ETV Bharat / sports

ম্যাচ জিততে স্মিথ-সঞ্জুদের দ্রুত ফেরত পাঠানোই চ্যালেঞ্জ, বলছেন মরগ্যান

author img

By

Published : Sep 30, 2020, 12:50 PM IST

Updated : Sep 30, 2020, 1:33 PM IST

দ্বিতীয় ম্যাচে সানরাইজ়ার্স হায়দারবাদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের ফলে অনেকটাই আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স । আজ রাজস্থানের মুখোমুখি হতে চলেছেন নাইটরা । তার আগে সাংবাদিক বৈঠক করলেন দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা ইয়ন মরগ্যান ।
eoin morgan
eoin morgan

দুবাই, 30 সেপ্টেম্বর : একটি জয়েই বদলে গিয়েছে নাইটদের সাজঘর । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে মেন ইন পার্পল আত্মবিশ্বাসী । সাংবাদিক বৈঠকে এসে দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা ইয়ন মরগ্যান বলেছেন, "প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের ব্যাটিং শক্তিশালী । স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, জস বাটলারের মতো ব্যাটসম্যান রয়েছেন প্রতিপক্ষ শিবিরে । সঞ্জু স্যামসনদের কুড়ি ওভার ব্যাট করতে দিলে ম্যাচে কিছু করার থাকবে না । স্টিভ স্মিথ বড় শট নিতে পারেন । তাই দ্রুত ফেরানো হবে আমাদের চ্যালেঞ্জ ।"

শেষ ম্যাচে শুভমন গিলের দুরন্ত ব্যাটিং নাইটদের জয় সহজ করেছিল । নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে তরুণ ওপেনারের ব্যাটিং উপভোগ করেছিলেন ইয়ন মরগ্যান । "অসাধারণ আনন্দদায়ক অভিজ্ঞতা । প্রথমবার ওকে ব্যাট করতে দেখলাম । আরও ভালো ক্রিকেটার হওয়ার রসদ রয়েছে ওঁর মধ্যে । সানরাইজ়ার্সের অভিজ্ঞ বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং সহজ ছিল না । আশা করব আরও ভালো ইনিংস দেখতে পাব । প্রথম ম্যাচের ব্যর্থতার পরে দলের বোলিং ঘুরে দাঁড়িয়েছে । এভাবেই আমাদের উন্নতির ধারা বজায় রাখতে হবে সামনের খেলায়," বলছেন মরগ্যান ।

রাজস্থান রয়্যালসে জোফ্রা আর্চারের মতো বোলার রয়েছেন । তাছাড়াও স্টিভ স্মিথের দলের বোলিং যথেষ্ট শক্তিশালী । ইতিমধ্যে জোফ্রা আর্চার চ্যালেঞ্জ ছুড়েছেন । ইংল্যান্ডের দলে জোফ্রা আর্চারের সতীর্থ মরগ্যান । তাই তাঁর ছোড়া চ্যালেঞ্জ কতটা কঠিন তিনি জানেন । অবশ্য কুঁকড়ে না গিয়ে, সামলানোর কথা শোনাচ্ছেন । আশা করছেন পুরো দল শেষ ম্যাচের পারফরম্যান্সের গ্রাফ উন্নতি করলে চ্যালেঞ্জ সামলানো কঠিন হবে না । মরুশহরে গরম, উইকেটের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টার মধ্যে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই পাখির চোখ নাইটদের । বায়ো বাবলে কঠিন সময় কাটালেও তা নিয়ে অভিযোগ নেই, বরং জয়ের জন্য নিজেদের নিংড়ে দেওয়ার কথা বলছেন মরগ্যান ।

Last Updated :Sep 30, 2020, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.