ETV Bharat / sports

IND vs NZ : অভিষেকে জোড়া উইকেটে উজ্জ্বল হর্ষল, সিরিজ জিততে রোহিতদের চাই 154 রান

author img

By

Published : Nov 19, 2021, 9:00 PM IST

Updated : Nov 19, 2021, 9:24 PM IST

মার্টিন গাপটিল ঝড় সামলে দ্বিতীয় টি-20 ম্য়াচে নিউজিল্য়ান্ডকে রানের পাহাড়ে চড়তে দিল না ভারত ৷ ফের অভিজ্ঞ অশ্বিনের কৃপণ বোলিং, অভিষেকে হর্ষলের নজরকাড়া পারফরম্য়ান্সে ভর করে কিউয়িদের 15 রানে বেঁধে রাখল টিম ইন্ডিয়া ৷ অর্থাৎ সিরিজ জিততে রোহিতদের চাই 15 রান ৷

IND vs NZ
জোড়া উইকেটে অভিষেকে উজ্জ্বল হর্ষল

রাঁচি, 19 নভেম্বর : মার্টিন গাপটিল ঝড় সামলে দ্বিতীয় টি-20 ম্য়াচে নিউজিল্য়ান্ডকে রানের পাহাড়ে চড়তে দিল না ভারত ৷ ফের অভিজ্ঞ অশ্বিনের কৃপণ বোলিং, অভিষেকে হর্ষলের নজরকাড়া পারফরম্য়ান্সে ভর করে কিউয়িদের 153 রানে বেঁধে রাখল টিম ইন্ডিয়া ৷ অর্থাৎ সিরিজ জিততে রোহিতদের চাই 154 রান ৷ তৃতীয় ওভারে এসে সামান্য খেই হারালেও অভিষেকে মোটের উপর উজ্জ্বল হর্ষল প্যাটেল ৷ জোড়া উইকেট তো নিলেনই, পাশাপাশি 4 ওভারে দিলেন মাত্র 25 রান ৷ আর অশ্বিনের বোলিং ফিগার দেখে আরও একবার মনে হতে পারে বিশ্বকাপে নিউজিল্য়ান্ড ম্য়াচেও তিনি যদি থাকতেন ৷ 4 ওভারে 19 রান, সঙ্গে একটি উইকেট নিলেন দক্ষিণী স্পিনার ৷

7 উইকেটে তোলা কিউয়িদের রান এল মূলত দুই ওপেনার গাপটিল-মিচেল এবং গ্লেন ফিলিপসের ব্যাটে ৷ 15 বলে 31 রান করে আউট হওয়ার আগে এদিন আন্তর্জাতিক টি-20তে বিরাট কোহলির রান সংখ্য়া টপকে গেলেন গাপটিল ৷ আপাতত টি-20তে সর্বাধিক 3,248 রান তাঁর ঝুলিতেই ৷ রাঁচিতে এদিন শিশিরের দাপট বোঝা গেল প্রথম ইনিংসেই ৷ এরইমধ্য়ে ভারতীয় বোলাররা বিপক্ষের রানের গতিতে রাশ টানলেও ফিলিপস ফের নিউজিল্য়ান্ডের রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন ৷

আরও পড়ুন : 'ভালবাসি তোমায়', এবি ডি'র অবসরে ভগ্নহৃদয়ে বার্তা কোহলির

কিন্তু 21 বলে 34 করে হর্ষলের শিকার হন ফিলিপস ৷ মিচেল করেন 28 বলে 31 ৷ আর গত ম্যাচের অর্ধশতরানকারী চ্য়াপম্য়ান 17 বলে 21 রানে আউট হন এদিন ৷ ভুবি-চাহার যথেচ্ছ রান দিলেও হর্ষল-অশ্বিনকে সঙ্গ দিলেন অক্ষর ৷ 4 ওভারে 26 রানে 1 উইকেট নিলেন তিনি ৷ সবমিলিয়ে 20 ওভারে 6 উইকেটে স্কোরবোর্ডে 153 রান তুলল কিউয়িরা ৷

Last Updated : Nov 19, 2021, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.