ETV Bharat / sports

আবুধাবিতে এলিমিনেটরে দুরন্ত SRH-এর মুখোমুখি বিরাটের RCB

author img

By

Published : Nov 6, 2020, 7:01 AM IST

পরপর দুই ম্যাচে হেরেও প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ অন্যদিকে পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

RCB vs SRH
RCB vs SRH

আবু ধাবি, 6 নভেম্বর : বৃহস্পতিবার নিজের 32 তম জন্মদিন পালন করেছেন বিরাট কোহিল ৷ আজ ফের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তাঁর দল RCB ৷ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্লে অফের এলিমিনেটরে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

পরপর দুই ম্যাচে হেরেও প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ অন্যদিকে পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

টুর্নামেন্টের শুরুর দিকে খারাপ পারফরমেন্স করলেও পরের দিকে দুরন্ত পারফরমেন্স করে ডেভিড ওয়ার্নারের দল ৷ শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে 10 উইকেটে হারিয়ে সাপ-লুডোর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে শেষ করে SRH ৷ অন্যদিকে পরপর চার ম্যাচ হেরেও চতুর্থ স্থান ধরে রাখে RCB ৷

তাদের শেষ তিনটি ম্যাচে দিল্লি ক্যাপিটালস, রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ শেষ কয়েকটি ম্যাচের SRH এর জয়ের মূল কাণ্ডারি অবশ্যই ডেভিড ওয়ার্নার ও বঙ্গ তনয় ঋদ্ধিমান সাহার ওপেনিং জুটি ৷

তিনটি ম্যাচে ওপেন করতে নেমে 2টিতে 100 রানের বেশি পার্টনারশিপ গড়েছেন দু’জনে ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই জুটি করে 107 রান। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত 151 রানে করেন তাঁরা ৷

দলের ব্যাটিং টানছেন অবশ্যই ডেভিড ওয়ার্নার ৷ 14 ম্যাচে 529 রান করেছেন এই অজ়ি ক্রিকেটার ৷ সর্বোচ্চ রানশিকারির তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে ৷ অন্যদিকে সাহা 3 ম্যাচে করেছেন 184 রান ৷ এবং প্রমাণ করেছেন তাঁকে ডাগআউটে বসিয়ে রেখে SRH ম্যানেজমেন্ট ভুল করেছিল ৷

বোলিংয়ে দুরন্ত কম্বিনেশন খুঁজে পেয়েছে SRH ৷ পেস বোলিংয়ে সন্দীপ শর্মা ও জেসন হোল্ডারের সঙ্গে ভরসা দিচ্ছেন টি নটরাজন ৷ স্পিনে আছেন রশিদ খান ৷ মিডল অর্ডারে রশিদ বরাবরই ভরসা দিতেন ৷ তবে তাঁকে যোগ্য সাহায্য করছেন জেসন হোল্ডার ও শাহবাজ নাদিম ৷

অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে অনেক কিছু বদলাতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৷ পরপর ম্যাচে হেরে RCB-র আত্মবিশ্বাস কার্যত তলানিতে ৷ তবে অধিনায়ক কোহলি অতীত নিয়ে ভাবতে নারাজ ৷ তাঁর চোখে এখান থেকে তিনটি ম্যাচে জয় ৷

দিল্লি ক্যাপিটালস ম্যাচে টপ অর্ডার ভেঙে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ অ্যারোন ফিঞ্চের পরিবর্তে খেলা জশ ফিলিপে ভালো শুরু করলেও বড় রান করতে ব্যর্থ ৷ তাই শুক্রবার ফিঞ্চকে দেখা যেতেই পারে ৷

তবে টপ অর্ডারে ভরসা যোগাচ্ছেন দেবদূত পাড়িক্কলের ব্যাট ৷ টুর্নামেন্টে 5টি অর্ধশতরান করেছেন তিনি ৷ শেষ ম্যাচেও অর্ধশতরান করেন ৷ তবে তাঁর স্ট্রাইকরেটের দিকে নজর থাকবে ৷ এবি ডেভিলিয়ার্স ও বিরাটকে বড় ম্যাচে আরও বেশি দায়িত্ব নিতে হবে ৷

দলের পেস বোলিংয়ে ফিরতে পারেন নভদীপ সাইনি ৷ থাকছেন মহম্মদ সিরাজ, ইসুরু উদানা ও ক্রিস মরিস ৷ স্পিন বিভাগে দেখা যাবে যুজবেন্দ্র চহাল ও ওয়াশিংটন সুন্দরকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.