India beat New Zealand: ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়ার

author img

By

Published : Jan 24, 2023, 6:17 PM IST

Updated : Jan 24, 2023, 9:30 PM IST

IND vs NZ 3rd ODI ETV BHARAT

রোহিত-শুভমনের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে 385 রানের বিশাল স্কোর করেছিল ভারতের (IND vs NZ 3rd ODI) ৷ রান তাড়া করতে গিয়ে 295 রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড ৷ সেই সঙ্গে 3-0 ওয়ান ডে সিরিজ জিতে নিল রোহিত অ্যান্ড কোং ৷

ইন্দোর, 24 জানুয়ারি: সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল ৷ মঙ্গলবার নিয়মরক্ষার তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে কিউয়িদের হারিয়ে সিরিজ 3-0 পকেটে পুরল রোহিত অ্যান্ড কোং ৷ প্রথমে রোহিত-শুভমন-হার্দিকের ব্যাটিং দাপটে প্রতিপক্ষকে পাহাড়প্রমাণ 386 রানের টার্গেট দিয়েছিল ভারত ৷ রান তাড়া করতে নেমে 41.2 ওভারে 295 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড ৷ 90 রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ কিউয়িদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া ৷

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না-হলেও ডেভন কনওয়ের দুরন্ত শতরানে লড়াইয়ে ফিরেছিল নিউজিল্যান্ড ৷ কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে কনওয়ের একার লড়াই সফল হয়নি ৷ 100 বলে আটটি ছয় ও 12টি চারের সাহায্যে 138 রানের ইনিংস খেলে উমরান মালিকের বলে আউট হন এই কিউয়ি ওপেনার ৷ তাঁর ওপেনিং পার্টানার ফিন অ্যালেন স্কোর বোর্ডে কোনও রান যোগ না-করে প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফেরার পর একা লড়াই চালিয়ে গিয়েছিলেন কনওয়ে ৷ কিন্তু অন্যদিকে সঙ্গ না-পাওয়ায় কিউয়ি ইনিংস তিনশোর গণ্ডি ছুঁতে পারেনি ৷ কিউয়ি ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হেনরি নিকোলসের 42 রান ৷ বল হাতে সফল শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব ৷ দু'জনেই তিনটি করে উইকেট নেন ৷ চাহাল দুটি এবং হার্দিক ও উমরান একটি করে উইকেট নেন ৷

ইন্দোরের হোলকর স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিং করে কিউয়িদের 'বিরাট টার্গেট' দিয়েছিল টিম ইন্ডিয়া ৷ প্রথমে রোহিত শর্মা এবং শুভমন গিলের সেঞ্চুরি ৷ 3 নম্বরে নেমে বিরাটের আক্রমণাত্মক 36 রান এবং লোয়ার মিডল অর্ডারে হার্দিকে 54 এবং শার্দূলের 16 বলে 25 রানের ইনিংস ৷ এই 5 ব্যাটারের দৌলতে ভারত তৃতীয় একদিনের ম্যাচে 9 উইকেট হারিয়ে 385 রান তুলেছিল (India Sets 386 Runs Target Against New Zealand) ৷

শুরুতে কয়েক ওভার সামলে খেলার পর, টি-20’র মেজাজে ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা (85 বলে 101 রান) এবং শুভমন গিল (78 বলে 112 রান) ৷ এদিন রোহিত 3 বছর পর আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সেঞ্চুরি পেলেন ৷ সেখানেই শুভমন একদিনের ক্রিকেটে পাকিস্তানের বাবর আজমের সঙ্গে একসারিতে বসে পড়লেন ৷ 3 ম্যাচের একদিনের সিরিজে সর্বাধিক মোট 360 রান করেন শুভমন ৷ বাবরের 3 ম্যাচের একদিনের সিরিজে 360 রান রয়েছে ৷

এদিন ভারতীয় দলও একটি রেকর্ড গড়েছে ৷ ভারত প্রথমে ব্যাট করে শেষ 5 ম্যাচে সাড়ে তিনশো বা তাঁর বেশি রান তুলেছে ৷ শুরুটা হয়েছিল বাংলাদেশ সফর দিয়ে ৷ চট্টোগ্রামে শেষ একদিনের ম্যাচে 8 উইকেট হারিয়ে 409 রান করেছিল ভারত ৷ এরপর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগে ব্যাট করে 373 রান তোলেন রোহিতরা ৷ ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে 390 রান করে ভারত ৷ হায়দরাবাদে 349 রান এবং আজ ইন্দোরে 385 রান তোলে রোহিত শর্মারা ৷

আরও পড়ুন: রোহিত-শুভমনের জোড়া সেঞ্চুরি, 3 বছর পর শতরান পেলেন 'হিটম্যান'

Last Updated :Jan 24, 2023, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.