ETV Bharat / sports

Asia Cup 2023: বিরাটের 15 বছরের কেরিয়ারে প্রথমবার, 16 ঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 10:41 AM IST

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X

India vs Sri Lanka in Asia Cup Super Four: গতকাল পাকিস্তানকে হেলায় উড়িয়ে দিয়েছে ভারত ৷ সেই ম্যাচ শেষ হওয়ার 16 ঘণ্টার মাথায় দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন ক্রিকেটাররা ৷ যেখানে একমাত্র চিন্তা ক্লান্তি ৷

কলম্বো, 12 সেপ্টেম্বর: এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে 228 রানে দুরমুশ করেছে ভারত ৷ সেই ম্যাচ শেষ হওয়ার 16 ঘণ্টার মধ্যে আবারও মাঠে নামতে হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ৷ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত ৷ যা নিয়ে পাকিস্তান ম্যাচের সেরা বিরাট বলেই ফেললেন, তাঁর 15 বছরের কেরিয়ারে এমন অভিজ্ঞতা প্রথমবার হচ্ছে ৷ যেখানে দু’দিন ধরে একটা 50 ওভারের ম্যাচ খেলে পরেরদিন আরেকটি ম্যাচে নামতে হবে ভারতকে ৷

এই পরিস্থিতিতে আলোচনায় ভারতীয় ক্রিকেটারদের ওয়ার্ক লোড ৷ কীভাবে ক্রিকেটাররা সামলাবেন পরপর দু’দিন ম্যাচ খেলার এই চাপ ? ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বিরাট বলেন, ‘‘15 বছরের কেরিয়ারে এটা প্রথমবার হচ্ছে ৷ তিনদিন ধরে দু’টো 50 ওভারের ম্যাচ খেলব ৷ শরীরকে তার জন্য দ্রুত তৈরি করতে হবে ৷ তবে, টেস্ট ক্রিকেট খেলার কারণে, এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারব ৷’’

ভারতের তুলনায় বর্তমান শ্রীলঙ্কা দল ততটা কঠিন প্রতিপক্ষ নয় ৷ কিন্তু, ঘরের মাঠে চেনা পরিবেশে প্রেমদাসার উইকেটে ভয়ংকর হয়ে উঠতে পারেন শ্রীলঙ্কানরা ৷ বিশেষত, তাদের বোলিং বিভাগ ৷ মহিশ তিকসানা, মাথিসা পাথিরানা, দসুন শনাকারা ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জ করতে পারেন ৷ আবার ব্যাটে কুশল মেন্ডিস, সমরবিক্রমারা বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন ৷ তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট ৷

কিন্তু, ভারতের টপ অর্ডার ঠিক সময়ে ফর্ম ফিরে পেয়েছে ৷ বিশেষত, পাকিস্তান ম্যাচের প্রথমদিনে রোহিত এবং শুভমনের আক্রমণাত্মক ব্যাটিং বিরাট এবং রাহুলের জোড়া সেঞ্চুরির মঞ্চ তৈরি করে দিয়েছিল ৷ ফলে, ভারতের ব্যাটিং নিয়ে সমস্যা কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ৷ এমনকী বোলারদের গতকাল দারুণ ব্যবহার করেছেন রোহিত শর্মা ৷ জসপ্রীত বুমরাকে একটা স্পেলে 5 ওভার করিয়েছিলেন ৷ সেখানে তিনি ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন ৷ সিরাজ, হার্দিক, শার্দূলও ছোট ছোট স্পেলে বোলিং করেছেন ৷ ফলে বোলারদের ক্লান্ত হয়ে পড়ার কোনও কারণ নেই ৷

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি, বিরাট-রাহুল ভাঙলেন 27 বছর আগের রেকর্ড

একমাত্র বিরাট কোহলি এবং কেএল রাহুলকে নিয়েই চিন্তায় থাকবে ম্যানেজমেন্ট ৷ বিশেষত, কেএল রাহুলকে নিয়ে ৷ চোট সারিয়ে কামব্যাক ম্যাচে সেঞ্চুরি করেছেন ঠিকই ৷ কিন্তু, কলম্বোর গরমে দুই ব্যাটার স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়তে পারেন ৷ কেএল রাহুল অবশ্য তা মনে করছেন না ৷ ম্যাচ শেষে জানালেন প্রায় সাড়ে 5 মাস পর মাঠে নেমেছেন ৷ তাঁর শরীরে যথেষ্ঠ এনার্জি রয়েছে ৷ তাই লাগাতার ম্যাচ খেলে যেতে চান ভারতের উইকেট-কিপার ব্যাটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.