ETV Bharat / sports

Asia Cup 2023: পাকিস্তানের পর কুলদীপের ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কাও, কার্যত ফাইনালে ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 2:43 PM IST

Updated : Sep 12, 2023, 11:06 PM IST

India will Bat First Against Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি বদল করল ভারতীয় দল ৷ শার্দূল ঠাকুরকে বিশ্রাম দিয়ে অক্ষর প্যাটেলকে খেলানো হচ্ছে আজকের ম্যাচে ৷ কৌশলগত বদল বলে জানালেন অধিনায়ক রোহিত শর্মা ৷

Asia Cup 2023
কুলদীপের ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কাও

কলম্বো, 12 সেপ্টেম্বর: কাজে এল না ধনঞ্জয় ডি'সিলভা (41), দুনিথ ওয়েলালাগের (অপরাজিত 42) লড়াই ৷ স্বল্প রান তাড়া করতে নেমেও ভারতীয় বোলারদের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং ৷ চার উইকেট নিলেন কুলদীপ যাদব ৷ 2টি করে উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরা ৷ ফলস্বরূপ 214 রান তাড়া করতে নেমে 41.3 ওভারে 172 রানেই গুটিয়ে গেল দ্বীপরাষ্ট্র ৷ পাক 'বধ'-এর পর শ্রীলঙ্কাকে 41 রানে হারিয়ে কার্যত এশিয়া কাপের ফাইনালে রোহিত অ্যান্ড কোম্পানি ৷

মন্থর পিচ বলে তিন স্পিনারে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা ৷ তাই টস জিতে ব্যাটিংও নেন ৷ কিন্তু, সেই ঘূর্ণিতে ফেঁসে গেল প্রথমে ব্যাট ভারতের ব্যাটিং অর্ডার ৷ প্রথম 10 ওভারে সাতের উপরে রান তুলেও, দ্রুত উইকেট পতনে দু’শো পেরিয়ে অল-আউট হয়ে গেল ভারত ৷ একমাত্র অধিনায়ক রোহিত শর্মার অর্ধশতরান ছাড়া বলার মতো কেনও ব্যাটারই রান পাননি ৷ গতকাল সেঞ্চুরি করা বিরাট কোহলি (3) এবং কেএল রাহুল (39) করেন ৷ এছাড়া ঈশান কিষাণ (33) সামান্য লড়াই দেন ৷ শ্রীলঙ্কার হয়ে বল হাতে নায়ক দিনুথ ওয়েল্লালাগে 5 উইকেট নেন ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 49.1 ওভারে 213 রানে অলআউট হয়ে যায় ভারত ৷

গতকাল পাকিস্তানের বিরুদ্ধে 228 রানের বিশাল জয়ের পর, আজ 16 ঘণ্টার মধ্যে সুপার ফোরে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারত ৷ যেখানে শার্দূল বাদে পাকিস্তান ম্যাচে থাকা সব ক্রিকেটাররা রয়েছেন ৷ এদিনও ভারতের দুই ওপেনার রোহিত এবং শুভমান শুরুটা দারুণ করেছিলেন ৷ মাত্র 11 ওভারে 80 রান তোলেন দুই ওপেনার ৷ মনে করা হচ্ছিল, আজও তিনশো বা সাড়ে তিনশো রান নিশ্চিত ৷ কিন্তু, দিনুথ ওয়েল্লালাগে 12 নম্বর ওভারের প্রথম বলেই শুভমন 19 রানে আউট হতেই ভারতের ইনিংসে ভাঙন ধরে ৷ কোহলি, রোহিত, রাহুল, হার্দিক ভারতীয় ব্যাটিং মাথাদের উইকেট তুলে নেন তিনি ৷

অফস্পিনার চরিথ আসালাঙ্কা 4 উইকেট নিয়েছেন ৷ তিনি ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, বুমরা এবং কুলদীপের উইকেট নেন ৷ ভারতের হয়ে একমাত্র অধিনায়ক রোহিত শর্মা 53 রানের ইনিংস খেলেন ৷ বাকি কেএল রাহুল 39 এবং ঈশান কিষাণ 33 রান করেন ৷ বাকি আরও কোনও ব্যাটার এদিন শ্রীলঙ্কান স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি ৷

আরও পড়ুন: ওয়ান-ডে'তে সাফল্যের সরণিতে প্রত্যাবর্তন, নেপথ্য কারণ জানালেন কুলদীপ

অন্যদিকে, শ্রেয়স আইয়ার আজ দলের সঙ্গে মাঠে আসেননি বলে টসের পর জানান রোহিত ৷ বোর্ডের মেডিক্যাল টিমের পরামর্শে তাঁকে হোটেল থেকে বিশ্রাম নিতে বলা হয়েছে ৷ তবে, পিঠের যে সামান্য সমস্যা দেখা দিয়েছিল, তা নেই বলেই বিসিসিআই-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ তবে, এদিনও প্রথম একাদশে জায়গা পেলেন না মহম্মদ শামি ৷ শ্রীলঙ্কা তাঁদের প্রথম একাদশে কোনও বদল করেনি ৷ তাদের অধিনায়ক দাসুন শনাকা জানিয়েছেন, বাংলাদেশ ম্যাচের দলই খেলানো হচ্ছে ৷ তিনিও টস জিতলে আগে ব্যাটিং করতেন বলে জানান ৷

আরও পড়ুন: বিরাটের 15 বছরের কেরিয়ারে প্রথমবার, 16 ঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

গত দু’দিন বৃষ্টির কারণে ম্যাচ একাধিকবার বন্ধ করতে হয়েছিল ৷ কিন্তু, আজ সকাল থেকে খটখটে রোদ কলম্বোতে ৷ আশা করা হচ্ছে মঙ্গলবার আর বৃষ্টি ম্যাচে বাধা হয়ে দাঁড়াবে না ৷ সেই সঙ্গে ফের রোহিত, শুভমন, বিরাট এবং কেএল রাহুলদের ব্যাট থেকে বড় ইনিংস আশা করছে ভারতের সমর্থকরা ৷

Last Updated : Sep 12, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.