ETV Bharat / sports

সিডনিতে শার্দুল না সাইনি , উত্তর মিলবে বুধবার

author img

By

Published : Jan 5, 2021, 10:18 PM IST

Shardul or Saini big question
Shardul or Saini big question

শেষ আট ইনিংসের মধ্যে সাতটি ইনিংসে ব্যর্থ হওয়ায় ময়াঙ্কের বাদ যাওয়া এখন সময়ের অপেক্ষা । তবে উমেশ যাদবের অনুপস্থিতিতে তৃতীয় পেসার নির্বিচন নিয়ে দ্বিধায় নির্বাচকরা । উমেশ যাদবের জায়গা কে পূরণ করতে পারবেন তা নির্ণয় করতে পারছেন না নির্বাচকরা ।

সিডনি , 5 জানুয়ারি : সিডনি টেস্টে তৃতীয় পেসার বাছতে নাজেহাল ভারতীয় টিম মেনেজমেন্ট । শার্দুল ঠাকুর বা নবদীপ সাইনি কাকে নেওয়া হবে তা নিয়ে দ্বিধায় ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক । তবে ময়াঙ্ক আগারওয়ালের বদলে যে রোহিত শর্মা প্রথম একাদশে ফিরছেন তা এক প্রকার স্পষ্ট । সিডনি গ্রাউন্ডে বৃহস্পতিবার সিরিজ়ের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া ।

শেষ আট ইনিংসের মধ্যে সাতটি ইনিংসে ব্যর্থ হওয়ায় ময়াঙ্কের বাদ যাওয়া এখন সময়ের অপেক্ষা । তবে উমেশ যাদবের অনুপস্থিতিতে তৃতীয় পেসার নির্বিচন নিয়ে দ্বিধায় নির্বাচকরা । উমেশ যাদবের জায়গা কে পূরণ করতে পারবেন তা নির্ণয় করতে পারছেন না নির্বাচকরা ।

কিছু দিন আগেও মুম্বইয়ের সিমার ও নির্ভরযোগ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান শার্দুল ঠাকুর তিন নম্বর পেসারের দৌঁড়ে এগিয়ে ছিলেন । কিন্তু বেশ কিছু সিনিয়র প্লেয়ার মনে করেন ভারতের দ্রুততম বোলার সাইনি বেশি কার্যকর হতে পারেন । ব্যাকফুটে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে সাইনির গতি বিপাকে ফেলতে পারে ।

মঙ্গলবার সিডনি গ্রাউন্ডে নেট সেসন সারে টিম ইন্ডিয়া । সবার নজর ছিল রোহিতের উপর । নেটে রোহিতকে পেস ও স্পিন দুইয়ের বিপক্ষেই বেশ স্বাচ্ছন্দ বলে মেনে হয়েছে । মঙ্গলবার সিডনির পিচ ঢাকা ছিল ফলে তৃতীয় পেসারের নির্বাচন করতে পারেনি ভারতীয় দল । বুধবার পিচের ঢাকা সরে গেলে পেসার নির্বাচনে সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.