়ের নোটবুকে উঠে এসেছে স্পিনার বরুণ চক্রবর্তী এবং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার । মধ্যপ্রদেশের বছর ছাব্বিশের ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে ব্যাট করতে বলেছে নাইট থিঙ্ক ট্যাঙ্ক । কোচ ব্র্যান্ডন ম্যাকালামের ব্যাটিং শৈলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে । মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর কাছ থেকে মাটি কামড়ানো মারকুটে ইনিংস চাইছে নাইটরা ।

আরও পড়ুন : IPL 2021 DC vs SRH : ধাওয়ান-আইয়ারের ঝোড়ো ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে দাপুটে জয় দিল্লির

আর বোলিংয়ে বরুণ চক্রবর্তী এখন ইয়ন মরগ্যানের তুরুপের তাস । নির্দিষ্ট লাইনে বল করাই নয় বলের গতিপথ বুঝে ওঠা প্রতিপক্ষের ব্যাটসম্যানের কাছে রহস্য হয়ে উঠছে । মুম্বইয়ের বিরুদ্ধে বরুণকে ফের দুরন্ত ফর্মে দেখতে চায় কেকেআর । দলের প্রত্যেকে নেট করলেও আন্দ্রে রাসেল মুম্বই ম্যাচের আগে সমুদ্র সৈকতে দৌড়েছেন । পায়ের পেশীর জোর বাড়াতে তাঁর এই বিশেষ অনুশীলন । আরসিবির বিরুদ্ধে এবি ডিভিলিয়ার্সের উইকেট দুর্ধর্ষ ইয়র্কারে ছিটকে দিয়েছিলেন । তাঁর বলের গতি চমকে দিয়েছে । ক্যারিবিয়ান অলরাউন্ডার "রাসেল মাসলের" ওপর নির্ভরতা ছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণ, লকি ফার্গুসন নাইট পেস ব্যাটারির ভরসা ।

অন্যদিকে মুম্বইয়ের হাতে রয়েছে বোল্ট, অ্যাডাম মিলনে এবং জসপ্রীত বুমরা । হার্দিক পাণ্ডিয়া খেললে বাড়তি শক্তি যোগ হবে । মিলনে এখন দুই দিকে সুইং করানোর দক্ষতা অর্জন করে বৈচিত্র্য বাড়িয়েছেন । চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের ব্যাটসম্যানরা পারফরম্যান্স করতে ব্যর্থ । অন্যদিকে আরসিবির বিরুদ্ধে নাইট বোলাররা নায়ক । তাই লক্ষীবারের মরু শহরে নাইট বনাম মুম্বই দ্বৈরথে পরিসংখ্যান নয় বর্তমান অবস্থায় দাঁড়িয়ে হিসাব কষতে চাইছে । প্রথম ম্যাচে অনায়াসে জয় নাইটদের রান রেট বাড়িয়েছে । এখন দেখার নাইটরা মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের রাস্তা বের করতে পারে কিনা ।

আরও পড়ুন : MCC : ব্যাটসম্যান নয়, এবার থেকে ব্যাটার বলে পরিচিত হবেন বিরাটরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.