ETV Bharat / sports

এবি-র বিরুদ্ধে কোনও পরিকল্পনাই কাজে আসে না : ক্রিস মরিস

author img

By

Published : Oct 18, 2020, 8:14 PM IST

ipl-2020-no-total-is-safe-when-abd-is-in-such-attacking-form-says-morris
এবি-র বিরুদ্ধে কোনও পরিকল্পনাই কাজে আসে না : ক্রিস মরিস

ক্রিসের স্বীকারক্তি পেশাদার ক্রিকেটে কোনও দিন ডি'ভিলিয়ার্সকে তিনি আউট করতে পারেননি ৷ কেবল নেটে কয়েকবার আউট করতে সক্ষম হয়েছিলেন ৷ যা তিনি মন ভরে উপভোগ করেছেন ৷ এমন কী ডি'ভিলিয়ার্সকে বল করার সময় কোনও পরিকল্পনাই কাজে আসে না বলে মনে করেন ক্রিস ৷

দুবাই, 18 অক্টোবর : শনিবার দুবাইতে IPL-এ 22 বলে 55 রানের বিধ্বংসী ইনিংস খেলে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সাত উইকেটে ম্য়াচ জিতিয়েছেন আব্রাহাম বেঞ্জামিন ডি'ভিলিয়ার্স ৷ মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির এই অবিশ্বাস্য় ইনিংস নিয়ে তাঁরই দেশের এবং ব্যাঙ্গালোরের সতীর্থ ক্রিস মরিসের মন্তব্য়, কোনও রানই নিরাপদ নয়, যখন ক্রিজে এবি এমন বিধ্বংসী ফর্মে থাকেন ৷ IPL-র অফিশিয়াল ওয়েবসাইটে যুজবেন্দ্র চাহালের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি ৷ তাঁর এই মন্তব্য়ের প্রমাণ ডি'ভিলিয়ার্সের গতকালের পরিসংখ্য়ান ৷ যেখানে 22 বলে 55 রানের ইনিংসে একটি বাউন্ডারি ও 6 ওভার বাউন্ডারি মেরেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ৷

জাতীয় দলে নিজের প্রাক্তন সতীর্থকে নিয়ে ক্রিস আরো বলেন, যখন এবি এমন স্তরে ব্য়াটিং করে, তখন যে কোনও বোলারের পক্ষে লাইন লেন্থ সঠিক রেখে বল করা অসম্ভব হয়ে দাঁড়ায় ৷ ফলে সেই সময় কোনও টোটালেই নিরাপদ বোধ করে না বিপক্ষ দল ৷ ক্রিসের স্বীকারক্তি পেশাদার ক্রিকেটে কোনও দিন ডি'ভিলিয়ার্সকে তিনি আউট করতে পারেননি ৷ কেবল নেটে কয়েকবার আউট করতে সক্ষম হয়েছিলেন ৷ যা তিনি মন ভরে উপভোগ করেছেন ৷ এমন কী ডি'ভিলিয়ার্সকে বল করার সময় কোনও পরিকল্পনাই কাজে আসে না বলে মনে করেন ক্রিস ৷

শনিবারের ওই ম্য়াচে RCB-র বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে 177 রান করে রাজস্থান রয়্য়ালস ৷ রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ সর্বোচ্চ 57 রান করেন ৷ বল হাতে সফল হন ক্রিস মরিস, তাঁর নির্ধারিত চার ওভারে 26 রান দিয়ে 4 উইকেট নেন তিনি ৷ তবে, নিজের পারফরমেন্স নিয়ে ক্রিস অতি উৎসাহী হতে নারাজ ৷ তাঁর কথায়, এটা টি-20 ক্রিকেট৷ আজকে তিনি 4 উইকেট নিয়েছেন ৷ পরের ম্যাচে 60 রানও দিতে পারেন ৷ এই মুহূর্তে RCB পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে ৷ 9 ম্য়াচ খেলে তাঁদের সংগ্রহ 12 পয়েন্ট ৷ ব্যাঙ্গালোরের পরবর্তী ম্য়াচ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আগামী 21 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.