ETV Bharat / sports

ব্যাটসম্যান ও বোলারদের যুগলবন্দিতে হায়দরাবাদকে হারাল RCB

author img

By

Published : Sep 21, 2020, 11:51 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

টস হেরে প্রথমে ব্যাট করে RCB । পাওয়ার প্লে তে রানের ফুলঝুরিও উঠল । তবে মাঠে রানের ঝড়ের সূত্রপাত করলে টুর্নামেন্টে অভিষেক হওয়া দেবদূত পড়িক্কল ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

দুবাই, 21 সেপ্টেম্বর : জয়ের মঞ্চটা আগেই তৈরি করে দিয়েছিলেন দেবদূত পড়িক্কল ও এবি ডিভিলিয়ার্স । সেই মঞ্চে দাপিয়ে বেড়ালেন যুজবেন্দ্র চহাল, নভদীপ সাইনিরা । চহাল নিলেন 3টি সাইনি ও শিবম দুবে নিলেন 2টি করে উইকেট । বোলার আর ব্যাটসম্যানদের যুগলবন্দিতে সানরাইজ়ার্স হায়দারবাদকে 10 রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।

টস হেরে প্রথমে ব্যাট করে RCB । পাওয়ার প্লে তে রানের ফুলঝুরিও উঠল । তবে মাঠে রানের ঝড়ের সূত্রপাত করলে টুর্নামেন্টে অভিষেক হওয়া দেবদূত পড়িক্কল । কর্নাটকের এই ছেলে ও এবি ডিভিলিয়ার্সের দাপটে নির্ধারিত 20 ওভারে RCB করে 5 উইকেটে 163 রান ।

দেবদূত পড়িক্কল
দেবদূত পড়িক্কল

অভিষেকেই অর্ধশতরান । ভারতীয় দলে হয়ে অনূর্ধ্ব 19 খেলা পড়িক্কল দেখালেন তিনি লম্বা রেসের ঘোড়া । 42 বলে করলেন 56 রান । অন্যদিকে ফিঞ্চ যোগ্য সাহায্য করলেন । ওপেনিং জুটিতে RCB করল 90 রান । শেষ দিকে ম্যাজিক দেখালেন এবি ডিভিলিয়ার্স । মাত্র 31 বলে করলেন 51 রান ।

এবি ডিভিলিয়ার্স
এবি ডিভিলিয়ার্স

SRH কে ম্যাচে ফেরালেন বিজয় শংকর । তুলে নিলেন দেবদুতের উইকেট । 1টি উইকেট নিলেও ভালো বোলিং করলেন ভুবনেশ্বর কুমার । তবে মিচেল মার্শের চোট ভোগাল হায়দরাবাদকে । বোলিং তো আর করলেনই না ব্যাট হাতেও দাগ কাটতে পারলেন না ।

ইনিংসের শুরুতেই রান আউট হন ডেভিড ওয়ার্নার । তবে চেষ্টা করলেন জনি বেয়ারস্ট্র । 43 বলে করলেন 61 রান । কিছুটা হলেও তাঁকে সঙ্গ দিলেন মনীশ পাণ্ডে । 33 বলে 34 রানের ইনিংস খেললেন তিনি । তবে তার পর আর কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারলেন না । প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য হায়দরাবাদের ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.