ETV Bharat / sports

Mahendra Singh Dhoni : মেন্টর ধোনি আসলে ভবিষ্যতের কোচ তৈরির প্রস্তুতি, বলছেন কেশব বন্দ্যোপাধ্যায়

author img

By

Published : Sep 10, 2021, 2:10 PM IST

Coach Keshav Banerjee on Team Indias Mentor Mahendra Singh Dhoni
মেন্টর ধোনি আসলে ভবিষ্যতের কোচ তৈরির প্রস্তুতি, বলছেন কেশব বন্দ্যোপাধ্যায়

টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ অবসরের পর প্রাক্তন ভারত অধিনায়ককে এই গুরুদায়িত্ব দেওয়ায় খুশি তাঁর ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় ৷ এনিয়ে তিনি বলেন, আগামী দিনে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব ধোনিকে দেওয়া যেতেই পারে ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর : বুধবার রাত 9টার পর টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোযণা করেছে বিসিসিআই ৷ যেখানে 15 জনের প্রাথমিক দলে যেমন একাধিক চমক রয়েছে ৷ তেমনি চমক রয়েছে সাপোর্ট স্টাফের তালিকাতেও ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে বিরাট কোহলিদের মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে, ভারতের সর্বকালের সেরা এবং সফল প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ৷ বিসিসিআই সচিব জয় শাহ সেই ঘোষণা করা মাত্র হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সব ক্রিকেট অনুরাগীরা ৷ কিন্তু, সবচেয়ে বেশি খুশি যিনি হয়েছেন তিনি হলেন মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় ৷

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর কেশব বন্দ্যোপাধ্যায় তাঁর প্রাক্তন ছাত্রের ভবিষ্যৎ নিয়ে জানিয়েছিলেন, ধোনি কোচিং করাতে পারেন ৷ তাঁর সেই কথা মিলে যাওয়ায় খুশি কেশব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, বর্তমান কোচ রবি শাস্ত্রী কোচিংয়ের দায়িত্ব সামলাতে অনিচ্ছুক ৷ আর তাঁর পরিবর্ত খুঁজে বের করা খুবই কঠিন ৷ সেই দিক থেকে মহেন্দ্র সিং ধোনি সঠিক ব্যক্তি বলে মনে করেন কেশব ৷ তিনি বলেন, ‘‘আইপিএল থেকেই মাহি কাজ শুরু করে দেবে বলতে পারি ৷ কারণ সব ক্রিকেটারদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে ৷ তাছাড়া আমি নিশ্চিত ইতিমধ্যে কোহলির সঙ্গে ও কথা বলে নিয়েছে ৷ তাছাড়া, এই দায়িত্ব দেওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড মাহির সঙ্গে বিশদে কথা বলেছে নিশ্চিত ৷ তাই মেন্টরের কাজ থেকে ভবিষ্যতে কোচের চেয়ারে যদি মাহিকে দেখা যায় তাহলে অবাক হব না ৷’’

আরও পড়ুন : Ind vs Eng : কোহলিদের কোভিড টেস্ট নেগেটিভ, আজই শুরু হচ্ছে পঞ্চম টেস্ট

টি-20 ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ৷ ক্রিকেটার জীবনে তাঁর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহু ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে ৷ এবার ডাগ আউটে বসে পুরো ছবিটা বাইরে থেকে দেখবেন এমএসডি ৷ শান্তভাবে চিন্তা করার সুযোগ পেলে ধোনি আরও ভালভাবে ক্রিকেটারদের পাশে দাঁড়াতে পারবেন বলে মনে করেন তাঁর ছোটবেলার কোচ ৷ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সফল ধোনির সাহায্য পাবেন ঋষভ পন্থ, ঈশান কিষাণরা ৷ তাঁর অভিজ্ঞতা এবং ক্রিকেট সম্পর্কে জ্ঞান যেকোনও তরুণ ক্রিকেটারের কাছে ভবিষ্যতের পুঁজি ৷ আর তাই কেশব বন্দ্যোপাধ্যায় মনে করেন, গুরুর কাছ থেকে শিখে নেওয়ার তাগিদ ছাত্রদের মধ্যে থাকতে হবে ৷ তিনি আশা করেন পন্থরা এই সুযোগ কাজে লাগাবেন ৷

আরও পড়ুন : Rashid khan : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.