ETV Bharat / sports

তৃতীয় ম্যাচে টস জিতল অজিরা, সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করছে 'মেন ইন ব্লু'

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 6:56 PM IST

Updated : Nov 28, 2023, 7:26 PM IST

India vs Australia 3rd T20: মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে নামল ভারত ৷ গুয়াহাটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি-অধিনায়ক ম্যাথু ওয়েড ৷ প্রথমে ব্যাট করছে সূর্য বাহিনী ৷

আইসিসি এক্স
India vs Australia 3rd T20

গুয়াহাটি, 28 নভেম্বর: গত ম্য়াচের মতোই সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক ৷ ভারত-অস্ট্রেলিয়া টি-20 সিরিজে গত দুই ম্য়াচেই অজিদের হেলায় হারিয়েছে সূর্য ব্রিগেড ৷ মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জেতেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড ৷ টস হেরে প্রথমে ব্যাট করছে 'মেন ইন ব্লু' ৷ সিরিজ জয়ের লক্ষ্যে এদিন একটি বদল এসেছে ভারতীয় দলে ৷ যদিও সেটা পারফরম্যান্সের ভিত্তিতে নয় ৷ বিয়ের জন্য মঙ্গলবার স্কোয়াডে নেই পেসার মুকেশ কুমার ৷ গোরক্ষপুরে আজ সাত পাকে বাঁধা পড়ছেন বাংলা হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার ৷ মুকেশ কুমারের বদলে দলে জায়গা পেয়েছেন আবেশ খান ৷

এদিন টসের পর ভারত অধিনায় সূর্যকুমার বলেন, "প্রথমে ব্যাট করতে পেরে খুশি ৷ শিশির তাড়াতাড়ি পড়া শুরু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা গত ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে চাই ৷ দলে একটি পরিবর্তন কর হয়েছে ৷ মুকেশ কুমারের বদলে দলে এসেছে আবেশ খান ৷ মুকেশ এখন জীবনের সবচেয়ে বড় খেলায় ব্যস্ত ৷ আমরা ওকে শুভেচ্ছা জানাই ৷"

টস জিতে অজি অধিনায় ম্য়াথু ওয়েড বলেন, "আমরা প্রথমে বোলিং করব। শিশির তাড়াতাড়ি যে পড়বে তাতে আমরা 100 শতাংশ নিশ্চিত নই ৷ তবে পিচ ইতিমধ্যেই ভিজে রয়েছে ৷ যা ম্যাচে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। প্রথম দু'ম্যাচে হারলেও ছেলেরা সকলেই ভালো খেলেছে, ফর্মে রয়েছে। এই ম্যাচের পরে আমারা কয়েকজনকে পাব না ৷ ট্রাভিস হেড, কেন রিচার্ডসন এবং জেসন বেহরেনড্রফ বেরিয়ে যাচ্ছে ৷

  • ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ ৷
  • অস্ট্রেলিয়া একাদশ- ট্রাভিস হেড, অ্যারন হার্ডি, জস ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়ানিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক/উইকেটরক্ষক), ন্যাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তানভীর সাংঘা, কেন রিচার্ডসন ৷

আরও পড়ুন:

  1. অজিদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার !
  2. দ্বিতীয় ম্যাচে দুরমুশ অজিরা, বড় জয়ে সিরিজে ব্যবধান বাড়াল ভারত
  3. যশস্বী-ঈশানের ঝোড়ো হাফসেঞ্চুরিতে রানের চূড়ায় ভারত, দ্বিতীয় ম্যাচে অজিদের টার্গেট 236
Last Updated : Nov 28, 2023, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.